পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, সপ্তম সংখ্যা। ऊांद । . ठान्न क्लेिख कांझांब्र नाहे ? किछु डांशद्दे তাহীদের প্রধান চিত্ত নহে, জীবনের কর্তব্য সাধনে সকলেই ব্যস্ত। পশুর স্তায় শুধু উদরায়ের সংস্থানে মমুয্য সস্তুষ্ট থাকিতে পারে ন, অদ্যাপ্ত জস্তুর চেয়ে তাহীদের জীবনের অপর কর্তব্য আছে। তাই তাহারা স্ত্রী পুরুষ সকলেই রাস্তায় ঘাটে কলের স্তায় দ্রুতভাবে কৰ্ত্তব সাধনে ব্যস্ত । জাপানী সহরের ঘরদরজার দিকে তাকীইয়া দেখিলাম উহ! কত সামান্ত ধরণের । কাষ্ঠ নিৰ্ম্মিত একত্তাল কি দোতালা—বড় জোর কচিৎ দুই একটা তিনতালা দালান দেখিলাম । ইয়োকোহাম এবং কোবে সহর দুট সমুদ্রতীরস্থ বড় বন্দর । এই দুই সহবেই বৈদেশিক বণিকদের অত্যন্ত বড় বড় আমদানী রপ্তানীর কারবার রহিয়াছে। তাই এ সহর ছুটী অনেকটা ইউরোপীয় সহর অর্থাৎ কতকট কলিকাতার ধরণের । তোকিও সম্পূর্ণ জাপানী সহর । ইয়োকোহাম এবং কোবে বাদে অদ্যান্ত সকল সহরই জাপানী সহর । জাপানী সহরে নীরস কৃত্রিম সৌন্দর্য্যের পরিবর্তে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যেরই প্রাবল্য অধিক। সহরের ভিতর কত পার্ক, গাছপালা এবং বাগান । অনেক সহরের ভিতর ছোট ছোট পাহাড় এবং হ্রদ ও সরিৎ অনিৰ্ব্বচনীয় সৌন্দর্য্যে ভরিয়া রহিয়াছে । আবার জাপানের অধিকাংশ প্রধান প্রধান সহরের পাদদেশই প্রশাস্ত মহাসাগরে বিধৌত হইতেছে, বাস্তবিক জাপান যেন প্রকৃতি দেবীকে আয়ত্তাধীন রাখিবার জন্ত নানা প্রলোভনে মুগ্ধ করিয়া রাখিয়াছে ; প্রকৃতি দেবীও প্রিয় সস্তানগণের মনস্তুষ্টির জন্ত প্রতিনিয়ত তাহা জাপানের সহর । tటఫె দের সম্মুখে নানারূপ বেশভূষায় অলঙ্কও হইয় বিরাজিত । জাপানীরা গাছপাল, লতাপাত, ফুল প্রভৃতির যেরূপ সমাদর করিয়া থাকে পৃথিবীর অন্ত কোন জাতি তেমন করে কিনা জানি না । তাহার সহরের নীরস ক্ষেত্রকেও কুঞ্জবনে পরিণত করিয়া তাহাতে বাস করে, প্রায় সকলের বাড়ীর সম্মুখেই অন্ততঃ ছোট একটী বাগান আছে । যাহাদের বাড়ীর সম্মুখে বাগানের স্থান নাই তাহার কতক গুলি টবের সাহায্যে বীরেন্দায় অতি ক্ষুদ্র একটা বাগান রচনা করিয়া রাখে । জাপানে যে সহরের লোক-সংখ্যা বিশ হাজারের উপর তাহাকে সি অর্থাৎ নগর এবং তন্নিম্নে মাচি অর্থাৎ সহর বলা হয়। ক্ষুদ্র দেশের তুলনায় জাপানে নগরের সংখ্যা অত্যস্ত বেশি। উত্তর দক্ষিণে প্রায় বারশত মাইলের মধ্যে অধিকাংশ প্রধান সহরই আমি দেখিয়াছি । তন্মধ্যে তোকিও, ওমাক, কিওতে, কোবে, নাগোইয়া, ইয়োকোহামা, ছেনদাই, মোরিওক, আওমোরি হাকোদাতে, ওতারু, ছাপ্পোরে, ইয়োকোমুক এবং মোজি বিখ্যাত । নাগামাকি, হিরোমিম এবং ওকাইয়াম সহরত্রয়ও বেশ কারবারী । স্কুল কথা একটী সহর দেখিলেই সকল জাপানী সহরেরই ধারণা করা যায়। জাপানে ৪৬টী জেলা সহর, উহার প্রত্যেকটীর লোক সংখ্যাই প্রায় পঞ্চাশ হাজারের উপর । সংক্ষেপে রাজধানী তোকিও সহরের বিবরণ নিম্নে প্রদত্ত হইল । প্রশান্ত মহাসাগরস্থ তোকিও উপসাগরের উপর সহরটি অবস্থিত । আয়তনে ৬৪ বর্গ মাইল । জাপান টাইম্স রিপোর্টে দেখিয়াছি আয়তনে তোকিও সহর পৃথিবীর মধ্যে সৰ্ব্বা