পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

br, е ত্যাগী নই, আমি ঘোর সংসারী।” ব্যারণ কান্দ রামের সেই আনন্দ বিচ্ছুরিত সমুজ্জল বদনমণ্ডল দর্শন করিয়া স্বয়ং আনন্দে অধীর হইয়া পরিবারস্থ সকলের সহিত রামেব পরিচয় করিয়া দিলেন । অধ্যাপক তাকীকfৎসুব বিশেষ ইচ্ছা ছিল যে, টোকিও রাজকীয় বিশ্ববিদ্যালয়ে রাম বেদান্তের ধারাবাহিক বক্ত তা প্রদান করেন। কিন্তু অধ্যাপক চাটরি আপন সার্কাস দল লইয়া আমেরিক যাইবার জঙ্গ একটা জাহাজ ভাড়া লইয়া স্বামী রামতীর্থকে সেই জাহাজে আমেরিকা গমন করিতে অনুবোধ করায় এবং স্বামী রামের জাপানী ভাষায় অনভিজ্ঞ তা বশতঃ বেদান্তেব বক্তৃতা প্রদত্ত হয় नांझे । যদিও তিনি জাপানে অত্যন্ন সময় অবস্থান করিয়াছিলেন তথাপি ব্যারণ কান্দার অনুরোধে তিনি তাহাব কলেজে Secret of Success Hoco got বক্তৃত৷ প্রদান করেন। এই বক্তভার সারমর্ম atolia Biên (Japan Times) "to প্রকাশিত হচীয়াছিল । ইহা পাঠ কবিয়া জাপানের রুষ দুত আলাপ পরিচয়াদি করিবার জন্ত স্বামী রামকে নিমন্ত্রণ করিয়া পাঠান । দুঃখের বিষয় এই নিমন্ত্রণ পত্র পাইবার দুইদিন পূৰ্ব্বে স্বামী রাম জাপান পরিত্যাগ করিয়া আমেরিকায় গমন করিয়াছিলেন । স্বামী রাম অন্তত বহু শ্রোতৃমণ্ডলী সমক্ষে মহাত্মা বুদ্ধ সম্বন্ধে একটা বক্তৃতা প্রদান করেন। তাহার বক্তৃতা শ্রবণ করিয়া সিকাগে৷ ধৰ্ম্মমহামণ্ডলে বৌদ্ধধৰ্ম্মের প্রতিনিধি ভারতী । মাঘ, ১৩১৭ মহাত্মা হিরাই বলিয়াছিলেন স্বামী রাম যথার্থই একজন ঈশামু প্রাণিত ব্যক্তি বটে। স্বামী রাম প্রিয়শিষ্য নারায়ণকে ভারতে প্রত্যাগমন করিতে আদেশ করিয়া সন ১৯৯২ খৃষ্টাব্দের নবেম্বর মাজে আমেরিকার সান্‌ ফ্রান্সিসকো নগরে উপস্থিত হন। তখন তাহার নিকট যথেষ্ট অর্থ ছিল না বা কোথায় যাইবেন তাহারও কোন স্থিরতা ছিল না । জাহাজ বন্দবে আসিবামাত্র আরোহীগণ নামিবীব জন্ত অত্যন্ত ব্যগ্র হইয় পড়িলেন, কিন্তু স্বামী রাম স্থিব ধীর গম্ভীরভাবে ডেকের উপর পাদচালনা করতে লাগিলেন । র্তাহার সেই নিশ্চি স্তভাব দেখিয়া অনেকে মনে করিয়াছিলেন, যে তিনি জাহাজের কোন লোক হইবেন । তাহার এই নিশ্চেষ্টভাব দেখিয়া কৌতুহলবশত আমেরিকার একটী সুবিখ্যাত সংবাদপত্রের প্রতিনিধি র্তাহীর নিকট আসিয়া প্রশ্ন (San-Francisco) করিলেন :– আপনার নাম কি ? রাম । আমি একজন ফকীর । প্রতি । আপনাকে দেখিয়া আপনি একাকী আসিয়াছেন। হইতে নামিবেন না ? মনে হইতেছে আপনি কি জাহাজ রাম । আমি সৰ্ব্বদাই একাকী আপন ভাবে থাকি । প্রতি । আপনার কোন জিনিস পত্র নাই ? রাম। আমি যাহা বহন করিতে পারি তদনুরূপ জিনিস রাখিয়া থাকি। তদন্তিরিক্ত কিছুই রাখি না। প্রতি । আপনার নিকট যথেষ্ট অর্থ আছে ত ? আমেরিক বড় শক্ত দেশ এখানে টাকাকড়ি না থাকিলে কেহ থাকিতে পারে না। রাম । না, আমি টাকা কড়ি রাখি না।