পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, দশম সংখ্যা । করে। তাহার সুন্দর বসন ভূষণ কড়িয় লয়, মস্তকের দিব্য কেশ কাটিয়া ফেলে, স্বখাদ্যে বঞ্চিত করে, এমন কি মাত্র একবেল সীমান্ত কিছু থাইতে দেয়। বাড়ীব অন্যান্ত সকলে কোন কোন পর্বেপলক্ষে আমোদ উংসবে মাতোয়ার হয় কিন্তু দুঃখিনী বালিকাকে নির্জনে আবদ্ধ করিয়া রাখা চমু ই ত্যাদি ।” অীব একদিন দেখিলাম “ভt বম্ভেব বা লালিলtছ অতি অtশ্চর্য্য । তিন বৎসবে মেয়েদেব বিলাহ হয় এবং ছয় সাত বৎসব ব্যসে তাঙ্ক দের সস্তান হয়।” “নানীরূপ বাসায়নিক দ্রব্যের আবিষ্কার সত্ত্বে ও পচা গেtলবে ঘব পরিষ্কার করা হয় । উছাতে ব্যfবীমের বীজ এবং দুর্গন্ধ নাশ করার পবিবর্তে ববং উছার সহায়তা কবে ।” মর্গ্যদি। বজায় রাথিবীর জন্ত কুলীনে ব ঘবে ৫০/৬০ বছরের কুমারী দেখিতে পাওযা যtয় । পক্ষাস্তরে তিন বছরের ছেলে ৮১০ টা বিবাহ করিয়া বলে । এবং কোন কোন স্ত্রীর বয়স ২০২৫ বৎসর ।” ংবাদ পত্রের এইরূপ টিক টিপ্পনী এবং সহাধ্যায়ীদের উপহাসব্যঞ্জক মস্তব্যে কত যে ঝালাপালা হইয়াছি তাহ বলা যায় না । - বালক বালিকাদিগের প্রথম শিক্ষার গ্রন্থে আমাদের দেশীয় লোকের যেরূপ অীকৃতি ও গঠনের বর্ণনা করিয়াছে তাহা রামায়ণের রাক্ষসের চেহারার চেয়ে কোন অংশে উৎকৃষ্ট নহে। তবে একটা কথা এই যে, জাপানে অনেক বিষয়ে ভারতবাসীকে হীনতা স্বীকার করিতে হইলেও স্কুল কলেজে, ভদ্রলোকের বাড়ীতে, হোটেলে এবং দোকানে এখনো ততটা নিগ্রহ সহ্য > 。 “বংশ জাপানের সংবাদপত্র । b ዓ © করিতে হয় না । সভ্যভূমি আমেরিকায় সাধাবণের ভি তব ভারতবাসীব নিগ্রহের সীমা নাই । তাহ বোধ হয় অনেকেই সংবাদ পত্র পাঠে অবগত হুইয়! থাকিলেন । আমীর এক বন্ধ লিপিয়ছিলেন তিনি সমস্ত দিন হোটেল হইতে হোটেল গুবে স্থান না পীচয় এক দিন এক পল্লীব ধারে গাছ তলীয় শুষ্টয় রাত্রি যাপন কবেন । বলা লাক্স ল্য তঁ চাব হাতে টীকা ও ছিল অথচ চেটেল ওয়ালীরা ইহা হোটেল নঙ্গে বলিয়া ঠাহীকে তা ডাইয়া দেয় । এরূপ ব্যবহাব সম্পূর্ণ বিশ্বাস না হওয়ারই কথা । কিন্তু উহাব পব আমাদেব ভারতীয় কোন এক বিশেষ শিক্ষিত ব্যক্তি সমগ্ৰ পৃথিবী ভ্রমণ করিয়া জাপানে আইসেন। তিনি এক এক সুসভ্য দেশে ৫।৬ মাস কাটাইয়া ভিন্ন ভিন্ন দেশের লোক চবিত্র এবং ভিন্ন ভিন্ন ইন্‌ষ্টিটিউশন তন্ন তন্ন কবিয়া দেখিয়াছিলেন । আমি জাপানে তঁহীর মুখেই শুনিয়াছি যে, তাহাকে ও অনেক হোটেলে ভাতে টীকা লইয়াও লাঞ্ছিত ও অপমানিত হইতে হইয়tfছল। ংবাদ পত্র সম্বন্ধে লিখিতে লিখিতে কিঞ্চিৎ দূরে আসিয়া পড়িয়াছি। কি করিব অবস্থায় টানিয়া আনে । জাপানের সাময়িক "পঞ্চ’ হাস্তোদ্দীপক ব্যঙ্গ ব্যঞ্জক বং-তামাসীজনক চিত্রে পূর্ণ। সেখানকার অনেক কাগজে মজার গল্প, হেঁয়ালী প্রভৃতি থাকে। ইহা ছাড়া ঐতিহাসিক এবং উপন্যাসিক গল্পের কাগজ ত আছেই । ংবাদ পত্রের সংখ্য অ ত্যন্ত বেশী হওয়tয় রসদ সংগ্রহ করা মুস্কিল হইয়া দাড়াইয়াছে। তাই অতি নগণ্য সংবাদ সমূহের ও স্থানাভাব দেখিতে পাওয়া যায় না।