পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

by otr এই প্রস্তাবের অমুকুলে ভারতীয় সংবাদ পত্র সকল সদযুক্তিপূর্ণ প্রবন্ধাদি প্রকাশিত করিয়াছিলেন। ভারতের প্রধান প্রধান নেতাগণ এই মহৎ উদ্বেগু সাধনে অধ্যাপক ওকাকুয়ার সহিত এক যোগে কাৰ্য্য করিতে প্রতিশ্রুত হুইয়াছিলেন। কিন্তু দুঃখের বিষয়, একদিকে স্বামী বিবেকানন্দেব হঠাৎ অকাল মৃত্যু হইল, অন্যদিকে অধ্যাপক ওকাকুর আপন স্বদেশবাসীদিগের মতামত গ্রহণ না করিয়া ভারতপ্রবাসকালেই এই প্রস্তাব উত্থাপিত করিয়াছিলেন বলিয়া জাপানে তাছার বিরুদ্ধে একটি শক্তিশালিদল সংঘটিত হইল । তাহারা অভিমানে ও অাক্রোশে এই ধৰ্ম্মমহাসম্মিলনের বিরুদ্ধে লেখনী সঞ্চালিত করায় এই প্রস্তাব জাপানে অগ্রাহ হইয়া (히 এই অশুভ সংবাদ ভারতে পৌছিতে বহু সময় লাগিয়াছিল। ভারতীয় সংবাদ পত্র সকল এই সংবাদ না পাইয়া অতি আগ্রহের সহিত জন সাধারণকে এ বিষয়ে উৎসাহিত করিতেছিলেন। ভারতেধ নানা স্থানে এই মহা সম্মিলনে যোগ দিলার জন্য প্রতিনিধি নিয়োজিত হইয়াছিল। এমন কি প্রতিনিধিগণ কোন জাহাজে জাপানে যাইবেন তাহা পৰ্য্যন্ত ঠিক হইয়া গিয়াছিল। যখন ভারতে এই সব আন্দোলন হইতেছিল তখন স্বামী রামতীর্থ ছিমাচল ¢ft ftw! ( Tehri Garhwal ) <if# <şfat 5 ছিলেন। তিনি এসব আন্দোলনের কোন প্রকার সংবাদ জানিতেন না । হঠাৎ একদিন ংবাদপত্র পাঠে টিল্পীরাজ এই ধৰ্ম্ম মহাসম্মিলনের সংবাদ জানিতে পারিয়া স্বামী ভারতী । মাঘ, ১৩১৭ রামতীর্থকে তাহার প্রতিনিধিরূপে এই মহাসন্মিলনে যোগদান করিতে অনুরোধ করিলেন। টরীরাজ কর্তৃক অমুরুদ্ধ হইয়া প্রিয়শিষ্য শ্ৰীমান নারায়ণসহ স্বামী রাম কলিকাতা হইয়া জাপান যাত্রা করিলেন। পিনী, হংকং প্রভৃতি স্থানে বিশ্রাম করিয়া পঞ্চবিংশ তিদিবস পরে তিনি ইয়োকোমাতে উপস্থিত হইলে । হংকং প্রবাসী ভারতীয় হিন্দু মুসলমানগণ র্তাহাকে অতি সমাদ েররসহিত অভ্যর্থনা করিয়াছিলেন। যদিও তিনি হিন্দু সন্ন্যাসী ছিলেন তথাপি মুসলমানগণও তাছাকে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করিতেন। এমন কি তাহারা তাহার মুসলমান শাস্ত্রে প্রগাঢ় পাণ্ডিত্য দেখিয়া তাহাকে তাহীদের প্রিয়তম হাফেজের, ७११ उंtझांcनन्न उख्उिॉक्कन *ांमछ|ব্রেজের স্নেহাস্পদ কনিষ্ঠ সহোদর বলিয়া সম্মান করিতেন। ইহা একজন হিন্দু সন্ন্যাসীর পক্ষে কম সন্মানের বিষয় নহে । স্বামী রামেরও মুসলমানধর্থের প্রতি একটা ঐকান্তিক শ্রদ্ধা ছিল। মুসলমান শাস্ত্র হইতে কোন বচন অথবা কোন মুসলমান সাধু সন্ন্যাসীর উক্তি স্বামী রাম অতি ভক্তিসহকারে উল্লেখ করিতেন । স্বামী রাম ষ্টীমার বাসকালে প্রতি সন্ধ্যায় সহযাত্ৰাদিগকে লইয়া বেদাস্তের আলোচনা করিতেন। তাহার প্রমুখাৎ বেদান্তের মুমধুর ও সরল ব্যাখ্যান শুনিয়া সকলেই মুগ্ধ হইsী যাইতেন। রামতীর্থ দুইদিন মাত্র ইয়োকোহামীয় অবস্থান করিয়া টোকি ও নগরে গমন করেন।