পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఉty সমন্বিত যে অঞ্চল তাই নব্য পুণা সঙ্গর। ইহার প্রাস্তবৰ্ত্তী ঐতিহাসিক ক্ষেত্র খিড়কী ও পাৰ্ব্বতী-মন্দির উল্লেখযোগ্য। খিড়কী এইক্ষণে ইংরাজ-সেনানিবাস । ভারতে ইংরাজ আধিপত্য স্থাপনের মূলে ষে সকল যুদ্ধ হয়ে গিয়েছে খিড়কীর যুদ্ধ তার মধ্যে গণনীয়। এই যুদ্ধে পেশওয়ার পতন ও পুণা ইংরাজরাজের হস্তগত হয় । যে স্থান হতে পেশওয়া বাজিরাও এই শেষ যুদ্ধের বাজী সোৎসুক নয়নে নিরীক্ষণ করছিলেন সে এই পাৰ্ব্বতী-মন্দির । বাজী হেরে পেশওয়ার চির বনবাস ! পুণার বিদ্যামন্দির—ফরগু্যসন কলেজ পুণার ভূষণাস্পদ অনেক জিনিস আছে, আর সব ছেড়ে দিলেও এই বিদ্যালয়গুলি তার অক্ষয় কীৰ্ত্তিস্তস্ত বলা যেতে পারে। उोज्ञउँौ অগ্রহায়ণ, ১৩২০ পুণায় কালেজ চারিটি—দক্ষিণ, ফরগু্যসন, কৃষি ও এঞ্জিনিয়ারিং কালেজ । দক্ষিণ কালেজ ভারতের অপরাপর ইংরাজি কালেজের ছাচে গঠিত, ফরগু্যসন কালেজই এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য । এ অনেকটা আমাদের বোলপুর বিদ্যালয়ের প্রতিচ্ছবি ব’লে আমার মনে হয় ; গুরুকুলে অধ্যয়নের যে উপকারিত •এর ভিতরে তা কতক অংশে লাভ করা যায় । এই কলেজের বিশেষত্ব এই যে, এর যে ২০ জন অধ্যাপক আছেন তারা সবাই আপন আপন ক্ষেত্রে সুপণ্ডিত, অথচ প্রত্যেকে আপনার যৎসামান্ত গ্রাসাচ্ছাদনের উপযোগী সামান্ত বেতনেই সন্তুষ্ট । এরা সকলেই ২০ বৎসর কাল স্বল্প বেতনে অধ্যাপন কার্য্যে প্রতিশ্রুত । কালেজটি প্রেসিডেন্সির অন্তান্ত কলেজের তুলনায় কোন অংশেই হেয় নয়—এর ছাত্রসংখ্যা নুনাধিক ৯৫০ । অনেকানেক ছাত্র কলেজ বঁধে উদ্যান-পুণ৷