পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৩৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tyసె ఆ সকল কাজই হচ্চে পৰমাত্মার মধ্যে ; তার খেলা, তার স্নান আহার, তাৰ জীবিক অর্জন, তার পরহিত সাধন সমস্তই হচ্চে পরমাত্মাব মধ্যে র্তার বিহার, তিনি “ক্রিয়াবান, ব্রহ্মের যে আনন্দ তিনি ভোগ করেন তাকে কৰ্ম্মে প্রকাশ না কবে তিনি থাকৃতে পারেন না। কলিব আনন্দ কাব্যে, শিল্পীব আনন্দ শিল্পে, বীরের আনন্দ শক্তির প্রতিষ্ঠায়, জ্ঞানীর আনন্দ তত্ত্বাবিষ্কারে যেমন আপনাকে কেবলি কৰ্ম্ম আকাবে প্রকাশ করতে যাচ্চে ব্রহ্মবিদেব আনন্দ তেমনি জীবনে ছোটবড় সকল কাজেই, সত্যের দ্বারা সৌন্দর্য্যের দ্বারা শৃঙ্খলাব দ্বারা মঙ্গলের দ্বারা অসীমকেই প্রকাশ করতে চেষ্টা করে। ব্রহ্ম ও ত আপনাব অtলনাকে তেমনি করেই প্রকাশ করচেন—তিনি “বহুধাশক্তি যোগাৎ বর্ণাননে কান্নিহিতার্থে দধতি।” তিনি আপনার বহুধা শক্তিব যোগে নানা জাতির নানা অস্তর্নিহিত প্রয়োজন সাধন কবচেন । সেই অস্থর্নিহিত প্রয়োজন ত তিনি নিজেই । তাই তিনি আপনাকে নানা শক্তিব ধারায় কেবলি নানা আকাবে দান করচেন। কাজ করচেন, তিনি কাজ করচেন—নইলে আপনাকে তিনি দিতে পারবেন কি করে । র্তার আনন্দ আপনাকে কেবলি উৎসর্গ করচে, সেই ত তার স্বষ্টি । আমাদের ও সার্থকতা ঐখানে—ঐখানেই ব্রহ্মের সঙ্গে মিল আছে । বহুধাশক্তি যোগে আমাদেরও আপনাকে কেবলি ,দান করতে হবে--বেদে তাকে “আত্মদা বলদ” বলেছে— তিনি যে কেবল আপনাকে দিচ্চেন তা নয়, তিনি আমাদের সেই বল দিচ্চেন যাতে করে ভারতী । ফাল্গুন, ১৩১৭ আমরাও তার মত আপনাকে দিতে পারি। সেই জন্তে, বহুধা শক্তির যোগে যিনি আমাদের প্রয়োজন মেট"চ্চেন ঋষি তারই কাছে প্রার্থনা করচেন, মনে বুদ্ধ শুভয়া সংযুনক –তিনি যেন আমাদের সকলের চেয়ে বড় প্রয়োজনটা মেটfন, আমাদের সঙ্গে শুভবুদ্ধিব যোগ সাধন কবেন। অর্থাৎ শুধু এ হলে চলবেন যে, তার শক্তিযোগে তিনি কেবল আপনি কৰ্ম্ম করে আমাদের অভাব মোচন করবেন, আমাদের শুভবুদ্ধি দিন তাহলে আমরা ও তার সঙ্গে মিলে কাজ করতে দtড়fব তাহলেই তার সঙ্গে আমাদের যোগ সম্পূর্ণ হবে। শুভ বুদ্ধি হচ্চে সেই বুদ্ধি যাতে সকলের সার্থকে আমারই নিহিতার্থ বলে জানি, সেই বুদ্ধি যাতে সকলের কৰ্ম্মে আপিন বহুধা শক্তি প্রয়োগ করাতেই আমার আনন্দ । এই শুভ বুদ্ধিতে যখন আমব কাজ করি তখন আমাদের কৰ্ম্ম নিয়মবদ্ধ কৰ্ম্ম কিন্তু যন্ত্রচালিতের কৰ্ম্ম নয়,--আয়ার তৃপ্তিকর কৰ্ম্ম কিন্তু অ ভাব-তাড়িতের কৰ্ম্ম নয়,—তখন আমাদের কৰ্ম্ম দশের অন্ধ অনুকরণ নয়, লোকাচারের ভীরু অষ্টবৰ্ত্তন নয়। তখন, যেমন আমরা দেগচি “বিচৈতি চান্তে বিশ্বমাদেী” বিশ্বের সমস্ত কৰ্ম্ম তাতেই আরম্ভ হুচ্চে এবং তাতেই এসে সমাপ্ত হচ্চে তেমনি দেখতে পাব আমার সমস্ত কৰ্ম্মের আরম্ভে তিনি এৰং পরিণামেও তিনি, তাই আমার সকল কৰ্ম্মই শান্তিময় কল্যাণময় আনন্দময় । উপনিষৎ বলেন তার “স্বাভাবিকী জ্ঞানবল ক্রিয়া চ” তার জ্ঞান, শক্তি এবং কৰ্ম্ম স্বাভাবিক। তার পরমশক্তি আপন স্বভালেষ্ট