পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জর্মাণ বিশ্ববিদ্যালয়ের কারাগৃহ (Mark Twaingā West gère ) জৰ্ম্মীণীতে বিদ্যালয়েব ছাত্রদেব বড় সন্মান । ছাত্র কোনও অপবাধ কবিলে সাধারণ বিচারালয়ে তাহাব বিচাব হয় না,—সে বিচাব করেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। সহরে হয়ত কোনও ছাত্র শাস্তিভঙ্গ কবিবার অপরাধে পুলিশ কর্তৃক ধৃত হইল কিন্তু যে মুহূৰ্ত্তে শান্তিরক্ষক জানিতে পাবিল তাহাব গ্রেপ্তাবী আসামীটী বিদ্যালয়েব ছাত্র অমনি সে সসম্মানে তাহাকে তিনবার নমস্কার করিয়— তাহার নাম ধাম বিনীত ভাবে জানিয়া লইয়৷ অন্তমুখী হইল। জৰ্ম্মীণীতে বিদ্যালয়ের ছাত্র দের এত সন্মান । যথাসময়ে ঘটনাট অবশু বিদ্যালয়ে কর্তৃপক্ষদের গোচরীভূত করা হয়—ৰ্তাহারাও অপরাধীকে বিচারানুযায়ী শাস্তি প্রদান করেন। অপবাধীকে বিচার স্থলে উপস্থিত করিরার জন্ত কোনও চেষ্টা করা হয় নাতাহার অনুপস্থিতিতেই সাধারণতঃ বিচার কাৰ্য্য নিৰ্ব্বাহ হইয়া থাকে। তারপর বিদ্যালয়ের পুলিশ একদিন হয়ত অপরাধীর দরজায় গিয়া উপস্থিত। সম্মতি লই ভিতবে প্রবেশ করিয়া—সে সম্মিতবদনে বিনয়ের সহিত নিবেদন করে— “আমি এসেছি—আপনাকে কারাগারে নিয়ে যেতে । অনুগ্রহ ক’রে আমীর সঙ্গে এলে বাধিত হ’ব ।” “বটে, তা . আমি ত এরূপ প্রত্যাশ করি নাই—আমি কি করেছি বল ত ?” “দু সপ্তাহের কথা—আপনি শহরে শাস্তি ভঙ্গ করেছিলেন।” “ওঃ, মনে হয়েছে। তা সেজন্ত আমি বুঝি অভিযুক্ত হয়েছিলাম-আমার বিচার হয়েছে—আমি দণ্ড পেয়েছি ?” “আজ্ঞে, তাই । আপনার দু’দিনের— নির্জন কারাবাস দণ্ড হুকুম হয়েছে।” “কিন্তু-অামি ত আজ যেতে পারছি Fil ?” “কেন—তা’ কি বলবেন দয়া করে।” "Rof SfS Engagement ECE একটা ।” "তা হ’লে কাল যেতে পারবেন—বোধ इग्न ?” “ন, কাল আমার “অপেরা” দেখতে যাওয়ার কথা আছে।” “শুক্রবার কি আসতে পারবেন তা হলে ।” “( চিন্তিত ভাবে ) শুক্রবার—শুক্রবার রোস, দেখছি। বোধ হয়—সেদিন আমার বিশেষ কোনও কাজ নেই।” “তবে—সেদিন আপনাকে ক’রতে পারি বোধ হয় ?” “আচ্ছ—তাই হবে।” । “१श्छदोंल-नप्रश्नांद्र (* “নমস্কার ” তারপর স্বেচ্ছায় অপরাধী নিৰ্দ্ধারিও দিবসে কারাদণ্ড গ্রহণ করিল। প্রত্যাশা