পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ተዋህ8 अोस%क झट्रैण तलgrझ% १ीउ रुझि/ অপরকে নিজের ধারণানুসারে চলিতে বাধ্য করে। কিন্তু এ প্রভাব সেই সকল ব্যক্তির জীবনব্যাপী মাত্র-জীবনান্তে তাহা ইষ্ট অপেক্ষা অনিষ্টই অধিক করিতে থাকে । ভারতের আর্য্য সন্তানের নিকটে এ সত্য ও তত্ত্ব চিরপুরাতন । কিন্তু পাশ্চাত্যের ভারতী । পৌষ, ১৩১৭ শিক্ষা দীক্ষা সাধনার মধ্যে থাকিয়া এই সতা উপলব্ধি করা ও জীবনে পরিণত করার জন্তই টলষ্টয়ের মহত্ব। এই সত্যের সহিত পরিচিত হইবার পর হইতে টলষ্টয় ধন জন বিলাস মুখ ত্যাগ করিয়া ভোগত্যাগী হিন্দুর স্কায় জীবন অতিবাহিত করিজেন । শ্ৰীস্বরেন্দ্রনাথ ভট্টাচাৰ্য্য। রাবণ বধ । বঙ্গের প্রায় প্রত্যেকেই রামচন্দ্রের দুর্গোৎসব এবং রাবণবধের বিষয় রামায়ণপাঠে অবগত আছেন। বিকানীর রাজ্যে দশহর ও দীপাবলীর সময় এই পৰ্ব্ব যেরূপে সম্পন্ন হয় তাহ বেশ একটু কৌতুকজনক । নিম্নে তাহার সংক্ষিপ্ত বিবরণ লিপিবদ্ধ করিলাম। প্রাচীন বিকানীর রাজ প্রাসাদ অতি সুদৃঢ় প্রস্তর নিৰ্ম্মিত অত্যুচ্চ প্রাচীর বেষ্টিত কেল্লার ভিতরে অবস্থিত। আজও পর্য্যন্ত সিংহাসন সেই পুরাতন প্রাসাদেই । কেল্লার ভিতরে অনেক দেবদেবীর মন্দিরও আছে । বর্তমান মহারাজ কেল্লা হইতে দেড়মাইল দূরে নব্যধরণের এক প্রাসাদ নিৰ্ম্মাণ করিয়া তথায় অবস্থান করেন। দেবদেবীর পূজা কিম্বা দরবার উপলক্ষে তিনি প্রাচীন প্রাসাদে গমন করেন। দশছন্নার দিন মহারাজার জন্মদিন ; তাই সেদিন তাহাকে দেবীর আরাধনায় এবং জন্মোৎসব দরবারে যোগদান করিতে পুরাতন প্রাসাদে আসিতে হয় । নেটবগণ অর্থাৎ ভারতীয় সমস্ত অফিসার দরবারে এবং দেবী নিকেতনে নিমন্ত্রিত হইয়া থাকেন। দশহরার দিন এগারটার সময় যথাস্থানে উপস্থিত হইয়া আমরা মহারাজার আগমন প্রতীক্ষা করিতে লাগিলাম। প্রায় একটার সময় তিনি কেশরিয়া অর্থাৎ হলুদ রঙের আচকান, ছাকা এবং হীরক ও মণিমুক্তার হারে ভূষিত হইয়া দেবী পূজায় অগ্রসর হইলেন। এবং একে একে কয়েক জায়গায় পূজা সমাপ্তির পর দরবারে উপস্থিত হুইয়া সিংহাসনে আসীন হইলেন। দরবার প্রকোষ্ঠ কিম্বা কারুকার্য্যখচিত সিংহাসন এবং সুবর্ণস্তম্ভোপরি চক্ৰাতপাদির বর্ণনায় প্রবন্ধকলেবর বৃদ্ধির আবশ্যকতা দেখি না । রাজা সিংহাসন গ্রহণ করিলেন ; পশ্চাদেশে এক ব্যক্তি শাসন দণ্ড, দ্বিতীয় ব্যক্তি ঢাল তরবার এবং তৃতীয় ব্যক্তি চামর লইয়া দাড়াইল। চিরন্তন প্রথামৃষী নজর সেলামী হইয়া গেল। তার পর রাজা অপর আঙ্গিনায় গিয়া সাধারণের সেলামী গ্রহণ করিলেন এবং তিন চারি জন স্থানীয় লোককে জন্মদিনের উপাধি অর্থাৎ অনুগ্রহ সুচক নিদর্শন প্রদান করিলেন। এদিকে গরীবদের ভিতর স্থানে স্থানে আহাৰ্য্য বণ্টন হইতে লাগিল। এইরূপে প্রায় বেলা শেষ হুইয়া আসিল । একটী কথা উল্লেখ করিতে छूणिब्राहि । मब्रवांरब्रव्र गमग्न थांत्रt१