পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৩৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե Գ ծ পক্ষের মতের আলোচনা একান্ত স্থলভ ! এ কথা সাহস করিয়া বলিতে পারি গ্রন্থের সৰ্ব্বত্র সকলের মতের ঐক্য হউক না হউক কাহারও চিত্ত ক্ষুব্ধ হইবে না ! এ পুস্তক পড়িয়া মন উন্নত হয় প্রাচীন আদর্শের প্রতি সন্ত্রমের ভাব জাগিয়া উঠে এবং জীবনের উদেণ্ড ও গতি লক্ষ্যাভিমুখে সহজে নিয়ন্ত্রি ত হইতে পাবে। হাইকোটের বিচারপতির আসন ইষ্টতে অবসব লাভ করিয়া দেশে ব কল্যাণ কামনায় গুরুদাসবাবু বঙ্গের প্রতিস্থ-ই যে অমৃ ত বি ত ভারতী । মাঘ, ১৩১৭ রণের জন্ত লোৎসুক, আশা করি এ মুধীর আস্বাদ হইতে যেন কেহ না বঞ্চিত হন । তিনি তাহার শান্তিময় বিরাম-অবসরে পরিণত চিন্তার মুমধুর ফল দেশবাসীকে মধ্যে মধ্যে উপহার দিয়া কৃতাৰ্থ করুন, ভগবৎ-সমীপে ইহাই আমাদিগের প্রার্থন । পরিশেষে একটি আছে । আমাদের এই দরিদ্র দেশে এই প্রয়োজনীয় পুস্তক খানির একটি সুলভ সংস্করণ হওয়া অত্যাবগু ক ও বাঞ্ছনীয় । তাই হইগে ইহা সহজেই সাধারণেব করায়ত্ত হইতে পরিবে । শ্ৰীশ্রমরতন চট্টোপাধ্যায়। বক্তব্য জাপানের সংবাদপত্র । জাপানে সংবাদপত্রেব প্রবর্তন বেশ দিনের কথা নহে। ১৮৬১ খৃষ্টাব্দে কিশিদ। নামক জনৈক জাপানী এক জন ইংরাজেব সহিত মিলিত হইয়। সর্বপ্রথম এক পাক্ষিক সংবাদপত্র বাহির কবেন । তাঃ বি পর হইতে দেখিতে দেখিতে জাপানে সংবাদপত্রেব প্রচলন এত বেশী হইয়া দাড়াইয়াছে বে পৃথিবীর অন্ত কোন দেশে তেমন দেখা যায় না । জনসাধারণ সকলেই শিক্ষিত এবং সকলেরই জ্ঞান তৃষ্ণ এতদূর প্রবল যে উহাদের বিশ্বাস যে দৈনিক সংবাদপত্র না পড়িয়া কোন ব্যক্তি জীবনাতিবাহিত করিতে পারে না । মুটে মজুবেব বাড়ীতে ও অন্ততঃ একখান দৈনিক পত্র আসিয়া থাকে। আমাদের একটী চাকরকে ও দৈনিক পত্রিক রাখিতে দেখিয়াছি । সকলেই স্ব স্ব কার্য্যে বাহির হইবার পূৰ্ব্বে মোটামুটি দিনের নুতন খবরগুলি দেখিয় লয়। অবসর না থাকিলে গাড়ী কিম্বা ট্রামে উঠিয়া অথবা রাস্তায় চলিবার বেলায় দেখিয় লয় । অবসর মত গাড়েtয়ান গুলি ও ( রিকশা ওয়াল ) তাহাদের গাড়ীর উপর বসিয়া সংবাদপত্র পাঠে ব্যস্ত । দোকানে ছেলে মেয়ে যাহারা দোকান রক্ষার ভার লইয়া বসিয়া থাকে, দৈনিক সংবাদ পত্র তন্ন তন্ন কবিয়া পাঠ কব তাহাদেব একটী প্রধান কায । কোন কোন দোকানে ৫০। ৬০ বছরেব বুদ্ধাকে ও চশম পরিয়া সংবাদ পত্রপাঠে ব্যস্ত থাকিতে দেখিয়ছি। বড় বড় দোকানে গেলে দোকানদার গ্রাহকের হাতে সেইদিনের সংবাদপত্র পড়িতে দিয়া ৫। ৭ মিনিটের মধ্যে গ্রাহকের অভীষ্ট জিনিস খুজিয়া আনিয়া দেয় । নাপিতের দোকানে কিম্ব টিফিন ঘরে গিয়া কিয়ুৎক্ষণ অপেক্ষা করিতে বৃথা সময় অতিবাহিত না হয় এজন্ত আগন্তুকের সুবিধার