পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৪৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, একাদশ সংখ্যা । शशिण “७मांद्र दिनांछ ?” ७व। दांशी निम्न বলিল” এখন ওসব কথা নয় । ছেলে দুটি ভাল হোক, তখন নিজেই উনি খুনী হয়ে "বিদেয়’ করবেন ! তথম ওঝ। বিদায় হইয়া গেলেও অমূল্য ও জাহার মাতা পরদিন ওঝাকে ডাকাষ্টয়া সন্তোষ করিয়া বিদায় দিল, পুটেও টু চারি দিন একটু উঠিল বসিল কিন্তু সেই গুরুভার প্রস্তর বক্ষে কবিয়া পত্তনের ধাক্কা সে শিশিরকুমার ঘোষ । సెe রুগ্ন বালক সাম্nাইতে পারিল না। কয়েক দিন পরেই তাহার মাতার ক্রনীনে সমস্ত গ্রাম ধ্বনিত হইয়া উঠিল। সকলে চক্ষের জল মুছিতে মুছিতে ‘হয়’ ‘হয়’ করিয়া বলিল, “মাগীব কপাল বড়ই মন্দ । অমন রোজা আমন ক’রে ছেলেকে ডানের মুখ থেকে ফিরিয়ে দিয়ে গেল ! এত আর মামুমের হাত নয়, মাগার কপালই থারাপ --ছেলেট সেই জন্তই ব’চুল না"! ঐ নিরুপমা দেবী। শিশিরকুমার ঘোষ বাংলা দেশের যে সকল কৰ্ম্মবীবের দ্বারা দেশেৰ নান সাধিত হইয়াছে শিশিরকুমার ঘোষ তাছাদের অন্ততম । সেই জদ্য আজ তাহার ধিয়োগে বঙ্গবাসীমাত্রেই ব্যথিত । কল্যাণ শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে কে না তাহাঁকে চিনিতেন ? নুতন করিয়া তাহার পরিচয় দিবার আবশ্যক নাই । তাহার কৰ্ম্মজীবন ভাeার যে উজ্জ পরিচয় রাথিয় গেছে তাহাই যথেষ্ট ; সে পরিচয়কে করিবার সামর্থ্য কাহারো নাই । ১২ ৪২ বঙ্গাব্দে যশোহর জেলায় মাগুরা নামে এক ক্ষুদ্র গ্রামে তাহার জন্ম হয় । তাহার পিতার নাম ছিল হরিনারায়ণ ঘোষ । হরিনারায়ণ ঘোষের পাচ পুত্র, তন্মধ্যে শিশিরকুমার ও বিখ্যাত সংবাদপত্র অমৃতবাজার পত্রিকার সুযোগ্য সম্পাদক ঐযুক্ত মতিলাল ঘোষই বিশেষ প্রতিষ্ঠাপল্প । এই অমৃতবাজার পত্রিক প্রথমে শিশিকুমারের উদ্যোগে, তাহার চেষ্টায় ও অধ্যবসায়ে প্রকাশিত ও উজ্জলতর পরিচাষ্ঠিত হয় । কি কষ্ট স্বীকাৰ করিয়া শিশিরকুমার অমৃতবাজারপত্রিকা বাহির করেন তাই শুনিলে চমৎকৃত হইতে হয়। এই পত্রিকা খানি তিনি প্রথমে নিজের গ্রাম হইতে বাহির করেন ;—সেখানে না ছিল, . প্রেস, না ছিল কম্পোজিটার । একটা কাঠের প্রেস ও কতকগুলা পুরাতন টাইপ সংগ্ৰহ ক<িয় কার্য্য অণবন্ত শিশিকুমার প্রেসের সমস্ত কাৰ্য্য নিজে শিক্ষা করিয়া ভ্রাতৃগণকে তাই শিক্ষা দেন। তিনি এবং তাহার ভ্রাতারা মিলিয়া প্রবন্ধ রচনা হইতে আরম্ভ করিয়া, নিজের হাতে কম্পোজ, ছাপা সব কাজই করিতেন । এত কষ্ট স্বীকার করিয়া আর কেহ আমাদের দেশে কাগজ বাহির করিয়াছেন কি না জানি না, কিন্তু তাহার এ উদ্যম সত্যই বিস্ময়াবহ ও প্রশংসনীয় ! যে অমৃতবাজারপত্রিক একদিন দারিদ্র্যের মাঝে জন্মগ্রহণ করিয়াছিল, কালে তাছা কিরূপ বিভবশালী ও প্রতিষ্ঠাপন্ন ३१ ।। কলিকাতায় আসিয়: