পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৩৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ry ৪ গোছা তামাক দেওয়া হয় । কিন্তু তাহার ক্ষুদ্র মস্তিষ্কে এই হিসাবটুকু প্রবেশ করে না । তৎপরে একটি মেঘ লইয়া তাহার মূল্যস্বরূপ ২ গোছা তামাক দিয়া পুনরায় আর একটি মেষ লইয়া তাঙ্গার মূল্যস্বরূপ ২ গোছা তামাক দেওয়া হয় । এই প্রকারে সে তখন হিসাব বুঝিতে পারে। (৪) ব্ৰেজিলের কয়েকটা আরণ্যক জাতি তিনের কোন উৰ্দ্ধসংখ্যা প্রকাশ করিতে হইলে ‘অনেক’ অর্থবোধক বাক্য ব্যবহার করে । হাৰ্ব্বাট নদবাসী অষ্ট্রেলিয়েরাও ঐরূপ করিয়া থাকে। ফিউগান জাতিদিগের গণনা মাত্র তিনটি বাক্যে পৰ্য্যবসিত, যথা—কাওনক্লি—১, কম্পাইপি— ২, মাতেন—৩। পেরুর কাম্পাস জাতি এইরূপে গণনা করিয়া থাকে, যথা:– পৈত্রিয়ো-১, পিত্তেম-২, মাহুইমি—৩ ; এতদূৰ্দ্ধ কোন সংখ্যা ব্যক্ত করিতে হইলে তাহার ১, ৩ : ১, ১, ৩ এইরূপ ভাবে এবং মোট সংখ্যা অঙ্গুলিসঙ্কেতে প্রকাশ করিয়া থাকে। তবে দশের বেশী কোন নির্দিষ্ট সংখ্যা তাহদের ধারণাতীত, এবং দশকে ‘অনেক’ অর্থবোধক বাক্যের দ্বারা ব্যক্ত করে। (৫) ‘বিরাদরোই’র অষ্ট্রেলিয়ান জাতির তিনের বেশী সংখ্যাষ্ঠোতক কোন শব্দ নাই। ‘৪’ এই জাতির নিকট অনেক’ এবং ৫ ‘খুব বেশী’। দিপ্পিল, কামিলরোই, আদিলেন, তারাবুল, পশ্চিম অষ্ট্রেলিয়া তাসমানিয়া ইত্যাদি জাতিগুলিও প্রায় ঐক্ষপ । ইহার মধ্যে অনেকে ‘৪’ এই ভারতী মাঘ, ১৩২• ११j| *२-२* दl *२ cछांफ़' ७द९ ¢ *२-७* কিম্বা ‘২-২-১” এই ভাবে প্রকাশ করে । Encounter Bay gifs ‘s’ Hesji FIF কুরো-কুকো’ অর্থাৎ ‘২-২-২’ এই বাক্যের দ্বার প্রকাশ করে । Amazonবাসী ইয়কে জাতি তিন সংখ্যা ব্যক্ত করিতে এক বিকট ংষ্ট্রাভেদী শব্দ উচ্চারণ করে, যথা "পোয়েততারুরারোরিনকোয়ারোয়াক” ; এই সম্বন্ধে যথার্থই বলিয়াছেন for those who have La Condemaine “Happily dealings with them, their arithmetic goes no further.” (9) এইরূপে দেখা যায় যে, যে সকল অসভ্য জাতি মানব সম্প্রদায়ের সর্বনিম্নস্তরে অবস্থিত তাহাদের সংখ্যান্তোতক শব্দ একটি বা দুইটি আছে ; তদুৰ্দ্ধ কোন সংখ্যা তাহদের নিকট ‘অনেক’। এই সকল জাতি অপেক্ষ যাহারা একটু উন্নত হইয়াছে তাহদের শব্দকোষে মাত্র তিনটি সংখ্যাবাচক শব্দ পাওয়া যায়। যাহারা সভ্যতার দিকে আরও একটু অগ্রসর হইয়াছে তাহার প্রায় পাচ পৰ্য্যস্ত গণিতে পারে। প্রায় দেখিতে পাওয়া যায় যে, যে সকল জাতি সংখ্যাগণমায় "৩" এর সীমা অতিক্রম করিয়াছে তাহার হস্তের অঙ্গুলির ংখ্যানিদর্শনে পাচ পৰ্য্যন্ত গণনা করিতে সক্ষম হয়। তবে এরূপ কতিপয় জাতিও দেখিতে পাওয়া যায় যাহাদের গণনার উৰ্দ্ধসীমা *৪’ ( ৫ পৰ্য্যন্ত পৌছায় নাই)। দক্ষিণ আমেরিকার টুপিদিগের ৪টি সংখ্যাবাচক (*) Wallace: Darwinism. (*) Wiener : Perou et Bolivie. (*) Voyage de la Riviere des Amazons.