পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৩০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> eNB) e পেট কাটিয়া বাছিাট বাহির করিলেন। মীর এই তালিকার ঘোড়া লাভে সন্তুষ্ট হইয়া তাহাকে বিশেষ রূপে পুরস্কৃত করিয়া তৎসঙ্গে একটা উপাধি প্রদান করিলেন। ক্রমে ‘রা’ এর যত্নে ঘোড়াট বড় হইতে লাগিল। রী ঘোড়াটকে লইয়া ময়দানে শিক্ষা দিতেন এবং ক্রমে শিক্ষার গুণে ঘোড়াট এরূপ হইল যে ‘র’ তাহাতে চড়িয়া চার ঘণ্টায় ১০০ মাইল ঘুরিয়া আসিতে সমর্থ হইতেন। একদিন সুমালিক মীরকে বলিলেন যে ঘোড়াট এখন চড়িবার উপযুক্ত হইয়াছে সুতরাং শুভদিন দেখিয়া একটী সভা করুন এবং নুতন ঘোড়ার উপর উঠিয়া একবার পরীক্ষা কবিয়া দেখুন। দরবারের জন্ত দিন নির্দিষ্ট হইল,—দেশের যত সন্ত্রান্ত ব্যক্তি ও রাজকৰ্ম্মচারী আসিয়া উপস্থিত হইলেন—লোকে লোকরণ্য হইল। সেই দিন ঘোড়াটাকে উত্তম রূপে স্নান করাইয়া স্বর্ণ পরিচ্ছদে সজ্জিত করিয়া দরবারে অনিয়ন করা হইল। সুমালিক ও সেদিন একটা উৎকৃষ্ট পোষাক পরিলেন। দরবার স্থলে ঘোড়াটকে আনিলে পব মুমালিক ঘোড়াটীয় দ্রুত গমন শক্তি সৰ্ব্বসমক্ষে দেখাইবার জন্ত মীরের নিকট অনুমতি প্রার্থনা করিয়া অশ্বপৃষ্ঠে উপবেশন পুৰ্ব্বক মীরকে কহিলেন— - “যাহাকে তোমরা বন্দী করিয়া আনিয়াছিলে সেই আমিই গিলগিটের র স্বমালিক : এক্ষণে তোমার ঘোড়ায় চড়িয়া আমি পুনরায় দেশে ফিরিয়৷ চলিলাম। তোমার সাধ্য থাকে আমাকে ধর ; বিদায়-বিদায়।” এই কথা বলিয়৷ সুমালিক অশ্বসহ দরবার হইতে অদৃশু হইয় গেলেন । নীরের সৈন্তগণ চারিদিকে ছুটিয়া চলিল কিন্তু ভারতী পৌষ, ১৩২০ ‘র’কে ধরে কার সাধ্য ! কেবল এক ব্যক্তি সুমালিকের পশ্চাৎ ত্যাগ করিল না । তাহ। দেখিয়া সুমালিক অশ্বপৃষ্ঠ হইতে অবতরণ করিয়া সেই ব্যক্তির আগমন প্রতীক্ষায় দাড়াইলেন। মীরের সৈনিক নিকটে আসিলে রী কহিলেন – "তোমার মত একজন লোকের পক্ষে আমাকে বন্দী করা অসম্ভব, কেন বৃথা প্রাণ হারাইবে, ফিরিয়া যাও। : তবে তোমাকে বলিয়া দিতেছি যে তোমার ঘোড়াও যদি তালিকার ঘোড় হয় তবেই আমাকে ধরিতে পারে। নচেৎ অন্য কোন অশ্বের সাধ্য নাই যে আমার অনুসরণ করে। মীবেব সৈন্ত তাঙ্গর কথায় অত্যন্ত মুখী হইয় ফিরিয়া গেল এবং মীরের নিকট গিয়া আপন অক্ষমতা জানাইল । দারকোট পথে সুমালিক পৌছিয়া দেখিলেন যে ফবমাইস র্তাহার ভগিনীর উপর অতিশয় উৎপীড়ন আরম্ভ করিয়ছে। কারণ ফরমাইস্ মনে করিয়ছিল যে সুমালিক আর আসিতে পাধিবে না সুতরাং তাহার আবে কোন ভয় নাই। সুমালিক ফরমাইসকে যথেষ্ট শাস্তি প্রদান করিয়! গিলগিট অভিমুখে যাত্রা করিলেন। পথি মধ্যে এক জন বৃদ্ধ লোক তাহাকে কয়েকটা উপদেশ দান করিলেন। কাবণ সুমালিক ক্রদ্ধ হইলে বুদ্ধিহার হইতেন ইহা সেই বৃদ্ধ লোকটর জানা ছিল। বৃদ্ধ তাহাকে বলিয়া দিলেন যে—তুমি ক্রোধান্ধ হইয়া হস্তস্থিত অস্ত্রদ্বারা কাহাকেও আঘাত করিও না—অপর অস্ত্র অন্বেষণ করিয়া তাহ দ্বারা আঘাত করিও । মুমালিক সেই বৃদ্ধের উপদেশ মত চলিতে স্বীকৃত হইলেন। সুমালিক গিলগিটে উপস্থিত হইয়