পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$bre পুরে (পুরাতন দিল্লী) নিজামুদ্দীন আউলিয়৷ ইহলীগ সম্বরণ করেন। এই ব্যক্তির ধৰ্ম্মপ্রচার উদ্দেশু লইয়া বোকাই নগরে আসা অসম্ভব নহে । " অতঃপর দিল্লীনগর হইতে ৮ মাইল পশ্চিমে নিজামবাদ নামক স্থানে তার এক নিজামুদ্দীন আউলিয়ার কবর দৃষ্ট হয়। এই কবরের উপর পারস্ত ভাষায় খোদিত ১৫৬১ খ্ৰীষ্টাব্দের শিল লিপি দেখা যায়। এরূপ প্রবাদ যে ঐ নিজামুদ্দীন হইতেই এই নগরের নাম 'নিজামবাদ’ হইয়াছে। এই ব্যক্তিই বোকাই নগরে আসিয়াছিলেন কিনা কে বলিতে পারে ? ইতিহাস আলোচনায় দেখা যায় খ্ৰীষ্টিয় ষোড়শ শতাব্দীর শেষ কিম্ব মধ্যবৰ্ত্তী সময়ে ৩৬০ জন আউলিয়া डांज्ञउँौ পৌষ, ১৩২• (সাধু পদ্মানদী পার হইয়া পূৰ্ব্ববঙ্গের দিকে আগমন করেন। শ্ৰীহট্ট পৰ্য্যস্ত বিস্তৃত স্থানের প্রায় পরগণায় এক একজন আউলিয়ার সমাধি দেখা যায় । ইহারা ইসলাম ধৰ্ম্ম প্রচারার্থই এতদঞ্চলে আগমন করেন। পূৰ্ব্বোক্ত নিজামুদ্দীন আউলিয়ার সহিত শেষোক্ত নিজামুদ্দীনের অনেকদিনের পার্থক্য হইয় পড়ে। এক্ষণে কোন ব্যক্তি বোকাইনগরে আসেন তাহা অকুমানের উপর স্থির কর। কঠিন। অধিবাসিগণ এই সম্বন্ধে কোন সুস্পষ্ট বিবরণ দিতে পারেন না। আমরা বোকাই নগরের সন্নিকটে একটী নিজামাবাদ গ্রামও দেখিতে পাই । বোধ হয় দিল্লীর নিকটস্থ নিজামাবাদের অনুকরণে ইহার নামকরণ হইয়াছিল। ইহা হইতে শেষোক্ত নিজামুদ্দীন আউলিয়ার কবর—বোকাই নগর শ্ৰীযুক্ত সুরেশচন্দ্র ঠাকুর কর্তৃক গৃহীত।