পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

やう》b" কাগজ পরিপাটি, এবং ছাপা, কান্তিক প্রেসের স্বাভাবিক মুদ্ৰণ-নৈপুণ্যেরই প্রকৃষ্ট পরিচায়ক। আর্য্য-বিধবা । ত্রযুক্ত প্যারীশঙ্কর দাসগুপ্ত কর্তৃক বিরচিত ও বগুড়া হইতে প্রকাশিত । রায়প্রেসে মুদ্রিত । ১২৯৯ সাল। মুল্য তিন আনা । ক্ষুদ্র পুস্তিকাখানিতে বিধবার কৰ্ত্তব্যাদি সম্বন্ধে লেখক ংক্ষেপে আলোচনা করিয়াছেন । সুখপ্রিয় নিরীশ্রয়। বা সংযম-অক্ষম নারীর পক্ষে বিবাহ দোষে ; নহে, কৰ্ত্তব্য ; তবে ব্রহ্মচর্য্যের আদশ-গৌরব চিরদিনই অক্ষুণ্ণ থাকিবে, ইহাই এ ক্ষুদ্র পুস্তিক খানির প্রতিপাদ্য । লেখকের যুক্তিগুলি স্বপ্রতিষ্ঠিত ; গ্রন্থে কোথাও গোড়ামি নাই—সকলদিকই লেখক সহৃদয়তার সহিত আলোচনা করিয়াছেন । গাগাঁ ৷ শ্ৰীযুক্ত প্যারাশঙ্কর দাসগুপ্ত এল, এম, এস প্রণীত । নব্যভারত প্রেসে মুদ্রিত , মুল্য তিন আন । গ্রন্থকার ক্ষমা করিবেন—তাহার বিরাট ভাষা-গহন ভেদ করিয় অগ্রসর হওয়া আমাদিগের সাধ্যায়ত্ত নহে। রচনা যেমন নীরস, তেমনি দুৰ্ব্বোধা জটিল, গ্রন্থে ভাষার দোষ ও দৈন্তের দৃষ্টান্তও প্রচুর। বঙ্গের রত্নমালা । বা বঙ্গীয় সমাজের কতিপয় নীতিগর্ভ ঘটনা ও চরিত্র । बैंौजूख् কালীকৃষ্ণ ভট্টাচাৰ্য্য প্রণীত । নববিভাকর যন্ত্রে মুদ্রিত। বাধাই মূল্য দশ আন। বালকবালিকাগণের নীতিশিক্ষা প্রদানেদেস্যে সাধারণ, ও অসাধারণ বাঙ্গালী-জীবনের ছোট বড় ঘটনা হইতে সৌভ্রাত্র, পরদুঃখানুভব, আহারে সংযম, চরিত্রে বল,কৰ্ত্তব্য-পালন, প্রভুপরাযণতা প্রভৃতি শিক্ষণীয় গুণাবলীর দৃষ্টান্ত এই গ্রন্থে সংগৃহীত হইয়াছে। ইহার একটা উপভোগের দিক আছে। দেবচরিত্র বা বিদেশীয় মহৎচরিত্র অনেকস্থলে হৃদয়ে ঠিক ততখানি দাগ টানিতে পারে না, যতখানি আমাদিগেরই মত *সাদাসিধা’ বাঙ্গালী চরিত্রের দ্বারা সস্তব হয় । গ্রন্থকার কলেজের অধ্যাপক হইলেও তাহার ভাষা বজ্রনির্ঘোষের মত কর্ণপটহের পীড়াদায়িক নহে, তাহ। বেশ সরল ও সতেজ ! সহৃদয়তার গুণে গল্পগুলি বেশ ফুটিয়াছে । তবে মাঝে মাঝে ভাবভঙ্গির অভিব্যক্তিতে श्रयथा वाड़ावांछूि अरिझ ।। ६१l, "अननी ५क श्रशूर्दि ভারতী । কীৰ্ত্তিক, ১৩১৭ মূৰ্ত্তি ধারণ করিলেন। র্তাহার চকু ধিয়া যেন অগ্নিস্ফ লিঙ্গ বাহির হইতে লাগিল।” চক্ষু দিয়া অগ্নিক্ষ লিঙ্গ বাহির' প্রভূতি রচনারীতি নিতান্তই অসহ্য ঠেকে ! বালক বালি কাগণের নীতিশিক্ষার উপযোগী ত গ্রন্থখানি বটেই, উপরন্তু অভিভাবকগণও ইহা পাঠে পরিতৃপ্ত হইবেন । গ্রন্থের ছাপা ও বাধাই সুন্দর হুইয়াছে। খোকার বই । দ্বিতীয় ভাগ , শ্ৰীযুক্ত মোহিনীমোহন বসু প্রণীত । বারদী ঢাকা হইতে প্রকাশিত। মূল্য তিন আন মাত্র । এখানি শিশুপাঠ্য গ্রন্থ। গ্রন্থের ভাষা কটমট, নীরস এবং দুৰ্ব্বহ । “হরিভক্ত প্ৰহলাদ", নিতান্তই অসহ্য । "ভারতবর্ষ” প্রভূতির ভtয। কবিতাগুলিতে না আছে ভাব বা ভাষা, না আছে কোমল লালিত্য । কোন আখ্যানই ভালে করিয়া ফুটে নাই ! শিশুদিগের পক্ষে গ্রন্থখানির উপযোগিতা বিষযে আমাfধগের ঘোরতর সন্দেহ আছে । পীঠে আমুরাগের পরিবর্তে শিশুহৃদয়ে বিভীষিকার সঞ্চার হইবে । মেহেরনেগার-কবি । যুক্ত আব্বাছআলী - গীত। মৈমনসিং ডিষ্টি ক্ট বোর্ড প্রেসে মুদ্রিত। মূল্য দশ আনা । গ্রন্থখানি কাব্য কি হেঁয়ালি ঠিক বুঝিতে পারা গেল না। কবিত্বেরও একান্ত অভাব পরিলক্ষিত হইল। নমুনা স্বরূপ ছুই ছত্র উদ্ধত श्क । “* * বলি, এক কোটা বিষপূর্ণ, স্বকরে গলায় ঢালি পড়িল ভূতলে ।” উদভ্ৰান্ত প্রেমিক। প্রকৃত ঘটনামূলক উপন্যাস । প্রথম খণ্ড । শ্ৰীযুক্ত অতুলচন্দ্র রায় চৌধুরী প্রণীত । সাধনপুর "শরৎ পুস্তকালয়" হইতে প্রকাশিত । চট্টগ্রাম সনাতন যন্ত্রে মুদ্রিত। মূল্য ছয় আনা । এমন বীভৎস ও স্বষ্টিছাড়া কল্পনা কচিৎ দেখা যায় । পনের বৎসরের বালক ও বারে। বৎসরের বালিকা সকলেই গ্রামের পাঠশালায় একসঙ্গে পাঠাভ্যাস করেন এবং প্রেমে পড়েন । গ্রস্থের নায়ক স্কুল পরিদর্শনে গিয়া একটা বার বৎসরের বালিকার হাত ধরিয়৷ 'বেণী বড় দুরন্ত বালক’ পড়াইতেছিলেন, সহসা তাহার "শরীর শিহরিয়া উঠিল । হৃদয়ে তড়িৎ