পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৩৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԵՆյ8 নিকট অগ্রসর হওয়া—তার পর, কোথায় জগং, কোথায়ই বা আমি ! 8२ কেহ হাসিবে, কেহ আনন্দে করতালি দিবে, কেহ বা চীৎকার করিবে ! অথচ ইহাদেরি মধ্যে কত লোক –অদূর ভবিষ্যতে আমারি পথের পথিক হইলে ! আমার জন্য আজ যাহারা তামাস দেখিতে অসির দল বাড়াইয়ছে, একদিন আবার তাহাদেবি মধ্যে কত লোক, নিজেদের প্রয়োজনেই এখানে আসিবে ! 8 * মেবি ! মাণিক আমাৰ ! ধাত্রী তাহাকে লইয়া গিয়াছে ! গাড়ীব জানালীর মধ্য দিয়া সে এই বিপুল জনতা নিশ্চয় লক্ষ্য করিবে, ভাবিলে, দেশে আজ কি এক প্রকা ও তামাসাৰ আয়োজন হষ্টয়াছে ! কিন্তু এই “ভদ্রলোকটির” ভারতী । মাঘ, ১৩১৭ কথা তার তখন মনে ও থাকিবে না—অথচ এই ‘ভদ্রলোক’কে দেথিবীর জন্তই আজ এত লোক আলিয়াছে এবং সেই ভদ্রলোক অার কেহই নহে, তারই স্বৰ্গগত “বাব৷ ” তার জন্ত কয় ছত্র লিখিয়া যাই – একদিন সে পড়িয়া বুঝিবে । এবং পনেরো বৎসর পরে সে আজি করে দিনের এই মুহু বঁটর কথা ভাবিয়া কাদিয়া সারা হইয়া যাইবে । ই ! অমাব সমস্ত কাহিনী অামি তাহার জন্ত লিখিয়া যাইতে চাহি ! সমস্ত কথা অকপটে বলিয়া যাইল —আমার সমগ্র ইতিহাস-কন আজ দেশেৰ বুকে রক্তের । অক্ষরে অামাব নাম চিত্র কালের জন্ত লিখিত বহিল! সেই কাহিনী টুকু এই কয় মুহুৰ্ত্তেব মধ্যে লিখিয়া ফেলি ! ( ক্রমশঃ ) শ্রীসৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। মেস্ত । X "ভুবনে অতুল তুমি – একি অপরূপ । কোথ পেলে কুংকিনি ! এ মোহন রূপ । ধরয়ে করে গে। ধন্য| তোমার ও রূপ-বস্তl, শোকহর। উষার আলোক : তোমীর চরণ স্পর্শে, মুঞ্জর উঠেগে হর্ষে সৰি-ভক, অরুণ অশোক । আমি গে। বকুগতরু, কঁপিড়েছি দুর দুব তোমার ও মুখপানি চুমে — অধরে কি করে বাস, বারমাস মধুমাস ? ছেয়ে দিলে কুহুষে কুসুমে "— এই চারু সম্বোধনে, সে রূপসী নারী-ধনে তুষিতেছিলাম সঙ্গোপনে : হেনকালে শব গব, রোমে তমু খৰ্ব থব. স্ত্রী আমীর, গজেন্দ্রগমনে, আসিয়া রাগিয়া কহে—“এতে প্রাণে নাহি সহে । চিরদিন জ্বলাইয়ে হাড । এত যে হয়েছ বুড়, তবুও রসিক-চুড়া । অবাক —যুবক মনে হার "— শুনি কথা, অপরাধী মোরা দুইজনে, হাসি মুদ্র. থাকি বসে আনত বৰলে । २. “কাড়িয়া লয়েছ তুমি বিশ্বের সৌন্দর্ঘ্য । গরৰিলি ! একি তব রূপের ঐশ্বৰ্য্য। একি লাবণ্যের স্বই – এহেন চঞ্চল দৃষ্টি माझे नाझे, इब्रि१-नग्नांtन !