পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, দশম সংখ্যা । মুগ্ধ হইয়া এক বাক্যে স্বীকার করিয়াছিলেন যে স্বামী রাম ধৰ্ম্ম ইতিহাসে নবপত্র সংযোজিত করিলেন । রামের অসাধারণ পাণ্ডিত্যের পুরস্কার স্বরূপ তাহাবা উক্ত বিশ্ববিদ্যালয়ে সৰ্ব্বোচ্চ উপাধি প্রদান কৰিবাব জষ্ঠ প্রস্তাব উপস্থিত করেন। উপাধি প্রদানের কথা শুনিয়া রাম হাসিতে হাসিতে এই বলিয়া উপাধি গ্রহণে অসম্ম ত হইয়াছিলেন যে যিনি মানবকে “ঈশ্বরত্বের” উপাধি প্রদান করিতে চান তাহাকে তোমধা আব কি উপাধি দিবে। মিসব দেশে ও স্বামী সম্মানিত হইয়াছিলেন । স্বামী রাম যেখানেই গিয়াছেন সেইখানেই অপেন ধৰ্ম্ম প্রাণতা, সলজ্জ বিনয় ও সরল মধুর ভাবের দ্বারা সকলকেই আকৃষ্ট করিয়াছিলেন । র্যাহারা তাহার সম্পকে আসিয়াছিলেন র্তাহার চরিত্রের প্রভাব, র্তাগরাই বিশেষভাবে বুঝিতে পারিয়াছিলেন। স্বামী রাম যে কেবল ধাৰ্ম্মিক বা গণিতজ্ঞ ছিলেন তাহা নহে, তিনি একজন প্রভূত শক্তিশালী পুরুষ ছিলেন । কালিফোনিয়া প্রবাসকালে ডাক্তার হিলার তাহাকে একদিন শাস্তা প্রস্রবণের (Shasta spring) রমণীয় উপত্যকাভূমি দেখাইবাব জন্ম লইয়া যান । সেখানে কয়েকটা ভদ্রলোক তথাকার সৰ্ব্বোচ্চ পৰ্ব্বতে কে প্রথমে উঠিতে পাবেন তাহা লইয়া বাজী রাখিয়াছিলেন । র্তাহীদের মধ্যে অল্প পৰ্ব্বত উল্লঙ্ঘনকারী কয়েকজন ভদ্রলোক ও ছিলেন । কিন্তু স্বামী রামই সৰ্ব্বাগ্রে সৰ্ব্বোচ্চ স্থানে উঠিয় গেলেন। স্বামী রাম আর একবার একজন আমেরিকান রাম অতিশয় স্বামী রাম তীর্থ। ان لا يb সৈনিক পুরুষের সস্থিত ত্রি ৭ মাইল ব্যাপী দৌড়ে নিযুক্ত হন, এখানেও তিনি সৈনিক পুরুষের কয়েক মিনিট পূৰ্ব্বে নির্দিষ্ট স্থানে উপস্থিত হইয়াছিলেন । স্বামী রাম তীর্থ ১৯০ খৃষ্টাব্দের বড়দিনের সময় ভাবতে প্রত্যাগমন কবেন । তিনি আমেরিকার কি কাজ করিয়াছিলেন তাহ সংবাদপত্র পাঠে জানি বার উপায় নাই । তাহার কার্য্যাবলীর বিবরণ যাহা সংবাদপত্রে প্রকাশিত হইয়া ছিল তাহার আমেরিকার বন্ধুবান্ধবের ভারত আগমনকালে তাহ তাহাকে সংগ্ৰহ করিয়া দিয়াছিলেন। তিনি সেই সব বিবরণ সমুদ্রমধ্যে নিক্ষেপ করিয়াছিলেন এবং তিনি আমেরিক হইতে আপিল কার্য।াবলীর কোন সংবাদ দেন নাই বা লিপিবদ্ধ করিয়া রাখেন নাই । স্বামী রামতীর্থ ভারতে আগমন করিলে তিনি কোন নুতন ধৰ্ম্মসমাজ প্রতিষ্ঠা করিবেন কিনা তাহাকে প্রশ্ন করায়তিনি বলিয়াছিলেন যে, ভারতে অনেক ধৰ্ম্মসমাজ প্রতিষ্ঠিত হইয়াছে, তিনি কোন নুতন সমাজ প্রতিষ্ঠা করিতে চান না। তাহার সকল সম্প্রদায়ের সহিত যোগ রাখিয়া সাৰ্ব্বভৌমিক সত্য ও বিশ্বজনীন প্রেম প্রচার করিবার ইচ্ছা ছিল। তবে যতদুর্ব আমরা জানিতে ও বুঝিতে পারিয়াছি ব্রাহ্মসমাজের সহিতই তাহার মতের বিশেষ ঐক্য ছিল । স্বামী রাম ভারতে আসিয়া দিল্লী, আগ্রা, মথুরা, বৃন্দাবন, দেরাদুন প্রভৃতি স্থানে আপনার ধৰ্ম্মমত প্রচার করিয়াছিলেন । কাশীধামে গিয়া সেখানকার ব্রাহ্মণ পণ্ডিতদিগের সহিত তর্কযুদ্ধে প্রবৃত্ত হন।