পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> * > * আপনিই বোধ হয় সমস্ত বন্দোবস্ত করিয়া দেন ?” ”নিশ্চয়ই। সমস্ত দৃশুই আমি নিজে কিম্ব আমার বিশেষ তত্ত্বাবধানে সজ্জিত করাই – আমি প্রথম নেপোলিয়ানের স্বাতন্ত্র্য বিশেষ ভাবে লক্ষ্য করিয়াছি, সমস্ত জীবন ভরিয়া তাহার জীবনের ঘটনাবলী সংগ্ৰহ করিয়াছি।” “আপনি বোধ হয় বিপ্লল সময়ের ইতিহাস বিশেষ ভাবে অধ্যয়ন করিয়াছেন ?” “পুরাতন প্যারিসের ও বিপ্লব সময়ের ইতিহাস আমি বিশেষ ভাবে অধ্যয়ন করিয়াছি। স্থাপত্য শিল্পের উপরও আমার খুব অমুরাগ আছে। কিছুদিন পূৰ্ব্বে আমি "রবাণ পিয়াসের’ আবাসস্থান আবিষ্কার করি।” “আমার বোধ হয় আপনি সাধারণ তন্ত্রকে একটু প্রতির চক্ষে দেখিয়া থাকেন, নিজেকেও বোধ হয় সাধারণতন্ত্রী মনে করেন ?” “না মহাশয়, আমি সাধারণতন্ত্র এবং ইহার কার্য্যপ্রণালী মোটেই প্রীতির চক্ষে দেখি না ।” “রঙ্গমঞ্চের বাস্তবপ্রণালী সম্বন্ধে আপনার মত কি ?” - “এই সম্বন্ধে বহু বাজে কথা শোনা যায়। আধুনিক নাটককারগণ মনে করেন র্তাহারাই একথাটি আবিষ্কার করিয়াছেন। *gÁ EItfN GTGR Stage Realist ছিলাম, Nos Intimes এ আমিই প্রথমে রঙ্গমঞ্চের উপরে (Love scene) প্রেমদৃপ্তের অভিনয় প্রদর্শন করাই। পাণ্ডুলিপি পাঠ ভারতী পৌষ, ১৩২০ করিয়া সমালোচক আপত্তি করিলেন ; আমি তাহাকে বলিলাম-আপনি দেখুন কেমন ভাবে আমি ইহার অভিনয় করাই । সমস্ত প্যারিসব্যাপী একটা আন্দোলন পড়িয়া গেল, অভিনয় দিনে রঙ্গমঞ্চে তিলধারণের ও স্থান রহিল না—আজকাল ইহা অতি সাধারণ ঘটনা বলিয়াই প্রতীয়মান হয় । বাস্তবিকই তৎকালে রঙ্গমঞ্চে ঘটনাবলী অত্যন্ত বিসদৃশ ভাবে সজ্জিত হইত। এখন আর হত্যাদ্ধারা নাট্যশালাকে কলঙ্কিত করা হয় না, সে প্রকার অপ্রীতিকর ঘটনা দৃপ্তান্তরালে সংঘটিত হয়। Racine অথবা Corneille কখনও রঙ্গমঞ্চে হত্য দেথান Fiş | q:= “Thermidor” afēĦS হইতেছিল তখন রঙ্গমঞ্চে—গিলোটিনে মৃত ব্যক্তি বহনের গাড়ী ব্যবহৃত হয় নাই। আমি নাট্যশালার বহুমুদ্র অপ্রতিকর ঘটনাবলী অপসারিত করিয়াছি। আমিই প্রথমে প্রকৃত আসবার পত্রাদি রঙ্গমঞ্চে আনয়ন করি, এবং আমারই অভিনেতাগণ রঙ্গমঞ্চে তামাক ও চুরুট পান করে।” “আপনি বোধ হয় পোষাকপরিচ্ছদ ও দৃশুসজ্জা প্রভৃতির প্রতি বিশেষ লক্ষ্য রাখিয়া থাকেন ?” “নিশ্চয়ই, এ সমস্ত অত্যন্ত প্রয়োজনীয় । আমার নাটকের প্রত্যেক চরিত্র অভিনেতার পোষাক পরিচ্ছদের প্রতি আমি বিশেষ লক্ষ্য রাখি । রঙ্গমঞ্চের উপর আমি যেমন জিনিস রাখিতে চাহি-পূৰ্ব্ব হইতেই তাহার পরিকল্পনা করিয়া রাখি। প্রত্যেক দৃশু কেমন হইবে এমন কি চেয়ার ও সোফাথানি পৰ্য্যন্ত কেমনভাবে বসিবে তাহ স্থির করিয়া