পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

oby چاه ۔ অথবা কাগজে থিয়েটার দেখানরই নামই চিত্র-শিল্প, র্তারা যদি অজস্ত গুহায় পদার্পণ করেন তবে নিশ্চয়ই তাদের সে ভুল বিশ্বাস দূর হবে! একদিকে তারা মুবুহৎ চিত্র-ভাণ্ডার গুলির অপূৰ্ব্ব কীৰ্ত্তিকলাপ দেখে বিস্মিত হয়ে যাবেন, অন্যদিকে - আমাদের দেশে শত-সহস্ৰ বৎসর আগে এইরকম সুন্দর ছবি আঁক। হয়েছিল বলে—আত্মগৌরবে অভিভূত হয়ে পড়বেন । অজস্তার শিল্পীরা যে সমস্ত পারকল্পিত চিত্রে গিরি-গুহা পরিশোভিত করে রেপে গেছেন সে সমস্তগুলির শুধু নকল করতে পারাও বিশেষ ক্ষম তার কায । এমন কি আমরা শুনেছি বিলাতের বড় বড় শিল্পিরা ও সুন্দরন্ধপে তার দু একটা ছবিরও সামান্ত প্রতিলিপি করে উঠতে পারেননি। বিশেষত ছবির যেখানে প্রাণ, অর্থাৎ ছবির আসল ভাবটা একেবারেই বজায় রাখতে পারেননি । মোগলশিল্পও ইংরাজ চিত্রকরগণের কাছে এক আশ্চৰ্য্য ব্যাপার! একটা নখের মত স্থানের মধ্যে সংখ্যাতীত কারু শিল্প যে কি করে দেখান যায়, ত’ তারা বুঝে উঠতে পাবেন ন। সূক্ষ্ম কারু-শিল্প বিষয়ে মোগল শিল্প শ্রেষ্ঠ ; আর বৌদ্ধ শিল্প ভাব পরিকল্পনায় সৰ্ব্বপ্রধান । আমরা যখন গিরি-গুহায় প্রবেশ ক’রে সৰ্ব্বপ্রথম সেই অনন্ত অসংখ্য কারু-শিল্প দেখলুম, তখন মনে হয়েছিল, এই সকল কাজ না জানি কত যুগ ধরে কতশত শিল্পী মিলে একেছেন ; কিন্তু আশ্চর্য্যের বিষয় এই যে, আমরা যতই সেগুলি দেখতে লাগলুম ততই আমাদের মনে হ’তে লাগল, ভারতী । কাৰ্ত্তিক, ১৩১৭ যেন অবলীলাক্রমে নিবরের মত এই সকল বিচিত্র কারুশিল্পসমূহ শিল্পিগণের অন্তর হতে প্রবাহিত। সেগুলো তখন দেখলে আর মনেই হত না যে,সে সব অনেক মাথা ঘামিয়ে বা বহু পৰিশ্ৰমে আঁকি ! যেন আলাদিনের প্রদীপের গল্পের মত সে এক বিচিত্র ব্যাপাব ! এক একটা নিদিষ্ট সময়ে যখন স্বর্য্যালোক গুহা গুলো আলোকিত করত ; তখন, গুহার ছবি গুলি আলোতে যেন প্রাণ পেয়ে সজীব হ’য়ে উঠে আমাদের চোখে সে দে#{লের যে কি বিস্মঃ ১য় সৌন্দর্য্যের অবতারণা করতে তা বলা অসম্ভব । সে ব্যাপার যিনি প্রত্যক্ষ করেচেন, তিনিত কেবল বুঝতে পারেন । রাজারাণী পারিষদবর্গ সিংহাসনে দেয়ালের কে {থা ও বেষ্টিত হ’য়ে ব’সে, কোথাও রাজ্যভিষেক,— বাইরে ভিখারী বিদায় হ'চে, কোথাও গান-বাজনা,—বেণু-বীণা বাজিয়ে নর্তক-নর্তকীরা আসব জাময়ে তুলেচে ; কোথা ও বা বাস্তায় বাস্তায় ঢোল মৃদঙ্গ নিয়ে সংকীৰ্ত্তন পেখিয়েছে, এই রকম ১ার ও শত শত চিত্র এক সঙ্গে চোখের উপর ফুটে উঠে আমাদেব যেন সে নি এক নুশুন আন গু সৌন্দর্য্যের রাজ্যের মধ্যে নিয়ে যে ত । ৫থম প্রথম অমিং কোনটা ছেড়ে যে কোল্ট। দেখবো ভেবে ঠিক্‌ করতেই পাৰ্বতুম না ! મtન ફ૭ ૮૧ને fફ ધ ડેથાડા'નરુ રાજાcતત মধ্যে পড়ে আত্মষ্ঠাৎ হয়ে পড়াচ ! মোগল চিত্র দেপে এরকম ভাব আমাদের কখনও হয়নি। মোগল চিত্র চোখের সামনে ধরে তাব মধ্যের স্বহ্ম স্বক্ষ শিল্পের বিচার করে তবে সৌন্দৰ্য্য উপলব্ধি করা যায়। মোগলচিত্রে আমরা প্রধানত বিলাস ও