পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৪৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

嵩议● পকেট হইতে একথান রলিদ বাহির করিয়া শাস্তির সম্মুখে ধরিয়া প্রফুল্লকণ্ঠে কহিল “অt; এতদিন পরে কতকটা সুবিধা হয়ে এসেছে, – এইখানা ভাল করে রেখে দাও দেখি ? শান্তি বিষঃ দৃষ্টি তুলিয়া স্বামীর পানে চাহিল, কাগজখানা লইন্তে কোন আগ্রহ প্রকাশ করিল না। হেম তখন নিজে হইতেই বলিল “তোনার গহনাগুলো লক্ষ্মীপুর থেকে যেtগেশ আদায় করে এনে একজন ব্যারিষ্টারের কাছে বন্দক রাখিয়ে দিলে । টাকাগুলো তারি কাছে জমা রইলে, তিনি তো খুব উৎসাহ দিচ্চেন। তিনি নিজে সব ভার নিচেচন, বলচেন কোন ভাবনা নেই! এইবার একবার তবে, অদৃষ্ট পরীক্ষা করে দেখাই যাক,—আর তো চলে না নৈলে। চারিদিকে ধার, কেবল নেই নেই ! বাসন্তী থিয়েটারে কাল যমুনা প্লে হলো তাতে কুমার উৎপলাদিত্য সেজে উঃ কি নামটাই আমার হয়ে গ্যাছে ! ম্যানেজার তো যোড়হাতে দেড়শো মাইনে দিতে চায় হস্তায় একবার করে অভিনয় কর্বার জন্তে । কিন্তু এখন দিনকতক সব ছাড়তে হবে, ভাল করে এইবার অদৃষ্টকে বোঝা যাক্ ।” শাস্তি একবার চারিদিকে চাহিয়া দেখিল । বাবু ঘরে ঢুকিতেই চনার ঘর ছাড়িয়া গিয়াছিল। বাহিরে যোগেশের সহিত তাহার কোন্দলের একটা উচ্চ সুর শোনা যাইতেছে । সহসা সে তাহার রক্তহীন পাংশু মুখ স্বামীর পানে ফিরাইয়া প্রদীপ্ত চক্ষু তাহার মুখে স্থির রাখিয়া উচ্চকণ্ঠে তীব্রস্বরে বলিয়া উঠিল "ভাগ্য পরীক্ষা ! ভাগ্য পরীক্ষা বলোন ভাগ্যের বিরুদ্ধে স্নড়যন্ত্র বলে,--বিদ্ৰোছ বলে।”— उठांब्रउँौ । וכליל ,5r: উত্তেজনায় তাহার নিশ্বাস যেন কুদ্ধ হইয়া আসিতে লাগিল- “বেশিদিন নয় আর গুচারটে দিন অপেক্ষা করে, অামায় মরতে দাও, তারপরে তোমার যা খুলী করে, কে বারণ করবে ? শুধু এই সামান্ত দিনকটা ধৈর্য্য রাখে, ভিক্ষা চাইচি দয়া চাইচি কিছুই কি পেতে পারিনা ? শেষ ভিক্ষা শেষ —” হেমেন্দ্র ধড়মড় করিয়া বিছানা ছাড়িয়া উঠিয় দাড়াইল, আকস্মিক একটা ভয়ে তাহার সর্বশরীর শিহরিয়া উঠিল, শাস্তি ! শান্তি তুমি পাগল হলে নাকি ? একি করচে ? থামো—” আলুথালুভাবে বিছানার উপর উঠিয়া বসিয়া চিরসহিষ্ণু শাস্তি সবেগে মাথা নাড়িয়া তেমনি তীব্র উত্তেজিতকণ্ঠে বলিতে লাগিল । “আর আমি থামতে পারি না, কত আর থামবো, আমার সময় শেষ হয়ে এসেছে, একটুখানি তুমিই থামো—আমার ময়তে দাও, তারপর নিশ্চিস্ত হয়ে যা তোমার সাধ তাই করো, কেউ বাধা দেবার নেই। মাগেtঃ * বলিয়া সহসা সে আবার বিছানার উপরে গুইয়া পড়িল, শক্তির অতিরিক্ত ব্যয়ে শরীর অবসল্প হইয়া আসিয়াছিল। নিৰ্ব্বাক হেম তাহার নিশ্চেষ্ট অসাড় শরীরের দিকে, किकूभ१ दछछू४ि इहेब्रा मैंफ़ाहेब्र थांकिब्र अन्नक्र१ পরে তাহার নিকটে ছুটিয়া আসিয়া ডাকিল, “শাস্তি ! শাস্তি !” পায়ে হাত দিয়া দেখিল নিশ্চল, তখন ভয়ে বিস্ময়ে তাহার হাত প! যেন অবপন্ন হইয়া আসিল । রুদ্ধকণ্ঠে ডাকিল "যোগেশ !” ধোগেশ দ্রুতপক্ষে ঘরে ঢুকিয়৷ ক্ৰোধোত্তেজিতকণ্ঠে বলিয়া উঠিল “কি পাজী cङtभांब्र भै कि मां★ीछे ! व८ण किनl छूनिहे cऊ