পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৩৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, দশম সংখ্যা । দিকে দৃষ্টি রাখিয়া টেবিলের উপর নানারকম দৈনিক, সাপ্তাহিক এবং পাক্ষিক পত্রিক রাখিয়া দেওয়া হয় । বলাবাহুল্য রেল ষ্টেশনে ত পত্রিকা আছেই। বড় বড় ষ্টেশনে আরোহীদের সুবিধার জন্ত জাপানী পত্রিকার সহিত দুই একথান দৈনিক ইংরাজী পত্রিকাও থাকে । অ1মাদের দেশে কোন গ্ৰাম্য সহরে এক খান দৈনিক পত্র চলিতে দেখা যায় না । অথচ জাপানে অপেক্ষাকৃত ছোট ছোট গ্রামে সুন্দরভাবে দৈনিকপত্র চলিতেছে। জাপানের উত্তর প্রদেশে ইয়োছো বা হোক্কাইকো দ্বীপ। ঐ স্থান শত প্রধান। বছরে ৫/৬ মাস প্রায় বরফে আচ্ছন্ন থাকে। মধ্যযুগে ঐ দ্বীপে জাপানের অসভ্য পরাজিত আইমুজাতি বাস করিত। এখন লোকসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সুসভ্য ভদ্রলোক ও তথায় গিয়া বসতি বিস্তার করিতেছেন। ঐ দ্বীপে লোকসংখ্যায় যে সহরটি তৃতীয় তথায় আমি প্রায় এক বৎসরক ল অবস্থান করি । তথাকার লোকসংখ্যা নুনাধিক পঞ্চাশ হাজার। আমি তথায় গিয়াই আমার জনৈক সহাধ্যায়ীকে জিজ্ঞাসা করিয়াছিল;ম যে তথায় কোন দৈনিক খবরের কাগজ আছে কিনা ৷ প্রত্যুত্তরে তিনি বলিলেন এ দ্বীপও জাপানের অস্তগত— কাজেই এখানেও জাপানী সভ্যতা নিশ্চয়ই বর্তমান। যদিও এ দ্বীপের লোকসংখ্যা বিশেষতঃ শিক্ষিত ভদ্রের সংখ্যা তুলনায় কম তথাপি এই সহরে ছয়খান দৈনিকপত্র আছে। এবং বিশ মাইল দুএবৰ্ত্তী দ্বীপের দ্বিতীয় লহর ও তরু নামক স্থানে ইহার চেয়ে বেশী সংখ্যক দৈনিক খবরের কাগজ প্রচলিত। জাপানের সংবাদপত্র । ♥ፃ » তিনি আরো বললেন যে এমন কি এই দ্বীপেরই কয়েক টী বড় গ্রামে দৈনিক পত্র ছাপা হয়। রুষ-জাপান যুদ্ধের সময় হইতে সংবাদ পত্রের সংখ্যা জাপানে অনেক বাড়িয়া গিয়াছে। সঠিক সংখ্যা অবগত পারি নাই। তবে তৎপূর্বের পাচ বৎসরের তালিকা আলোচনা করিলেই অনেকটা ধারণ। হইতে পারে। ১৮৯৮ খৃষ্টাব্দে সংবাদপত্রের সংখ্যা ছিল ৮২৯ থান । কিন্তু পাচবৎসরে অর্থাৎ ১৯ ৮৩ খৃষ্টাব্দে উহার সংখ্যা ১৪৯৯ থানায় দাড়ায় । অামাব মনে হয় এখন হয়ত ঐ সংখ্যা অন্ততঃ দুই হাজারে পরিণত হইয়াছে। দুই বৎসর পূৰ্ব্বে কোন ভারতীয় সংবাদপত্রে জাপানের সংবাদপত্রের সংখ্যা চরি হাজার বলিয়া উল্লেখ করে । বোধহয় শিল্প, বিজ্ঞান, বাণিজ্য, সাহিত্য, গণিত প্রভৃতি বিভিন্ন বিষয়ক মাসিক, ত্রৈমাসিক রিপোট বা বিবরণীকে সংবাদপত্রের তালিকাভূক্ত করিলে চারিঙ্গজাবের নূ্যন হইবে না । জাপানের অধিকাংশ বড় বড় কাগজই ভিক্স ভিন্ন কোম্পানী দ্বারা পরিচালিত হইয়া থাকে। অনেক স্থলে সম্পাদক খুজিতে গিয়া দেখিতে পাইয়াছি যে কোম্পানীর ত্যেক অংশীদারই তাহদের কাগজের সম্পাদক । “জিজি” নামক পত্রিকার সম্পাদক পঞ্চাশজনের কম নহে । মফস্বলস্থ সঙ্গরে এজেণ্টের দ্বারা কাগজ বিলি করা হয় । অনেক কাগজ শুধু পুরুষের দ্বারা, কতক স্ত্রীপুরুষ উভয়ের দ্বারাই এবং কতক শুধু স্ত্রীলোকের দ্বারাই পরিচালিত হইতেছে। অধিকাংশ স্কুল কলেজ এবং প্রত্যেক সমিতি হইতে সাপ্তাঙ্গিক, পাক্ষিক হইতে