পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৩২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, দশম সংথ্যা । উচ্চে ওঠে। কিন্তু এইক্ষণে, হে ব্ৰহ্মচারি, আপনার শিষ্যকে সংসার পরিত্যাগে অাদেশ করুন। বুদ্ধদে‘ের শিষ্যত্ব গ্রহণ করিলে কি ফল লাভ হয়, তাই। বর্ণনা করা অসম্ভব ।” অঙ্গৎ এই বলিয়াই অস্তধ্যান হইলেন । এই বৃত্তাস্তে মুগ্ধ হইয়া, এই কাহিণী প্রচার কবিলেন উক্ত ব্রহ্মচারী সধব । ৭tলুককে সপ্ল্যাস ۹ - پگه bয়ন— বোধিসত্ত্বাবদান কল্পণ৩া ।

  • 8 2

গ্রহণে অনুমতি প্রদান কfরলেন। পরস্তু, তিনি নিজে বৌদ্ধ ধৰ্ম্মাবলম্বী হইলেন । গ্রামের জনসাধারণ র্তাহার দৃষ্টান্ত অনুসরণ পূৰ্ব্বক শিয্যত্ব গ্রহণ করিলেন এবং বৰ্ত্তমানে ও গ্রামবাসীর। ঐ ধৰ্ম্মাবলম্বী রহিয়tছে । এই স্থান হইতে আমব কযেকটি প বি৩ ও নদী পার হইয়। ডদয়ানায় পৌছিলাম । ( ক্রমশ: ) ( দ্বিতীয় খণ্ড সমাপ্ত ) বোধিসত্ত্বাবদান কম্পলত। ভূমিকা । মহাকাব "ক্ষেমেন্দ্র খৃষ্টায় দশম শতাব্দীব প্রথম{ংশে কাশ্মীর দেশে জন্মগ্রহণ করেন । হহার পুত্র সোমেন্দ্র পিতৃকৃত অবদান কল্পলতা ওস্থের উপক্রমণিকা লিখন কালে উল্লেখ করিয়াছেন যে মহারাজ অনন্তদেব যখন কাশ্মীর রাজ্য শাসন করেন তাহার সপ্তবিংশ সম্বৎসরে অবদান কল্পলতা গ্রস্থ সমাপ্ত হইয়াছে । এখন রাজতরঙ্গিণী নামক কাশ্মীরেতিহাস গ্রন্থ আলোচনা করিয়া জাগা যায় সে অনন্তদেবের রাজ্য কালের সপ্তবিংশ ংবৎসর খৃষ্টায় ১ ০৩৫ সাল । ক্ষেমেন্দ্র অবদান কল্পলতা, চারুচয্যাশতক দপদলন, ভারতমঞ্জরী প্রভৃতি সংস্কৃত ভাধায় বহুতর উৎকৃষ্ট গ্রন্থ রচনা করিয়াছেন তন্মধ্যে অবদান কল্পলতা গ্রন্থটাই সৰ্ব্বtপেক্ষ উৎকৃষ্ট ও বৃহৎ। এই গ্রন্থে ভগবান বুদ্ধের পুৰ্ব্ব পূৰ্ব্ব জন্মবৃত্তাস্ত কথনচ্ছলে অনেক উপদেশ গর্ভ সার কথা আছে । ইহার কবিত্ব ও অতি মনোরম এবং ভাষা অতীব প্রাঞ্জল । গ্রন্থটি মূল সংস্কৃত ও তিববতীয় অনুবাদ সহ এসিয়াটিকসোসাইট দ্বারা প্রকাশিত এই গুইতেছে । আমিই ইহার সংস্করণ কার্য্য করিতেছি । প্রায় তিন অংশ ছাপ ইষ্টয়াছে । অবশিষ্ট অংশও স্থাসম্ভব সত্ববহ প্রকাশিত হইলে । যৎকালে এ গ্রন্থটি লিখিত হয় তখন কাশ্মীরদেশে বৌদ্ধধৰ্ম্মের প্রান্ধুভাব ছিল এবং তিব্বতীয় পণ্ডিতগণ তথায় সংস্কৃত অধ্যয়ন করিতেন। তিব্ব তীয় রাজার আদেশে* এই গ্ৰন্থ তিববতীয় কবিতাকারে অনুবাদ হইয়াছিল এবং এই অনুবাদ ও মূল সংস্কৃত উভয়ই ১২৪০ সংখ্যক কাষ্ঠফলকে তিববতীয় অক্ষবে খোদিত করিয়া রাখা হইয়াছিল। এই এক একটী কাঠফলক দুই ফুট দীর্ঘ ও ৫ ইঞ্চি প্রস্থ । এই কাঠফলক হইতে ছাপ। ইষ্টয়া উহ। তিব্বত দেশে বহু কালাবধি প্রচার ছিল । ভারতে এ গ্রন্থেব স্থষ্টি হইলেও কালক্রমে এখানে উহার লোপ ঘটিয়াছিল । খু: ১৮৮২ সালে আমি লখন লাসা নগরে উপস্থিত হই তখন বৈশাখ মাসে এই গ্রন্থের অমুসন্ধান পাইয়া বহুকষ্টে সংগ্ৰহ করিয়াছিলাম ।