পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, নবম সংখ্যা রাখি। ঐতিহাসিক নাটকের অভিনয়ে এ সমস্ত ঠিক করা অত্যন্ত কষ্টকর।” এস্থলে বলা আবগুক, সা, জগদ্বিখ্যাত ষ্টেজ ম্যানেজার ছিলেন । কোন প্রসিদ্ধ নাট্যকারই রঙ্গমঞ্চের কার্য্যে ইহার সমান ছিলেন না । “যখন আমার নাটকের রিহার্সেল আরম্ভ হয়—তখন আমি থিয়েটারেই বাস কবি । যাহাতে নাটকখানি উত্তমরূপে অভিনীত হইতে পারে মনে প্রাণে তাহারই চিন্তা করি । নাট্যের প্রত্যেক অভিনেতার কার্য্যপ্রণালী, স্বরভঙ্গিম এ সমস্ত পূৰ্ব্ব হইতেই আমি স্থির করিয়া দিই। যত বড় অভিনেতাই হোন্‌ না কেন, কেমন করিয়া কোন্‌কথা বলিতে হইবে আমি সমস্ত নির্দেশ করিয়া থাকি। নাটককার নিজে সঙ্গে থাকিয়া যদি অভিনেতাকে শিক্ষা দেন তবে অভিনয় অতি সুচারুভাবে নিৰ্ব্বাহিত হয়, কিন্তু প্রত্যেক নাটক কাবই জন্মগত সুদক্ষ ষ্টেজম্যানেজার নহেন। বহু বড় নাটককার জানেন না কেমনভাবে তাহাদের নাটক ষ্টেজে নামাইতে হয়, সে কাৰ্য্য তঁহারা অপরের সাহায্যে সম্পাদন করেন। আমার বন্ধুগণ বলিয়া থাকেন যে আমি প্রকৃতিগত একজন অভিনেতা । আমি কোন অভিনেতা বা অভিনেত্রীকে কোন দৃশু কেমন ভাবে অভিনীত হইবে, কোন কথা কেমনভাবে উচ্চারিত হইবে তাহা দেখাইতে ভীত হই না।” “আপনি বোধ করি কোন হাস্তরসিক অভিনেতাকে তাহাদের স্বেচ্ছ অনুসারে আপনার চরিত্রের অভিনয় করিতে দেন না ?” “সে আমি যেরূপ অভিনেতার সহিত সার্দুর নাট্য রচনা , e}} কাৰ্য্য করি তাহার উপরেই নির্ভর করে । তবে আমার কথার সহিত অতিরিক্ত ফাজলামি সংযুক্ত হয়, ইহা আমি ইচ্ছা কৱি ন। ম্যাঃ রেজানি অথবা সারা বার্ণার্ড র্তাহীদের ইচ্ছানুসারে কিছু করিলে নাটকীয় সৌন্দৰ্য্য বৰ্দ্ধিত হওয়া ব্যতীত ক্ষুণ্ণ হয় না।” “আপনি কোন নুতন নাটক রচনার সময় কোন অভিনেতার জন্ত বিশেষভাবে কোন চবিত্রের স্বষ্টি করেন কি ? যখন আপনি La Tosca লেখেন তখন কি সারা বাৰ্ণার্ডের জন্ত বিশেষ ভাবে লিথিয়াছিলেন । “না সেরূপভাবে আমি কোনও চরিত্র স্বষ্টি করি নাই । ইহা ঠিক যে একজন ভাল অভিনেতার সাহায্যে নাটক খুব উংড়াইয়া যায় । কিন্তু আমি সমান্ত অভিনেতার প্রতিও সমান দৃষ্টি রাখি– ২ সমবেত শক্তি ব্যতিরেকে একখানি নাটক কখনও ভালরূপে অভিনীত হইতে পারে না । La Tosca qxs Fedora Es; 5fgè আমি কোন বিশেষ অভিনেত্রীর জন্ত লিখি নাই—তবে অভিনেত্রীগণই এ দুই চরিত্রকে র্তাহীদের নিজের করিয়া লইয়াছেন।” “রমণী এবং পুরুষ—কমেডিয়ান হিসাবে কাহাকে আপনি উচ্চ স্থান প্রদান করেন ?” “রমণীকে নিশ্চয়ই। আমার ধারণা কমেডি অভিনয়ে তাহারা পুরুষদিগের অপেক্ষা শ্রেষ্ঠ।” “আপনি বোধ হয় ফরাসী দেশীয় Conservatoire Hitoto Hots sto বিবেচনা করেন ?” তদুত্তরে সার্দু, বলিলেন, “ন আমি বরঞ্চ উহাকে ঘৃণা করি। ইহাতে অভিনেতা অভিনেত্রীর কিছুমাত্র শিক্ষা হয় না, ফরাসী