পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৩৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐ ♚ ♚ অথচ পরিশ্রমও লাগিল না ! সে আশী বাদ করিয়া ফিরিয়া গেল। নীরদ সম্মুখে লক্ষ্য করিয়া চলিতে লাগিল । তিন দিকে অসীম প্রান্তর ধুধু করিতেছে, একদিকে যমুনা । মাঠের মধ্যে মধ্যে গম, সরিষা, ও ছোলা মটরের ক্ষেত অৰ্দ্ধ পর্ক শস্তে হরিতাভ হইয়া উঠিয়া মাভা বসুন্ধরার শুiামাঞ্চলের মতন শোভা পাইতেছে । স্থানে স্থানে কলাইমটির প্রস্ফুটিত পুষ্পগুচ্ছ বেগুনী রংয়ের উজ্জ্বল আভায় ভায়োলেটের মতন ক্ষেত আলো করিয়া রহিয়াছে ! কোথাও সর্ষে ফুলের নিকট মৌমাছির দল মাভাল হইয়া ঘুরিতেছিল। মৃদ্ধ বাতাসে গাছের মাথ কুইয়। কুইয়া পড়িয়া" একটা সর সরু তন্ত্ৰ তব্‌ শব্দ উঠতেছে, এবং তাহfর সহিত মিশিয়া যমুনার তার হইতে কোন একটি যুবকের sসুমিষ্ট কণ্ঠনিঃস্থ ত সঙ্গীতের একটি চরণ ভাসিয়া আসতেছিল । নীরদ মধু এইটুকু বুঝিতে পারিল “কৈসে র্যাউরে যমুনা?” নারদ মুগ্ধনেত্রে একবাব চারিদিকে চাহিয়া দেখিল । পশ্চিমদিকে সীমা স্ত রেখ পর্য্যস্ত বিস্তৃত বাধাহীন মাঠের শেষে স্বৰ্য্যাস্তেব বিপুল সৌন্দয্য তাহার চিত্তকে আকর্ষণ করিগ। ভূমার সহিত ভূমির, ক্ষুদ্রের সহিত মহতেব এই যে অনাদি সম্বন্ধচিরসম্বন্ধ রহিয়াছে ইহা কি কোন একদিনের জন্য ও ছেদি ত হইতে পারে । রক্তবর্ণ কিরণ ছটা সহস্ৰ বাহ বিস্তার করিয়া ধরণা বক্ষকে আলিঙ্গন করিয়া বিদায় চাহিতেছে ; আকাশে পুঞ্জমেঘের শুভ্র স্তর তাহার গোলাপা আভায় রঞ্জিত হইয়া উঠিয়াছিল । নীরদ নিকটবৰ্ত্তী একটা দেবদারু গাছের তলায় ভারতী । ফাল্গুন, ১৩১৭ বসিয়া দেখিতে লাগিল । আর অল্পক্ষণ পরেই সসীমের সহিত অসীমের মিলনে যে একট বাধা আছে অন্ধকার সেটুকুও মুছিয়া দিবে। যে মিষ্ট নের জষ্ঠ ব্যগ্র ব্যাকুলত, এই যে দুই বাহু বাড়াইয়া কাতর আবাহন, অসম্পূর্ণতাকে সম্পূর্ণতার মধ্যে সমপণ পুৰ্ব্বক সম্পূর্ণ হুইবার যে একটা ঐকাস্তিক তা ইহাদেয় তো ফল আছে ? নীরদ নীরবে চাহিয়া রহিল । চারিদিকের সাড়াশব্দ ডুবিয়া আসিয়াছে। সঙ্গীতের মুর্ছনা, মধুকরের গুঞ্জন ও রাখাল এখন কেবল এই স্থার হাস্ত পরিহাস থামিয়া এক অবিচ্ছিন্ন মহারাগিণীর অনও অব্যক্ত সঙ্গীত জনহ:ন প্রাপ্তরে ও অন্ধকার জগতে ব্যক্ত হইয়া উঠিয়াছিল । নীরদ নক্ষত্র বিরল আকাশের পানে চাহিল । স্নিগ্ধ জ্যোতিৰ্ম্ময় সেই অনন্ত আকাশ চির প্রশস্ত চিরউদাসীন ভাবে সমেহ নেত্রপাতে জাগিয়া আছে । সুয্যের প্রতপ্ত কিরণ গ্রহ তারকার বিমল জ্যোতিঃ কিছুই তাহকে পরিবৰ্ত্তি ত করিতে পারে না, কি মহান উদারতা কি অপূৰ্ব্ব মহিমা ! নাৰদ স্তব্ধ হইয়া বসিয়া রহিল, স্তব্ধ অন্ধকারে ঝিল্লীর এক ভান বিশ্বতপোবনে| চ্চারিত এক অনাদি ধবনির সহিতই মিশ্রিত হইয়া গিয়াছিল, শাত রাত্রির মুক্ত আকাশ ঘন কুয়াশার আবরণে গিয়া ক্ষীণ নক্ষত্রালোকে অন্ধকার বিশ্বপ্রকৃতিকে যোগীন্দ্রের সমাধিমুৰ্ত্তির মতনই স্থির ও প্রশান্ত দেখাইতেfছল । নারদ উঠিয়া দাড়াইল, কিসের লজ্জা কিসের সঙ্কোচ ! এখনও এত অভিমান ! আমিত্ত্বের এতখানি অঃ স্কার এখনও হৃদয়দ্বারের কপাট চাপিয়া প্রহর দিতেছে ? ঢাকিয়া