পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

و بqb থানার ১০১টা তোপ ধ্বনিতে মুহূৰ্ত্ত মধ্যে চতুর্দিকে বিজয় সন্দেশ বিজ্ঞাপিত হইয়া গেল। জয়েtল্লাসে মাতোয়ারা প্রায় আমরা মহাসমারোহে কেল্লায় প্রত্যাবর্তন করিলাম । ফিরিবার বেলায় মহারাজা সুবর্ণ এবং মণিমুক্তাখচিত হাওদা এবং আস্তরণে ভূষিত হস্তিপৃষ্ঠে আরোহণ করিলেন। প্রায় আটটার সময় আমরা নিজ নিজ বাড়ীতে চলিয়া আসিলাম । দ্বিতীয় দিবস পুনরায় নজরসেলামীর দরবার বসিল এবং পূৰ্ব্বদিনের দ্যায় সেলামী হইয়া গেল। প্রথম দিন জন্মোৎসব এবং দ্বিতীয় দিবস দশহরা উপলক্ষে সেলামী । দরবারের পর আমরা এক আঙ্গিন বিশেষে সম্মিলিত হইলাম, সেখানে আমাদের ভিতর “জোয়ারী” অর্থাৎ দশহরার বক্সিস্ বা পাবিতোষিক বিতবিত হইল। আমরা প্রত্যেকেই দুইটি টাকা এবং ছয়ট নারিকেল পাইলাম। পূৰ্ব্বে প্রত্যেককে একটি বিকানীর ষ্টেট মুদ্রা এবং একটী ব্রিটিশ মুদ্রা প্রদত্ত হইত। কিন্তু আজকাল বিকানীব ষ্ট্রেটে মুদ্রা প্রস্তুত না হওয়ায় এবং সঞ্চিত বিকানীরী মুদ্রা নিঃশেষিত হওয়ায় এ বছর হইতে দুইটাই ব্রিটিশ মুদ্রা দেওয়া হইয়াছে। দেওয়ালী সম্বন্ধে কিঞ্চিৎ উল্লেখ করিয়াই আজ এ প্রবন্ধের উপসংহার করিব। এ অঞ্চলে দেওয়ালীতে মহাসমারোহ চইল্লা থাকে। বঙ্গের ছোট বড় ধনী দরিদ্র সকলেই যেমন দুর্গোৎসব ব্যাপারে মহাব্যস্ত ; এখানে সেইরূপ দেওয়ালীতে সকলেই ব্যস্ত। এমন কি, দীনদরিদ্রগণ পৰ্য্যন্ত এখানে একবেলা ভোজন করিয়াও দেওয়ালীর জন্ত কিঞ্চিৎ সঞ্চয় ভারতী । পৌষ, ১৩১৭ করিয়া থাকে। এখানে ধনী ব্যক্তির বাড়ীতে প্রস্তর অথবা ইষ্টক নিৰ্ম্মিত পাকা দালান এবং গরীবের র্কাচা দালান বা কোঠাবাড়ী, বঙ্গের দ্যায় কাহারও বাড়ীতে খড়ের ছাউনী নাই। দেওয়ালীর প্রায় একমাস পূৰ্ব্ব হইতেই সকলে বাড়ী ঘর, পরিষ্কার করিয়া কোঠাগুলি অনেকটা গেরুয়া রঙের একপ্রকাব মাটীতে লেপ দিতে আরম্ভ করে । তারপর উঠান এবং দরজার চারিদিক আলিপনাচিত্রিত হইয় থাকে । পিতা মাত৷ ভাই বন্ধু কোন নিকট আত্মীয়ের মৃত্যু হইলে এক বৎসর কাল ইহার বাড়ী ঘর রং করে না ; যেহেতু ঐ বৎসর ইহাদের শোকের বৎসর। কাৰ্ত্তিকের অমাবস্তার দিন প্রধান দেওয়ালী। এ অঞ্চলে দেওয়ালী তিন দিন। ত্রয়োদশীর দিন যম দেওয়ালী, চতুর্দশীতে কালী দেওয়ালী এবং অমাবস্তার দিন রাণী দেওয়ালী । প্রথম দুইদিন অর্থাৎ যম এবং কালী দেওয়ালীতে ততটা সমারোহ হয় না। কোন কোন জায়গায় কিছু আলোকমালা এবং আতসবাজী দেখিতে পাওয়া যায়। আমাদের বঙ্গে শুমাপুজার দিন অমাবস্তা রাত্রি দীপান্বিত হইয়া থাকে এখানে ঐদিন লক্ষ্মী পুজা । ঘরে ঘরে একখানা লক্ষ্মীদেবীর চিত্র টাঙ্গাইয়া গৃহস্বামীগণ সেদিন নিজে নিজেই উছার পুজা করিয়া থাকে। কোন কোন অবস্থাপন্ন ব্যক্তির বাড়ীতেই পুরোহিত আসে । চিত্রের সম্মুখে নারিকেল, গুড়, চিনি, লাডু, ভাঞ্জাভুজি প্রভৃতি রাখা হয়। রাণী দেওয়ালীর দিন এবং তার পর দিন শুধু আফ্যি নহে বাজারের ক্রয় বিক্রয় এবং কৃষকের কর্ষণ প্রভৃতিও বন্ধ থাকে। আমাদের