পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, নবম সংখ্যা v 1 statstof (Chief Justice) NG হিসাবে (Law member) পণ্ডিতরাও এবং ছায়াধীশ ব্যতীত উল্লিখিত প্রত্যেক সভাসদকেই সেনানায়কতা করিতে হইত। সুতরাং র্তাহারা নিজ নিজ কর্তব্যকৰ্ম্মে যথোচিত সময় দিতে পারিতেন না। এইহেতু তাহীদের প্রত্যেকের এক একজন কারবারী অর্থাৎ সহকারী ছিল। আবার প্রত্যেক বিভাগের প্রধান কৰ্ম্মচারীর অধীনে আটজন কনিষ্ঠ কৰ্ম্মচারী নিযুক্ত থাকিত—যথা ১ । দেওয়ান অথবা কারবারী ২। মজুমদার হিসাবপত্র পর্যবেক্ষক ফর্ণবীস সহকারী হিসাব পরীক্ষক ৪। সবনিস ( দফতরদার ) c 1 FÉfiri (Commissary) e i sãfań (Secretary) ৭। জামদার —নগদ টাকা ভিন্ন অর সমস্ত মূল্যবান সামগ্রী ইহার হাতে থাকিত। ৮। পোটনিস খাতাঞ্চি এই অষ্ট প্রধান সভা, শিবাজীর উদ্ভাবনী শক্তির ফল, তাহার মৃত্যুর সঙ্গে সঙ্গেই শুকাইয়া ঝরিয়া পড়িল। এই শাসন প্রণালী পেশওয়ার আমলে রক্ষিত হয় নাই । শিবাজীর মৃত্যুর পর সমস্ত রাজ্যভার পেশওয়ার হস্তেই গিয়া পড়িল। পেশওয়াই সৰ্ব্বময় কৰ্ত্তা, তাহীর পদ বংশানুগামী হইল । সেনাপতি সচিব সুমন্ত, পেশওয়া নিজেই সকলি একাধারে, সে সকল পদ নামমাত্র। পদগুলি বংশগত হইল সত্য, তার আমুসঙ্গিক মানমৰ্য্যাদা রহিল কিন্তু কাজের বেলায় শূন্ত । অন্তান্ত বীরেরাও পেশওয়ার দৃষ্টান্ত অনুসরণ করিলেন । সিনো, হোলকার, গাইকওয়াড়, Wol আমার বোম্বাই প্রবাস - ৯৭৩ ভোঁসলে ইহারা সকলে স্ব স্ব প্রধান হইয়৷ ভিন্ন ভিন্ন প্রদেশে স্বতন্ত্র রাজ্য স্থাপন করিলেন এবং বংশানুক্রমে পুত্র পৌত্রাদির রাজ্যভোগের ব্যবস্থা করিয়া গেলেন। প্রণালীবদ্ধ শাসনতন্ত্রের পরিবর্তে ব্যক্তিগত রাজতন্ত্র প্রতিষ্ঠিত হইলে যাহা হইয়া থাকে তাহাই ঘটিল। ভাল মন্দ রাজার উপর প্রজার সুখ দুঃখ, রাজ্যের ঐসম্পদ সকলি নির্ভর। পেশওয়ার বংশধর রাজগণের মধ্যে যাহারা প্রতিভাশালী যোগ্যপুরুষ র্তাহীদের হস্তে যতদিন রাজ্যভার ছিল ততদিন মহারাষ্ট্র সাম্রাজ্যের গৌরব ও সৌভাগ্য, পরে পেশওয় ংশের অবনতির সঙ্গে সঙ্গে রাজ্যেরও দুর্গতি হইল। কালক্রমে মারাঠা সাম্রাজ্যের একতা নষ্ট হইল, রাজ্যের শাখা প্রশাখা বিস্তৃত চুইয়া উহ। ছিন্ন ভিন্ন হইয়া গেল ! তৃতীয়। যাহতে বড় বড় পদ বংশানুগামী হইয়া বিকার প্রাপ্ত না হয় সেই দিকে লক্ষ্য । বড় বড় পদ বংশগত করা শিবাজীর মনঃপুত ছিল না—স্বাভাবিক গুণ ও কৰ্ম্মযোগ্যতা অনুসারে কৰ্ম্মচারী নিযুক্ত করা এই তার রাজনীতি । উচ্চপদ বংশগামী হইবার দরুণ রাজ্যের যে দুর্দশা ঘটিল শিবাজীর পরবর্তী কালের ইতিহাসে তাহার পরিচয় পাওয়া যায়। যোগ্যতা অনুসারে কার্য্যভার অপর্ণ ইহাই যথার্থ রাজধৰ্ম্ম । চতুর্থ। বেতনভুক্ কৰ্ম্মচারী নিযুক্ত করা । রাজকীয় কৰ্ম্মচারীদের জীবিক নিৰ্ব্বাহের জন্ত তাহদের হাতে জায়গীর জমিদারী সঁপিয়া দেওয়া, ইহ। শিবাজীর মতবিরুদ্ধ