পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, নবম সংখ্যা । ब्रांद१ दश । ማህ”¢ নর্তকীগণ দল বাৰিয়া মাঙ্গলিক গীত রাবণকে বধ করিতে অগ্রসর হইতে লাগিলাম গাইতেছিল। তখন বাদ্য ঘণ্টায় দিভূমণ্ডল নিনাদিত হইতে তার পর সন্ধ্যার প্রাক্কালে রাবণবধের জন্ত বিশেষ আয়োজন চলিতে লাগিল । কেল্লা হইতে আনুমানিক অৰ্দ্ধমাইল দূরে মাঠের ভিতর ৪৷৫ ফুট উচ্চবেদির উপর একখানা ২০ ইঞ্চি পরিমিত রাবণ চিত্র দাড় করাইয়। রাখা হইয়াছে। কেল্লা হইতে চিত্র পর্য্যন্ত রাস্তার দুষ্ট পাশ্বে ষ্টেটের সমস্ত সশস্ত্র অশ্বারোহী এবং পদাতিক সৈন্ত শ্রেণী বাধিয়া মহারাজার আগমন প্রতীক্ষা করিতেছিল এবং হাজার হাজার দর্শকের উচ্ছ জ্বলতা নিবারণ করিতেছিল। আনুমানিক ৬টার সময় রাজ রাবণ বধ করিতে অশ্বারোহণ করিলেন । এইখানে বলা আবশুক বিকানীর রাজা দেববংশ সস্তৃত বলিয়া বিবেচিত। আমরা পদব্রজে র্তাহার অনুসরণ করিতে লাগিলাম। সুখের বিষয় রামামুচরের দ্যায় রাজার অনুসরণে আমাদিগকে সেতুবন্ধনের জন্ত কোনরূপ প্রয়াস পাইতে হয় নাই। তবে কিনা অফিসারদিগকে পদব্রজে অৰ্দ্ধমাইল যাইতে আসিতেই অনেকটা অবসর হইতে হইয়াছিল । যে রাজপুতগণ অনশনে অনিদ্রায় দিনরাত বিজনকাননে ঘুরিয়া ঘুরিয়া ক্ষণেকর তরেও ক্লাস্তি বোধ করিতেন না আজ র্তাহীদের বংশধরগণ এক মাইল পথ চলিতেও কাতর। এখানে দেখিতে পাই পচিশ ত্রিশ টাকা বেতনের কেরাণীও পদব্রজে চলিতে ফিরিতে কিম্বা লিকি মাইল দূরস্থ আফিষে যাইতে লজ্জা বোধ করেন। পতিত জাতির যতটা অধঃপতন সম্ভবপর তাহ হইয়াছে। স্বাহী হউক রণসাজে সাজিয়া যখন দশস্কন্ধ SY লাগিল। কতক দূর অগ্রসর হইলে পর মিছিল থামিয়া গেল। মহারাজা অশ্বগৃষ্ঠ হইতে অবতরণ করিয়া এক কুল বৃক্ষের নীচে দেবীর আরাধনায় নিয়োজিত হইলেন। পুরোহিতগণ সজোরে মন্ত্রেীচ্চারণ করিতে লাগিলেন । কুলবৃক্ষ এবং খেজুরি নামক এক জাতীয় বাবুল এ অঞ্চলে অতি পবিত্র। প্রায় অৰ্দ্ধ ঘণ্টায় দেবীর আরাধনা সমাপ্ত হইল ; তৎপর একটা ছাগশিশুর হত্যার পর মিছিল সোৎসাহে রাবণের দিকে ছুটিল। অল্পক্ষণের মধ্যেই নির্দিষ্ট স্থানে গিয়া পৌছিলাম। দশস্কন্ধ রাবণকে বধ করিব বলিয়া এক মস্ত আশা পোষণ করিতেছিলাম কিন্তু সেখানে গিয়া এক মাথা এবং দুই হাত বিশিষ্ট রাবণকে দেখিয়া একটু উৎসাহ যেন কমিয়া গেল । রাজা পুনরায় অশ্ব হইতে অবতরণ করিলেন, এবং ধনুৰ্ব্বাণ হস্তে লইয়া প্রায় পাচ হাত দূর হইতে রাবণকে লক্ষ্য করিয়া শর নিক্ষেপ করিলেন । তীক্ষশর রাক্ষসরাজ রাবণের বক্ষভেদ করিয়া দূরে চলিয়া গেল। এদিকে অনুচরবর্গ ক্ষিপ্রহস্তে রাবণচিত্রকে খও বিখও করিয়া ধূলিসাৎ করিল। এমন কি ঐ চিত্র যে ভিত্তির উপর দণ্ডায়মান ছিল সে ভিত্তির উপরের স্তর পর্য্যন্ত দূরে নিক্ষিপ্ত হইলে পর অনুচরগণের অক্রোণ প্রশমিত হইল । রাবণ চিত্রের টুকরা এখানে মাজুলিতে পূরিয়া ছেলেমেয়েদের গলায় দেওয়া হইয়া থাকে ; উহাতে নাকি তাছাদের ব্যারাম পীড়ার আশঙ্কা কম থাকে। রাবণের পতনের সঙ্গে সঙ্গেই চতুর্দিক জয় ধ্বনিতে নিনাদিত হইতে লাগিল, তোপ