পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

by d 9 (Blue Ribbon) of:gia ofton সেইজন্ত তিনি সরকারী বৃত্তি লাভ করিবার চেষ্টাও করিয়াছিলেন এবং যদিও সে বৎসর বৃত্তি র্তাহারই পাইবার কথা কিন্তু দুর্ভাগ্যবশতঃ তিনি তাহ পাইলেন না। তাই রাম তীর্থের নীল ফিতা অার পর হইল না । তিনি সংসার পরিত্যাগ করিয়া সন খ্ৰীষ্টাব্দের শেষভাগে সাধনায় প্রবৃত্ত হইলেন এবং ৎসরকালের মধ্যে সন্ন্যাস গ্রহণ করিয়া ধৰ্ম্মার্থে জীবন উৎসর্গ করিলেন । স্বামী রামতীর্থ চিরপ্রফুল্ল ছিলেন । সংসারের কোন ও ঘটনাই তাহার সদ;নন্দ ভাবকে তিরোহিত করিতে পারে নাই । তাঙ্গার সদানন্দ ভাব যে দেখিয়াছে সেই মুগ্ধ হইয়া যাইত । Great Pacific Railroad Company; of fostějof তাহার এই সদানন্দভাব দেখিয়া ধণিয়ছিলেন ইহার হাস্ত স্বতঃ উৎসারিত,* কিছুতেই ইহার প্রফুল্লতা বিনষ্ট হইতে পারে না। সেণ্ট লুই glū’īāīts (St. Louis Exhibition) তাছার প্রশাস্ত হাস্তোজ্জল বদনমণ্ডল সকল চক্ষুর বেন্দ্রস্থল হইয়াছিল। স্বামী রামতীর্থের প্রেমোজ্জল বদনমণ্ডল দেখিয়া মানুষ কি যেন একটা নুতন জিনিষের আভাষ পাইত, নবজীবনের দ্বার যেন ভtহার নিকট উদঘাটিত হইয়া যাইত, নবাকাজ প্রাণে জাগিয়া উঠিত। তাহার নিকট কেহ স্থির শাস্তভাবে বসিলে তিনি যেন তাহাকে উদ্ধে তুলিয়া ধরিতেন, নীচতা, ক্ষুদ্র তা হীনতা, মলিনতা, সকল বিদূরিত হইয়া যেন স্বৰ্গীয় ভাবে তাহার মন পরিপূর্ণ হইয়া উঠিত। > ケふふ。 আমেরি কবি

  • “His smiles are iresristible.

ভারতী । মাঘ, ১৩১৭ তাহার আত্মতত্ত্ব ও ভগবদূতত্ত্বের ব্যাখ্য শুনিয়া লোকে মুগ্ধ হইয়া যাই ত । مونیسم نه بع স্বামী রামতীর্থ-সন্ন্যাসীবেশে । তাহার সেই সুমধুব হান্তময়, চিরপ্রফুল্ল বদনমণ্ডল দেখিয়া প্ৰাণমন আনন্দে পরিপূরিত হইয়। যাইত। তিনি যখন হাসিতেন কয়েক মিনিট ধরিয়াই হাসিতেন—মনে হইত কি যেন এক অমূল্য রত্ন লাভ করিয়া আনন্দে বিভোর গিয়াছেন । স্বামী রামতীর্থ অদ্বৈতবাদী ছিলেন। কিন্তু বর্তমান সময়ের বিকট অদ্বৈতবাদ তাহার অদ্বৈতবাদ এক নহে। তাহার অদ্বৈতবাদের ব্যাখ্যা শুনিয়া অদ্বৈ বাদ সম্বন্ধে অনেকের ভুল ধারণ বিদূরিত হইয়াছে। e তিনি যখন বজ্র গম্ভীর স্বরে তাহার ‘A checrsulincs that nothing could mar was his