পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৩৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, দশম সংখ্যা দেখিলেন, বাজিরাও বল্লম স্কন্ধে দুই হাতে জুয়ারীর দানা ভাঙ্গিয়া চিবাইতে চিবাইতে অশ্বপৃষ্ঠে সামান্ত সেনার মত চলিয়াছেন, এই ভাবে তাহার ছবি তোলা হইল । বাজিবাওয়ের তিন পুত্র, তন্মধ্যে জ্যেষ্ঠ বালাজী তাহার উত্তবাধিকারী । তাহার দ্বিতায় পুত্র রঘুনাথরাও ( রাঘোব ) মহারাষ্ট্রে যে অপূৰ্ব্ব নাট্যাভিনয় করিয়া গিয়াছেন তাহাই রাজ্যনাশের মূল। রাখোবার পুত্র দ্বিতীয় বাজিরা ও পিতার কার্য্য শেষ করিয়া র। জ্যের সমাধি স্বহস্তে প্রস্তুত করেন । নানা সাহেব বালাজীর অপর নাম নানা সাহেব । নানার রাজত্বকালে মহারাষ্ট্রবল মোগল রাজ্যে প্রবেশ করিয়া তাহার হৃৎকম্প উৎপাদন করে। ১৭৪১-৪২ সালে নাগপুর শাখার সেনাপতি ভে সিল বাঙলায় মুরসিদাবাদ পৰ্য্যস্ত লুটপাট করিয়া ফিরিয়া আসেন। আমাদের শিশু ঘুমপাড়ানী গান আর "মারাঠা ডিচ” নামক নগর সংরক্ষণী বগীদের উৎপাতের স্মৃতিচিহ্ন অদ্যাপি বর্তমান । ১৭৫১ সালে নবাব আলিবর্দির নিকট হইতে র্তাহার বাঙ্গলার চেীথ ও উড়িষ্যার অধিকার লাভ করেন । জলদসু্য আঙ্গে, নানার শাসন কালে ইংরাজের জলদস্ল্য আঙ্গে দমনে পেশওয়ার সহযোগিতা করেন। পূৰ্ব্বে সমুদ্রের উপর জিঞ্জির নবাবের আধিপত্য ছিল । মোগল সাম্রাজ্য পতনের পর মারাঠা সর্দার আঙ্গে, তাহার স্থান আমার বেম্বাই প্রবাস So & অধিকার করেন । হইতে পৰ্য্যন্ত কানোজী হইতে রাদোজী পৰ্য্যন্ত, আঙ্গে বংশের আধিপত্য কাল। রাঘোজীর মরণানস্তর তাহার বংশ লোপ পাইয়া ডালহৌসী রাজনীতি অনুসারে অঙ্গেরাজ্য ইংরাজ হস্তগত হয়। আঙ্গের হস্তে ইংরাজদেরও অনেক কষ্ট ভেণি করিতে হইয়াছিল । ১৭২৪ ও ১৭৫৪ মধ্যে দুই ইংরাজ রণতরী আঙ্গে কর্তৃক ধৃত হয়। কলিকাতাবাসীগণ যেমন বৰ্গীদের উৎপাত ভয়ে সহরের চারি দিকে গৰ্ত্ত খনন করিয়া সুরক্ষিত হন, বম্বের বণিকগণও আঙ্গে র আক্রমণ শঙ্কায় সেইরূপ উপায় অবলম্বন করিতে বাধ্য হইয়াছিলেন। ১৭৫৫ সালে কানোজীর পুত্র তুলাজাকে দমন করিবার জন্ত ইংরাজের পেশওয়ার সহিত যোগ দেন ; পর বৎসরে সুবর্ণদুর্গ ও বিজয়দুর্গ তাহার প্রধান দুই দুর্গ বিজিত হয় । সুবর্ণদুর্গ হারাইয়া তুলাজী সাগরপরিরক্ষিত বিজয়দুর্গের আশ্রয় গ্রহণ করিলেন। অtডমিরল ওয়াটসন ও কর্ণল ক্লাইব । মিলিয়া, ওয়াটসন জলে ক্লাইব স্থলে, আক্রমণকরত দুর্গ দখল করেন। অতঃপর ইংরাজ গবর্ণর বিজয়দুর্গ লাভ লালসে পেশওয়াকে বিস্তর অনুরোধ করেন কিন্তু তাহ যদিও পাইলেন না, তৎপরিবর্তে বোম্বায়ের দক্ষিণস্থ বাঙ্কোট ও অপর কতকগুলি গ্রাম উপাৰ্জ্জনে ক্ষতিপূরণ করিয়া লইলেন। অপিচ পেশওয়ার নিকট হইতে এইরূপ বচন পাইলেন যে ওলন্দাজের মহারাষ্ট্র রাজ্যে প্রবেশ ও বাসের অনুমতি পাইবে না তাহদের বাণিজ্য পর্য্যস্ত. বন্ধ করিয়া দিবেন। পোর্বুগলের পতন ও মারাঠীদের সহিত উক্তরূপ সান্ধ স্থাপনবশতঃ సిసి తి > b 8 о