পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b”あく যে বিশ্বসংসারে মঙ্গলময় বিধাতার রাজ্যে ঃখ কষ্ট শোক অশান্তি বলিয়। কোন বাস্তব পদার্থ নাই ; একবার আপনাকে অনন্তের স্বরে মিলাইয়া দাও দেখিতে পাইবে এ জীবন তানলয়যুক্ত একটি মুমধুর সঙ্গীত । স্বামী রাম ইহার এই সুমধুর পরিবর্তন দেখিয়া ইহার স্বৰ্য্যানন্দ নাম দিয়াছিলেন । ইনি অন্ত কেহ নন, ভারত প্রদক্ষিণকারিণী সুপরিচিত মিসেস ইভা ওয়েলমেন। (Mrs. Eva Wellman] আর একটা মহিলা আপনার একমাত্র পুত্র হারাইয়া রামকে ঈশ্বরজ্ঞানে শান্তি পাইবার জন্ত তাতার আশ্রয় গ্রহণ করিয়াছিলেন। তিনি রামকে বলিলেন, আমি যখন দেখিতেছি আমার মৃত পুত্র ফিরিয়া আসিবে না এবং মৃত্যুর মধ্যে কি যে এক অদ্ভূত রহস্ত নিহিত রহিয়াছে তাহ ভেদ করা যখন আমার জ্ঞানের অগম্য তখন আপনার নিকট আমার এই বিনীত নিবেদন যে, আমি যাহাতে সুখী হইতে পারি আপনি অনুগ্রহ করিয়া তাহার একটা উপায় উদ্ভাবন করিয়া দিন। স্বামী রাম উত্তর করিলেন, “আমি যাহা করিতে বলিব তাই যদি অকপট হৃদয়ে করিতে পার, ও তাহার যদি মূল্য দিতে প্রস্তুত হও তাছা হইলে আমি একটা উপায় উদ্ভাবন করিয়া দিতে পারি।” “আপনি যে কোন মূল্য চাহিবেন আমি তাহাই দিতে প্রস্তুত আছি” এইরূপ উত্তর প্রাপ্ত হইয়া স্বামী রাম বলিলেন,—হে নারী আমি তোমার নিকট আমেরিকান ডলার* চাহি না, আমার

  • প্রায় তিন টাকা ।

ভারতী । মাঘ, ১৩১৭ সুখের রাজ্যে প্রবেশ করিতে হইলে আমি যে মুল্য নিৰ্দ্ধারণ করিব তাহাই দিতে হইবে। মহিলাটী ইহাতে সম্মত হইলে রাম বলিলেন হে মাতঃ তোমার গৃহের সন্মুখ দিয়া ঐ যে কাফ্রি বালক যাইতেছে তাহাকে যদি আপন পুত্রের ন্তায় ভালবাসিতে পার এবং তাহার মধ্যে আপন প্রিয়তম মৃত পুত্রকে দেখিতে শেখ তাহা হইলে আমি শপথ করিয়া বলিতে পারি তুমি প্রকৃত সুখ পাইতে পাব্লিবে । মহিলাট বলিলেন, এ যে বড় কঠিন আদেশ । রাম বলিলেন, এ রাজ্যের এই নিয়ম । মিষ্টার উইলিয়াম গিবন (Mr. William Gibbons) নামে এক সদাশয় ব্যক্তি রামের সহিত আলাপ পরিচয়াদি করিয়া রামকে খ্ৰীষ্টাত্মা (Crist-soul) বলিয়া আখ্যা দিয়াছিলেন । রাম তাহাকে স্বামী "নারদ” বলিয়া সম্বোধন করিতেন। যতদূর জানা গিয়াছে ইনি এখন সংসার ত্যাগী হইয়া কালিফোনিয়াতে প্রেমানন্দে নারদীয় জীবন যাপন করিতেছেন । স্বামী রাম আমেরিকার যেখানেই গিয়াছেন সেইথানেই সকলে তাহাকে মহা সমাদরে গ্রহণ করিয়াছেন । তিনি বিশ্ববিদ্যালয় সমুহে বেদান্ত ও ধৰ্ম্মসম্বন্ধে বক্তৃতাদি করিয়াছেন। পূৰ্ব্ব সাম্রাজ্যের মিনেসি ওটা (Minnese ta) বিশ্ববিদ্যালয়ে তিনি “থরো, এমার্সন, ওয়ালট্‌, হুইটম্যান, ও কার্লাইল (Thoreau, Emerson, Walt Whitman, Carlyle) égifts “aq:{{ চিন্তায় বেদান্তের প্রভাব” সম্বন্ধে একট সংক্ষিপ্ত বক্ততা করেন। তাহ৷ শ্রবণ করিয়া সুধিমণ্ডলী