পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, সপ্তম সংখ্যা । কার্য্যের জন্ত গরু এবং ঘোড়া ইউরোপ ও অষ্ট্রেলিয়া হইতে আনীত হইয়া থাকে । সমগ্র জাপানে তিনটী বই হাতী নাই। আমাদের আলিপুরের চিড়িয়াখানা দেখিলে আর জাপানের চিড়িয়াখানায় দেখিবার উপযোগী কিছুই থাকে না । সময় সময় দুই একটা বিশেষ শ্রেণীর জাপানী মোরগ দেখিতে পাওয়া যায়। উহাদের পুচ্ছ ১২।১৪ হাত লম্বা । ঐরূপ এক একটী মোরগের দাম নাকি চারি পাচ শত টাকা । তোকিও সহরে বৌদ্ধ ও শিন্তে মন্দিরেব ংখ্যা নির্ণয় করা দুরূহ। সাধারণ পার্কে, চয়ন—যবদ্বীপে । « ጓ© রাস্তার ধারে নদীর ঘাটে, পাহাড়ের উপর কত যে মন্দির তাছার ইয়ত্তা নাই । রাজপুতানায় বিকানীর রাজ্যে যেখানে সেখানে মন্দির ; কিন্তু জাপানে মন্দিরের সংখ্যা তার চেয়েও ঢের বেশী। বৌদ্ধ ধৰ্ম্মাবলম্বীদের বাড়ীতে অনেকের ঘরের মধ্যে ও অতি ক্ষুদ্র আয়তনের একটী করিয়া মন্দির আছে । উছ কাষ্ঠে নিৰ্ম্মিত, অনেকটা আমাদের পার্থীর খাচী বা পিজরার মত। প্রতিদিন তথtয় ভাতের ভোগ দেওয়া হয় এবং সন্ধ্যায় মোমের বাতি জ্বালান হয় । ( ক্রমশঃ ) ঐযন্ত্রনাথ সরকার । চলল । যবদ্বীপে । বুধবার—১২ ডিসেম্বর আজ প্রাতে, ছয় ঘটকার সময়, হোটেলেব সম্মুখস্থ উদ্যান হষ্টতে একটি চমৎকার দৃপ্ত আমার দৃষ্টিগোচর হইল ; সম্মুখের সমভূমি হইতে কতকগুলি ক্ষুদ্র স্ফীতোদর পাহাড় উঠিয়াছে, উহাব উপর তেঙ্গেরেসের কতকগুলি গ্রাম ; তাহার পশ্চাতে জলপ্লাবিত ধানের ক্ষেত ঝিকৃমিক্‌ করিতেছে ; দক্ষিণে নীল সমুদ্র—পাতল কুয়াসায় আচ্ছন্ন ; বামে, ঈষৎ-ধূসরবর্ণের কুস্কটিক-জাল প্রসারিত ; তাছার পশ্চাতে, বিরাট-দর্শন কৃষ্ণবর্ণ কতকগুলা আগ্নেয়গিরি। বর্ষাকালে, প্রভাতেই কচিৎ-কখন এইরূপ প্রসারিত ভূখণ্ডের দৃপ্ত দেখিতে পাওয়া যায়। হোটেলের ঘোড়াগুলা সবই ভাড়া হইয়া গিয়াছে ; তাই আজ ব্রোমায় যাওয়া হুইল আজি কণর একটা দিন হাতে পাইয়াছি । এই অবসরে তোসারীর আশপাশগুল পদব্রজে ভ্রমণ করিব । Ngadivono নামক একটি গ্রাম দেখিবার জন্ত একজন পাণ্ডা সঙ্গে লইলাম ; কিন্তু এই পা গুণর পথ দেখাইবার ধরণটা অতি অদ্ভুত ; রাস্তাব প্রত্যেক চৌমাথায় থামিয়া আমাকে একটা পথ নিৰ্ব্বাচণ করিতে বলে এবং মালাষ্ট ভাষায় একটা লম্ব বক্তৃত ঝাড়ে.হোটেলে ফিরিয়া গিয়া, তাহাকে সেইখানে ছাড়িয়া দিলাম ; আমি একলাই হাটিয়া চলিলাম । - পৰ্ব্বতের মুড়ি পথগুলি ধরিয়া, গ্রাম হইতে গ্রামান্তরে যদৃচ্ছাক্রমে ভ্রমণ করিতে বড়ই ভাল লাগে । এই সকল গ্রাম ছোট ছোট পাহাড়ের চুড়ায় অবস্থিত । তাহার না ; কাল যাইব ।