পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bペ3 সুরেশের মাথায় হাত বুলিয়ে দিচ্চেন । সুরেশ বোল্লে, জানালাটা খুলে দাও, গরম লাগচে । সুরেশের মা তাড়াতাড়ি জনাল খুলে দিলেন । নিদাঘের নিৰ্ম্মল আকাশ অনন্তনীল কাগজের মত চোখের সামনে পড়ে ছিল । সুরেশের মনে হল সে অtজ বিশ্বপতির বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে বসেছে। অtঞ্জ তার জীবনের পরীক্ষণ হবে । আজ তার হৃদয়টা কত বড়, তার প্রাণটা কত মহৎ, তার জীবনটা কতখানি কাজের— সমস্ত জগতের সামনে তারই পরীক্ষা হবে । শত শত তারা উদ্‌গ্ৰীব হয়ে চেয়ে আছে, সমস্ত জগৎ স্তম্ভিত হোয়ে আছে, বাতাসট পর্য্যন্ত স্থির হেয়ে আছে। এতবড় পরীক্ষা মরেশ কথন দেয়নি, পরীক্ষা দিয়ে এত ভারতী । মাঘ, ১৩১৭ আনন্দ সুরেশ কখন পায়নি । তার চক্ষু স্থির হয়ে এল, তার মুখে মহিমার ঐ ফুটে উঠল, তার বুক শাস্ত হয়ে এল। সে তার সমস্ত হৃদয়টা আকাশের গায়ে মেলে দিলে, অ{কাশ আরো কোমল নিৰ্ম্মল স্নিগ্ধ হয়ে গেল । সে তাব সমস্ত জীবনটা তারার উপর ঢেলে দিলে, তা বা গুলো আরো উজ্জল হয়ে উঠল। সে তাব সমস্ত প্রাণটা নিঃশেষ কোরে দিয়ে লিখে চল্লো । রাত দুটোর সময় ডাক্তার বল্লেন, এবার নীচে নামাও । আধঘণ্টার মধ্যে সব শেষ হয়ে গেল । তার পর দিন সকালে টেলিগ্রাম এল-- স্বরেশ পাস হয়েছে । শ্ৰীনলিনীমোহন চট্টোপাধ্যায়। হিন্দুমুসলমানের একতা হিন্দুমুসলমানের একতা কথা লইয়া রীতিমত আন্দোলন বাধিয়াছে । কথাটি যখন উঠিয়াছে, তখন তাহার আলোচনা একান্ত প্রয়োজনীয় তাহাতে কৰ্ত্তব্যের পথ নির্দিষ্ট হয় এবং তাছাতে উভয় পক্ষেরই মঙ্গল । প্রথমে দেখা যাউক, হিন্দু মুসলমানের এই মিলন বাঞ্ছনীয় কি না ? কারণ অনেকে আবার এই মিলন আদেী পছন্দ করেন না। এই প্রশ্নের উত্তরে ইহ বলিগেই যথেষ্ট হইবে যে— ভারতে এমন প্রদেশ নাই যেখানকার অধিকাংশ মুসলমান হিন্দুজ্যোতিৰ্ব্বিদ ও অপরাপর ব্রাহ্মণ পণ্ডিতের সমাদর না করেন, ষেখানে হিন্দুদিগের পর্বোৎসবে মুসলমানগণ আমোদ প্রমোদ না করেন, যেখানে আপনদের বিবাহকার্য্যে প্রতিবাণী হিন্দুগণকে নিমন্ত্রণ না কবেন। (স্বগীয় ভূদেব বাবু) ভারতে এমন প্রদেশ নাই, যেখানকার হিন্দুগণ মুসলমানদিগকে স্নেহ না করেন, মুসলমানের মসজিদদরগাদি সম্মান ও শ্রদ্ধার চক্ষে না দেখেন, যেখানকার হিন্দুমুসলমান পরস্পর পরস্পরকে দৈনন্দিন ংসারিক কার্য্যে সহায়ত না করেন। তবে কেমন করিয়া বলি ভারতে হিন্দু মুসলমানের একতা বাঞ্ছনীয় নহে । এ সম্বন্ধে শ্রদ্ধেয় সার সৈয়দ আহম্মদ হিন্দু নামক