পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

うosb তীরে বসিয়া বলিলেন—“আমার মত সাহসী ও শক্তিশালী ‘র’ আর পৃথিবীতে কেহ নাই।” তাহার কথা শেষ হইতে না হইতেই একটা কাক তাহার মাথার উপর মলত্যাগ করিয়া উড়িয়া গেল। এই ব্যাপারে বেয়াদপ কাকটার উপর তিনি বড়ই চটিয়া গেলেন এবং তৎক্ষণাৎ কাকটাকে যেরূপেই হউক ধরিয়া আনিতে আদেশ করিলেন, ‘রাজার অ{দেশে তৎক্ষণাৎ কাকের পশ্চাতে লোক ছুটিল — বহুলোকের তাড়া খাইয়া কাকট প্রথমত মনোওয়াব, পরে নদী পাব হইয়া দানিয়ার গ্রামে উপস্থিত হইল ; কিন্তু তখন পৰ্য্যন্ত লোক তাড়াইয়া আসিতেছে দেখিয়া কাকটা দানি গুর নালাতে আসিয়া উপস্থিত হইল । তথায় ‘র’এর অনুচবগণ দেখিল যে একটি স্ত্রীলোক মার্কহোঁর পশুর মাংস জলে ধুইতেছে, তাছার নিকট হইতে একখণ্ড মাংস লষ্টয়া তাঙ্কার প্রলোভনে বশ করিয়া হতভাগ্য কাকটাকে ধরিয়া ফেলিল । ‘র’এর নিকট কাকটাকে অনা হইলে, কি জন্ত সে গিলগিটের প্রবল পরাক্রান্ত ‘র’এর মাথায় মলত্যাগ করিয়াছে’ এই প্রশ্ন পার্থীটাকে জিজ্ঞাসা করা হইল । কাকটা উত্তর কবিল—যে তোমার গৰ্ব্বে আমায় হাসি পাইয়াছিল। কারণ छूमि যে স্থানে দাড়াইয়া এরূপ গৰ্ব্ব করিতেছিলে সেই স্থানেই একজন তোমার অপেক্ষা শক্তিশালী বীরের সমাধি দেওয়া হইয়াছিল । সেই স্থানটা খুড়িয়া দেখিণে একটি অক্ষুবী পাইবে, অঙ্গুরীটি দেখিলেই বুঝিতে পরিবে যে সে তোমার অপেক্ষ কত অধিক শক্তিশালী ছিল । * , ভারতী পৌষ, ১৩২০ র তৎক্ষণাৎ সেই স্থানটি খুঁড়িতে আদেশ দিলেন। খুড়িতে খুঁড়িতে একটি আঙটি পাওয়া গেল ; সেই অঙ্গুরী দেখিয়া ‘র’ অবাক হইয়া গেলেন, তিনি দেখিলেন যে, তাহার সর্বশরীরট অঙ্গুরীটিব মধ্য দিয়া অনায়াসে গলিয়া যাইতে পারে । ‘র’ তখন সন্তুষ্ট হইয়া সুপাচ্য আহাৰ্য্যে কাকটিকে পরিতৃপ্ত করিয়া মুক্ত করিয়া দিলেন । সুমালিকের সাহস কথিত আছে যে ‘সুমালিক’ নামক একজন ‘বা’ গিলগিট ছিলেন, তিনি তাহার ভগিনীর বিবাহের যৌতুক স্বরূপ ইয়াসীনের শাসনকর্তা ফরমাইসকে একটা কুকুর প্রদান করেন । বাদ থাসানের * তাজমোগল, যখন গিলগিট আক্রমণ করিবার অভিপ্রায়ে ‘দারকোট’ নামক স্থানে আসিয়া উপস্থিত হন তখন ফরমাইস একখানি পত্র লিখিয়া রা’ সেই কুকুরটাব গলায় বাধিয়া গিলগিট অভিমুখে কুকুরটাকে ছাড়িয়া দেন। পাচঘণ্টার মধ্যে কুকুব আসিয়া গিলগিট হাজির হইল । সুমালিক সেই পত্রপাঠ করিয়া ভগিনীপতির সাহায্যের নিমিত্ত একদল দক্ষ সৈন্ত প্রেবণ করেন, উভয় পক্ষে ব সৈন্ত সমূহ একই সময়ে ইয়াসিনে উপস্থিত হইয়া নদীব উভয় পারে শিবির সন্নিবেশ করিল। “মঙ্গলের” সৈন্তগণ পথশ্রমে কিছুমাত্র ক্লান্ত হয় নাই সুতরাং অনতিবিলম্বে শত্রুসৈন্ত আক্রমণ করিতে তাহার ব্যস্ত হইল। এদিকে গিলগিট হইতে ইয়াসীনের সৈন্তগণ কেবলমাত্র সেইদিন ইয়াসীনে