পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৩৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, দশম সংখ্যা । হেরি তব কেশগুচ্ছ, প্রসারিত শির্থী পুচ্ছ নৃত্যলীলা ভোলে অভিমানে । লাজে হয় হীনবর্ণ চম্পক-অতসী স্বর্ণ চাহি তব চন্দ্রনন পানে ! বিম্বtধরে একি হাসি । দস্তুকুন্দ পরকাশি, কি সুধা ঢালিছ মেীর প্রাণে !”— এত বলি, বশি চুপে, বিমুগ্ধ মুন্দরী-রূপে, মুখ তার হেরি বার বীর । হেনকালে পেয়ে সাড়া, ক্রুদ্ধ পাগলিনী পার! স্ত্রী আমার হয় আtগুসার । ঘন ঘন হাত নাড়ি, আকাশ উপড়ি পাড়ি, কত কহে ঘূর্ণিত-লোচন । লোলজিহবা, অসিকরা, ত্রিনয়নী ভয়ঙ্কবt, কfলী যেন করালবদন । হেরি সেই দাবাগ্লির দাউ দাউ শিখ, স্তব্ধ হুই মোর দুই নায়ক-নায়িক । “তব স্পর্শে পুলকে ধরণী হোলে। সার! উৰ্ব্বশী, মেনকা, রস্তা, কোথা লাগে তারা । তুমি মম মুখ স্বপ্ন, ভব জলধির রত্ব : জনম জনমে তব ধ্যানে, দিবাণিশি অবিরত, কবেছি তপস্ত কত ; তুমি এলে বিধির বিধানে । অtহt fকৰ মনোহরা, তোমার ও ভর জোড়, অনুচর যেন দুটি ধনু ! নেত্র-তৃণ মনোহর করিয়াছে জ্বর জ্বর, আমার এ বাণবিদ্ধ তনু ।”— এওঁ বলি, অতঃপর, শুই আমি অগ্রসর, অধর-অমৃত-পান হেতু, মেস্ত । y\t কোথা হ’তে আচম্বিত, আসি তথা উপস্থিত স্ত্রী আমার, কাল-ধূমকেতু । “ও যেন যুবতী বাল, পাইতে চিকণকাল, আকুল ব্যাকুল ওর চিত ; কিন্তু তুমি এত বুড়, তবু চাও প্রেমস্থর । স্বভাবের একি বিপরীত "--- শুণি কথা, আপনারে মানি অতি তুচ্ছ ;– আমি যেন দাড়কাক, পরি শির্থীপুচ্ছ । "তিল ফুল জিলি নাস, মরি কি সুন্দর । দোদুল দুলিছে তাহে সোণার বেসর ! শ্রাবণে সুনীল দুল, চারু ঝুমুকার ফুল ধরা যেন পরিয়াছে কানে ! নেত্রে জাগে কি পিয়াস, কিছুতে মিটেন আশ, চাহি ধনি তব মুখপানে ! কিছুদিন, হেগ থাকি, তুৰি যাবে, চক্রবাকি, আন দেশে করিবে প্রয়াণ, কেমনে ধৈরজ ধরি, পোহাইবে বিভবেরী, অtমীর এ চক্র বাক-প্রাণ ?” এতবলি, ছল ছল নেজে বহে অশ্রুঞ্জল – কোথা হ'তে আসি মোর প্রিয়, গtলভরা শুভ্ৰ হাসি, আচম্বিতে লয় আসি, সুন্দরীরে ক্রেড়েতে তুলিয়া ! “ছয় বছরের কন্যt, রূপে গুণে তুই ধন্য স্নেহময়ী মোদের লাতিনী, বহু পুণ্যপুঞ্জফলে, বহু তপস্তার বলে, পাইযাছি এ হেন সতিনী !" শুনি কথা মেস্ত দেয় ঘন করতালি ; সে গে। মোর ব্রজরাণী, আমি বনমালী । ঐদেবেন্দ্রনাথ সেন।