পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৫০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: • R • ভারতী । ו לפל,ף to বারাণসী ৷ ( ফেলিসিয়া-শালের ফরাসী হইতে ) এই বারাণসী ব্রাহ্মণ্যধৰ্ম্মের “রোম্ ( Rome ), অর্থাৎ—ব্রাহ্মণ্য-ধৰ্ম্মের পীঠস্থান ! ইহার দৃপ্ত সমূহ যেরূপ চিত্তবিক্ষোভকারী, যেরূপ অদ্ভুত, ইহার পাগলামি-কাগুগুল যেরূপ সংক্রামক এরূপ আর কোথাও দেখা যায় না । ইহার গলিগুলা গঙ্গাভিমুখে নামিয়া আসিয়াছে ; গলির রাস্তায়, পিপড়ার সারির স্তায় লোকের জনতা ; ভারতের সকল দিক হইতেই লোক আসিয়াছে। এই পুণ্যনগরী একটা তীর্থস্থান, এখানে আসিলে সমস্ত পাপ ক্ষয় হইয়া যায়। উত্তর-প্রদেশের গেীরবর্ণ ব্রাহ্মণ,—নিগ্রেী সদৃশ কৃষ্ণকায় দক্ষিণী হিন্দুর গা ঘেঁসিয়া পাশাপাশি চলিয়াছে। জটিলশ্মশ্র, জটাধারী, নগ্ন প্রায় ভস্মাচ্ছাদিত সন্ন্যাগীর চলিয়াছে, অথবা রাস্তার ধারে ধ্যান মগ্ন হুইয়া নিশ্চলভাবে বসিয়া আছে ; —মনে হয় যেন উহার কিছুই দেখিতেছে না, কিছুই শুনিতেছে না, চতুষ্পাশ্বস্ব চঞ্চল জনতার সঙ্গিত যেন উতাদের কোন সংস্রব নাই। শাদা ও শীর্ণকায় ধৰ্ম্মের গরু দেখিবামাত্র লোকের ভক্তিভাবে তাছাদিগকে পথ ছাড়িয়া দিয়া একপাশে সরিয়া দাড়াইতেছে-- বাড়ীর ছাদ,–পায়র, কাক, ময়ুর, টিয়াতে আচ্ছন্ন। দেয়ালের গায়ে, দেবতার মুক্তি ও পৌরাণিক দৃপ্ত-সকল চিত্রিত। এখানে দুই সহস্র মন্দির, অসংখ্য দেবালয়, পাচ লক্ষ দেবতার মূৰ্ত্তি। আমি গাভীগণের মন্দির দেখিতে গেলাম ; ভক্তেরা এই পবিত্র গাভীদিগকে আদর করিতেছে ; তাহাদিগকে তৃণ ও পুপ প্রদান করিতেছে। একজন বুদ্ধা রমণী, একটা গরুর পুচ্ছ-প্রান্ত আপনার মুখের উপর ধীরে ধীরে বুলাইতেছে। যে তরুণ হিন্দু-অধ্যাপক আমার সঙ্গে ছিলেন তিনি আমাকে বলিলেন,—কোন গরুকে বিপন্ন দেখিলে তাহার জন্য প্রাণ দিতেও তিনি কুষ্ঠিত হন না। আর একটা বানরের মন্দির আছে ; শত-শত বানর সেখানে মুক্তভাবে বাস করিতেছে ; কেবল মঙ্গলবারেই তাহাদিগকে খাওয়াইবার সুবিধা হয়। আমি এই সকল ক্ষুদ্র দেবতাদিগের ফোটে। তুলিবার জন্ত অনুমতি চাহিয়া অনুমতি পাইলাম।—একটি নেপালী দেবালয় আছে, তাহার ছাদের চতুম্পার্শ্বে ভয়ানক অশ্লীল খোদাই-মুৰ্ত্তি ; আমার •ভূত্য বলিল, এই ইমারংটিকে বজ্ৰ হইতে রক্ষা করিবার জন্ত, এইরূপ মূৰ্ত্তি সকল খুদিয়া রাথ হইয়াছে। লজ্জাশীল সৌদামিনী এই সকল বিভৗমিক দর্শনে সঙ্কুচিত ইষ্টয়া পিছু इठिम्नl यांन !-- প্রতি পদক্ষেপেই, শিবলিঙ্গ দেখিতে পাওয়া যায়। নবযুবতীরা এই সকল লিঙ্গমূৰ্ত্তিকে ফুলে-ফুলে আচ্ছন্ন করিয়া ফেলে এবং উহাদের উপর পবিত্র জল সিঞ্চন করে। সৰ্ব্বত্রই পূজা-সামগ্রীর দোকান ; এই দোকানে পুষ্পমাল্য, জুই ও গাদার মালা,ছোট ছোট মুক্তি ও দেবতাদের বিগ্রহ বিক্রীত হয় ; সিংহ, বরাহ,মৎস্ত প্রভৃতি বিষ্ণুর বিবিধ অবতারমুক্তি ; নীলবর্ণ দেবতা কৃষ্ণ, তাছার প্রণয়িনীর সহিত একত্র রছিয়াছেন ; সিদ্ধির দেবতা