পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৪০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্য, দশম সংখ্যা শব্দ আছে যথা –ওয়িপি—১, মোকোই—২, মোসাপিরা–3, এবং এরান্দি ৪ (৭) ম্যাকারে হ্রদবাসী অষ্ট্রেলিয় জাতির ‘ওরান’এর বেশী ংখ্যা নাই ( ওরান—৪ ) ; তবে তাহীদের মধ্যে একটি বাক্য ব্যবহৃত হয় যাহার অর্থ *বহুৎ বহুৎ” অর্থাৎ অসংখ্য । সেই বাক্যটি “কঁাঙোল—কাঙোল” এইরূপ ভাবে উচ্চারিত হইয়া থাকে । তাসমানিয়াবাসীদিগের ৪’এর অধিক কোন সংখ্যা নাই, তবে "৫" এর জন্ত একটা যৌগিক শব্দ ব্যবহার করিয়া থাকে, যথা :-"পাগান--অ]–মারা”— ৪ + ১ । কতিপয় অসভ্যজাতি হস্তের অঙ্গুলি সাহায্যে ১০ পর্য্যন্ত গণিতে পারে। জুলুগণ দশ পর্য্যন্ত গণিতে সমর্থ। উত্তর পশ্চিম আমেরিকাবাসী আহ টজাতি এবং দক্ষিণ আমেরিকার কৃতকগুলি জাতি ঐ দশ পৰ্য্যন্ত গণিতে পারে । ঈষদুন্নত কতিপয় জাতি, যথা এস্কুইমাক্সজাতি, হস্তপদাদির অঙ্গুলি সাহায্যে বিংশতি পৰ্য্যন্ত গণনা করিতে সক্ষম । (৮) পুরাতত্ত্ববিদ্‌ পণ্ডিতগণ সাধারণতঃ অসভ্য জাতিদিগের গণনার তিনটি সীমা নির্দেশ করিয়া থাকেন, যথা –৫, ১০, ১০০ । কোন অসভ্য সহজেই এক হস্তের অঙ্গুলির নিদর্শনে ৫ পৰ্য্যন্ত গণিতে পারে । যাহাদিগের বুদ্ধি একটু বিকশিত হইয়াছে এবং যাহার পারিপাশ্বিক অবস্থার পরিবর্তনে একটু বিস্তৃত গণনার আবশুক বোধ করে, তাহার দুই হস্তের অঙ্গুলি সাহায্যে দশ গণিয়া থাকে । যে সকল জাতি হস্ত পদাদির অঙ্গুলির সংখ্যা নিদর্শনে ২০ পর্য্যন্ত গণিতে পারে তাহার। প্রায়ই ১০০ পৰ্য্যন্ত গণিতে সমর্থ হয়। আদিম জাতির সংখ্যাগণনা >>&ぬ প্রত্নতাত্ত্বিকগণ অসভ্যতারও একটা সীমা নির্দেশ করিয়া দিয়াছেন, কোন জাতি অসভ্যাবস্থায় কখনও এক সহস্রের অধিক ংখ্যা গণনা করিতে সক্ষম হয় না ’ । আধুনিক সুসভ্যজাতিদিগের গণনারীতি পৰ্য্যালোচনা কৰিলে দেখা যায় ষে তাহীদের অসভ্যাবস্থায় তাহার এক সহস্ত্রের অৰক ংখ্যা গণিতে পারিত না. , ইংরাজি *|†al of 3 million, billion, trillion, ইত্যাদি শব্দগুলি বিশুদ্ধ Saxon নহে । ভাষান্তর হইতে গৃহীত হইয়াছে। Thousand —o, One, Two, Thaee, Ten, hundredegą Els freạ Saxon l Goffa, স্কান্দিনেভিয়ান, ফ্রেঞ্চ প্রভৃতি জাতি সম্বন্ধেও এ কথা প্রযুজ্য । কিন্তু চীন, সংস্কৃত, আজটেকু ভাষার সমস্ত সংখ্যান্তোতক শব্দগুলি নিজস্ব। পূৰ্ব্বে লাটিনদিগের উৰ্দ্ধসংখ্যা mille ( ১,০০০ ) এবং গ্রীকদিগের ১০,০০০ ছিল। অধুনা মলয়বাসীদিগের সংখ্যাগণনার উদ্ধ মীমা ‘রিবু অর্থাৎ ১,০০০ পৰ্য্যন্ত । ল্যাপল্যাণ্ডবাপীদিগের গণনায় সৰ্ব্বোৰ্দ্ধসংখ্যা ঝিওয়েট্‌” এবং আসজাতির ‘সিয়াদ অর্থাৎ একশত। আবিসিনিয়েরা, উত্তর আফ্রিকার কতিপয় জাতি ১,০০০ পৰ্য্যন্ত গণনা করিতে পারে। সাধারণতঃ জাতির আদিমাবস্থায় গণনাশক্তি লুপ্তকল্প হইলেও বুদ্ধির ক্রমবিকাশের সতি এবং নানা সভ্যজাতির সংস্পর্শ হেতু অবস্থার পরিবর্তনে গণনাশক্তি প্রবুদ্ধ হইতে থাকে এবং বিস্তৃত গণনার প্রয়োজনে শব্দকোষও নান সংখ্যাদ্যোতক শব্দ দ্বারা সম্পদশালী হইয় উঠে । শ্ৰীশ্ৰীশচন্দ্র সিংহ । (?) Muller. w) Lubbock: Origin of Civilisation and Wallace: Darwinism,