পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৩৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

brማ : কিম্বা মাসিক পত্রিকা প্রকাশিত হইয়া থাকে। ঐ সকল পত্রিকায় ছেলেমেয়েদের এবং সাধারণের শিক্ষণীয় বিষয়ের অবতারণা করা হয় । সামান্ত সামান্ত ব্যবসায়ীদেরও মাসিক পত্রিক দেখিয়াছি। যথা ধোপা, নাপিত, দুধ ওয়াল, চামার, দরজি প্রভৃতি । উহাতে উহাদের ব্যবসাবিষয়ক বিবরণ এবং উন্নতির পন্থাদি বিবৃত হইয় থাকে। শিক্ষিতের সংখ্যা অত্যন্ত অধিক বলিয়া অধিকাংশ কাগজেরই বেশ কাটতি । ব্যবসা বাণিজ্যে দেশ ছাইয়। ফেলিয়াছে কাজেই বিজ্ঞানেরও অভাব নাই । ইত্যাদি কারণে কাগজ দামেও সুলভ। বিখ্যাত দৈনিকগুলির মূল্যই পাচ আনা হইতে স-ছয় আন পৰ্য্যস্ত । জাপানী ভাষায় জিজি, কোকুমিন, মাইনিচি, মিয়াকে, হোচি, চুয়ো, নিপ্পন, দেম্পো, নিরোকু, আছাড়ি, চুর্গাই, শোজিও, ইয়োমিটরি, এবং ইয়োরোজু প্রভূতি কয়েকখানা দৈনিকই তোকি ও সহরের প্রধান পত্রিকা। জাপান টাইম্স নামক একথান দৈনিক জাপানীদের দ্বারা ইংরাজিতে পরিচালিত হইয়া থাকে । ইংরাজী ছাড়া জাৰ্ম্মাণ, ফরাসী এবং রুষভাযার পত্রিকাও জাপানে রহিয়াছে । ইংরাজ, জাৰ্ম্মাণ, মার্কিণ এবং রধগণ ও তথায় পত্রিকা প্রকাশ করিয়া থাকে । বৈদেশিক দ্বারা ইংরাজীতে জাপান য়্যাডভার্টাইজার, জাপান ক্রশিকল, জাপান গেজেট, জাপান হেরাল্ড, জাপান মেল কোবে হেরাল্ড , নাগাসাকি প্রেস প্রভূতি কয়েক থান উল্লেখ যোগ্য পত্রিক প্রকাশিত থাকে। ইংরাজী পত্রিকার কাটতি কম। প্রবাসী ভারতী । মাঘ, ১৩১৭ বৈদেশিকদের ভিতরই উহার অনেকটা কাটতি দেখা যায়। কাযেই উছা তেমন স্থলভ নছে ; দৈনিক দুই আনা হইতে চারি অান । বিশেষ বিশেষ ঘটনার সময় অতিরিক্ত পত্রের ( গোঙ্গাই ) বিশেষ সমারোহ দেখিতে পাওয়া যায়। রুষজাপযুদ্ধের সময় প্রত্যেক বড় পত্রিকার অফিষ ছাড়াও অনেক স্থান হইতে দিনের মধ্যে কতবার গোঙ্গাই অর্থাৎ তারের সংবাদ অতিরিক্তপত্রে প্রকাশিত হইতে দেখিয়াছি । প্রায় প্রত্যেক বড় বড় সংবাদপত্রের দুই চারিজন পরিচালক ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে গিয়া পরিচালন কার্য্যে অভিজ্ঞতা লাভ করিয়া দেশে প্রত্যাবর্তন করতঃ সংবাদপত্র লিখিতে আরম্ভ করেন। কাযেই বিদেশের নানারূপ আচার ব্যবহার, লোকচরিত্র, রাজনীতি, অর্থনীতি প্রভৃতি সৰ্ব্বসমক্ষে সুন্দরভাবে উপস্থিত করিতে সমর্থ হয়েন । ভারত সম্বন্ধেও অনেক সময় অনেক বিষয় লিখিত থাকে সত্য, কিন্তু ভারতবাসীকে সেদেশে আজকাল অনেকটা অসভ্য বৰ্ব্বর বলিয়া গণ্য করে তাই আমাদের যাহা কিছু মুম্বর তাহা গোপন করিয়া কেবল কেলেঙ্কারীর কথা অতিরঞ্জিত করিয়া প্রকাশ করে। দৃষ্টান্তস্বরূপ দুই একট এস্থলে উল্লেখ করিলাম। ভারতে বালবিধবা নিগ্ৰহ সম্বন্ধে একজন লিখিয়াছে যে, “কোন বালিকা বিধবা হইলে শ্বগুর, শাশুড়ী এবং বাড়ীর অন্তান্ত সকলে বলিয়া থাকে এই অলক্ষ্মীর জন্তই আমাদের ছেলের অকাল মৃত্যু হইল। বালিকাকে নানাভাবে উৎপীড়ন আরম্ভ