পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ጏ¢ >Wy ছাগ ও মেঘই পশুপাল জাতির প্রধান পালিত পশু । পুরাতত্ত্ববিদুদিগের অনুসন্ধানে প্রকাশিত হইয়াছে যে আর্য্যদিগের একশাখা মেষপালক (shepherd) ছিল এবং তাহার। আফগানিস্থান হইতে ভারতে প্রবেশ করিয়াছিলেন। এখানে আমরা ডাক্তার রাজেন্দ্রলাল মিত্রের একটা মন্তব্য প্রদান কবিCoso :“—and on the other, the expulsion of the bulk of the shephcrd tribe from Afganistan with their pantheon headed by Indra and the cultus which required animal sacrifies and of fermented liquers. These later are the ancesters of the Brahmanic Aryans. In India they found a congenial peaceful home.” Rajendra Lal Mitra's Indo-Aryans. article XX Primitive Aryans. “পক্ষান্তরে আফগানিস্থান হইতে বিতাড়িত অধিকাংশ মেষপালক জাতি র্তাহীদের ইন্দ্র প্রধান দেবগণ এবং পশুবলি ও মাদকদ্রব্যের আহুতিবিশিষ্ট ধৰ্ম্মানুষ্ঠান সহ এদেশে আগমন করেন। ইহারাই ব্রাহ্মণ আৰ্য্যদিগের আদিপুরুষ। ভারতবর্ষে তাহারা মুখকর শান্তিপূর্ণ বাসস্থান প্রাপ্ত হইয়াছিলেন।” লৈদিক গান্ধীর বা বর্তমান কান্দাহার যে রোমপ্রচুর মেঘের জন্ত বিখ্যাত ছিল ঋগ্বেদের স্বাক্ত হইতেই তাহার প্রমাণ পাওয়া যায় अथ : “সৰ্ব্বমান্সি রোমশী গঙ্গারণামিবাবিক "৭

  • * ১২৬ স্বত্ত ১ম মণ্ডল ।

छfब्रडी পৌষ, ১৩২০ “আমি গান্ধীরদেশীয় মেষীর স্তায় লোমপূর্ণ ' s পূর্ণাবয়ব।” রমেশবাবুর ঋগ্বেদানুবাদ ৫৫ পৃঃ । মধ্য আসিয়ার তৃণক্ষেত্রে বৈশুদিগের আদিবাস ছিল বলিয়াই তৃণজাতীয় শণের স্বত্রদ্বারা তাহীদের যজ্ঞোপবীত নিৰ্ম্মিত হইত বলিয়া উল্লেখ পাওয়া যায় । এতদুপলক্ষে ব্রাহ্মণ ও ক্ষত্রিয় জাতির সম্বন্ধে মনুসংহিতার বিববণ হইতে কোন ঐতিহাসিক সত্য লাভ করা যায় কিনা বিবেচনা করিয়া দেখিতে হইবে। ব্রাহ্মণ ও ক্ষত্রিয় ব্রহ্মচাবীব যে মৃগচৰ্ম্ম উত্তরীয়রূপে ব্যবহৃত হওয়ার উল্লেখ পাওয়া যায় তাহ হইতে আমরা তাহাদিগের উত্তরকুরুবাসের প্রমাণ প্রাপ্ত হই বলিয়াই মনে করিতে পারি। বর্তমানে যেমন আমরা উত্তর মেরুতে মৃগজাতি বিশেষের ( Reindeer) বাসের কথা জানিতে পারি অতি পুরাকালেও যে তথায় তদ্রুপ মৃগজাতির বাস ছিল তাহ সম্পূর্ণ সম্ভবপবই বোধ হয়। বর্তমান উত্তরমেরুবাসিগণ যেমন পশুচৰ্ম্ম বস্ত্ররূপে ব্যবহার কবেন- উত্তরকুরুবাসী আৰ্য্যগণও তদ্রুপ মৃগচৰ্ম্ম পরিতেন এবং উত্তরমেরুবাসিদিগেরই ন্তায় তাহারা মৃগ মাংসও ভোজন করিতেন । সম্ভবতঃ এইজন্তই মৃসমাংস আমাদের শাস্ত্রে এরূপ পবিত্র ও প্রশস্ত মাংস বলিয়। বর্ণিত হইয়াছে। • 8 বর্তমান ভূগোলে আমরা মধ্য-আসিয়ার যে সমস্ত পশুজাতির উল্লেখ পাই—তাহাদের মধ্যেও হরিণ, ছাগ ও মেষের স্পষ্ট উল্লেখই দেখা যায় । 象 “on the plateau of the interior