পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, নবম সংখ্যা ruminating animals, such as camel, ox, deer, goat, sheep &c. are chiefly found, yak is used as a beast of burden”. Longmans “The World with further treatment of India.” P, б2. “মধ্য-আসিয়ার সমতলক্ষেত্রে প্রধানতঃ উষ্ট্র, বৃষ, মৃগ, মেষ প্রভৃতি জাতীয় বোমন্থক জন্তু দেখিতে পাওয়া যায়। চমবী গাই ভারবাহী পশুরূপে ব্যবহৃত হয় ॥” ব্রাহ্মণ ও ক্ষত্রিয় ব্রহ্মচাবীব যজ্ঞোপবীতের উপাদানে যে মূঞ্জ ও মুৰ্ব্ব তৃণের উল্লেখ পাওয়া যায় তাহ আমরা উত্তবকুকজাত উদ্ভিদবিশেষ বলিয়াই মনে কবি । আধুনিক ভূগোলেও আমরা উত্তরমেরুতে (Artic zone) ক্ষুদ্র গুল্ম ও অপুষ্প উদ্ভিদের (dwarf shrubs, liehens) Staе сиtates পাই। } উপনয়নের দ্যায় চুড়াকবণ গোদান ও সমালোচনা ు e ని বিবাহও বৈদিক সংস্কার। সুতরাং উপনয়নের সম্বন্ধেও আমরা যেরূপ উত্তরায়ণের বিধি প্রাপ্ত হই পূৰ্ব্বোক্ত বৈদিক সংস্কারসমূহের সম্বন্ধেও আমরা তদ্রুপ বিধি পাওয়ায় আশা কবিতে পাবি। শাস্ত্রে এই সমস্ত সংস্কারের কাল সম্বন্ধে অতি সুস্পষ্টরূপেই উত্তরায়ণের উল্লেখ বহিয়াছে। “উদগায়নে আপুৰ্য্যমাণেপক্ষে কল্যাণে নক্ষত্রে চূড়োপনয়ন গোদান বিবাহঃ ॥” অপুর্য্যমাণে পক্ষে শুক্লপক্ষে । ইতি শব্দকল্পদ্রুমধৃত অশ্বিলায়ন । “উত্তরণয়ণে শুক্লপক্ষে শুভনক্ষত্রে চূড়া, উপনয়ন, গোদান ও বিবাহ কৰ্ত্তব্য ॥” এই প্রকার বৈদিক সংস্কারের সহিত উত্তবায়ণের যোগ ভারতীয় আর্য্যদিগের উত্তরকুরুবাসেরই যে ইতিহাস আমাদিগকে স্মবণ কবাইয়া দিতেছে তাহা আমব বুঝিতে পাধিতেছি । শ্ৰীশীতলচন্দ্র চক্রবর্তী । সমালোচনা গৃহিণীর কর্তব্য –ঐযুক্ত আনন্দচন্দ্র সেন গুপ্ত প্রণীত । শ্ৰীনগেন্দ্রমোহন সেন গুপ্ত কর্তৃক প্রকাশিত। কলিকাতা, বণিক প্রেসে মুদ্রিত। ষষ্ঠ সংস্করণ। মূল্য এক টাকা মাত্র। এই গ্রন্থে বঙ্গীয় রমণীগণের গৃহধৰ্ম্ম-শিক্ষোপযোগী দশটি উপদেশ বিবৃত ও আলোচিত হইয়াছে। মহিলীগণ যাহাতে গৃহধৰ্ম্মের গুরুত্ব ও দায়িত্ব বুঝিয়া সংসারে স্বচ্ছন্দ ও শাস্তি আনিতে পারেন, সেই উদ্দেষ্ঠে, পতি, পরিবারবর্গ, অতিথি অভ্যগত প্রভৃতিদিগের প্রতি র্তাহাদিগের কৰ্ত্তব্য,—মিতব্যয়িতা ও সঞ্চয়, রন্ধন ও পরিবেষণ, শৃঙ্খলা ও সৌন্দৰ্য্য, সন্তানপালন ও স্বাস্থ্যবিধান, সন্তানের শিক্ষা ও চরিত্রগঠন—এই অতি-প্রয়োজনীয় বিষয়গুলি-সম্বন্ধে গ্রন্থকার আলোচনা করিয়াছেন। তাহার তালোচনীয় চিন্তাশীলতার পরিচয় পাইলাম, আলোচনার পদ্ধতিটিও বেশ স্বগৃঙ্খল। লেখকের ভাষাও সহজ, সাধু হইয়াছে। অল্প-শিক্ষিত রমণীগণের পক্ষে কোথাও জটিল বা + The World with suller treatment of India.” Longmans, Green and Co. p. 5. } o