পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৪১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》》()는 উদ্যম দেখা যাইতেছে, তাহতে অtশী হয়, অখণ্ড বঙ্গের সম্পূর্ণ ইতিহাস অচিরেই লিখিত হইয়া বাঙ্গালীর কলঙ্ক মোচন করিয়া জাতি স্বরূপে তাহকে জগতে স্বপ্রতিষ্ঠিত কfরবে। এ বিষয়ে যাহারা সহায়তা করিতেছেন, বাঙ্গালীর ইতিহাসে র্তাহীদের নাম স্বর্ণীক্ষরে লিখিত রহিবে, বাঙ্গালী চিরদিন তাহদের নিকট কৃতজ্ঞ থাকিবে । চঞ্জস্বীপের রাজ রামচন্দ্র রায়ের কথা ৰলিবার সময় বৃন্দাবন বাবু টিপ্পনী কাটিয়াছেন, কবিবর রবীন্দ্রনাথ ‘তৎকৃত বউঠাকুরাণীর হাট নামক গ্রন্থে "রাজ রামচন্দ্র রায়ের যে কুৎসিত চিত্র অঙ্কিত করিয়|ছেন, তাহ উ{হার স্যায় প্রবীণ ব্যক্তির উচিত হয় নাই।" বৃন্দাবন বাবুর এ কথা মনে রাখা উচিত ছিল যে, উক্ত গ্রন্থ রচনার সময় রবীন্দ্রনাথ প্রবীণ ছিলেন না, এবং তৎকালে ঐতিহাসিক উপকরণাদিরও এতখানি উদ্ধার হয় নাই। তদ্ভিন্ন উপন্যাস উপন্যাস, তাহ ইতিহাস নহে। বঙ্কিমচন্দ্রের ‘জেবউল্লিগ|” তেকি খা' প্রভৃতি চরিত্রের স্যায় রবীন্দ্রনাথের “রামচন্দ্র’-চরিত্রও সুতরাং মার্জনীয় । মাল্য ও নিৰ্ম্মাল্য –আলো প্রণেতৃ প্রণীত । কলিকাতা, একৃমি প্রেসে মুদ্রিত। ও ৯৮ বেলতলা রোড, শ্ৰীহধীর কুমার সেন, বি, এ কর্তৃক প্রকাশিত। মূল্য দেড় টাকা মাত্র। বহুকাল পরে আলো ও ছায়া প্রণেতৃর নুতন কাব্যগ্রন্থ প্রকাশিত হইল। উহার কবিযশ: সুপ্রতিষ্ঠিত। সুতরাং আগ্রহের সতি আমরা উহার নুতন গ্রন্থ “মাল্য ও নিৰ্ম্মল্য” পাঠ করিয়াছি। বল বাহুল্য, এ গ্রন্থে উহার উজ্জ্বল কবিযশঃ কোথাও স্নান দেখিলাম না, বরং স্থানে স্থানে তাহা দীপ্ততরই ফুটিয়াছে। "মাল্য ও নিৰ্ম্মাল্যে"ব কবিত:গুলি স্বকীয় রস-সৌন্দর্ঘ্যে পরিপূর্ণ,—তাহাতে অধিকতর শক্তিশালী কবিগণের ভাবের ছপ পড়ে নাই, সেগুলি আপনার ভাবেই ফুটিয়াছে, আপনার বেগেই ভূটিয়াছে, আপনার ভারেই লুটিয়াছে। কবিতাগুলির ভাষাও সরল, প্রাঞ্জল, সৰ্ব্বত্রই ভাবের অনুগামিনী হইয়াছে। এই গ্রস্থে সৰ্ব্বসমেত ১১৯টি কবিতা আছে তন্মধ্যে ৪৯টি পূৰ্ব্বে নির্ধtল্য’-নামক গ্রন্থে প্রকাশিত হইয়ছিল। N8 क्नु:| ভারতী মাঘ, ১৩২০ “মাল্য ও নিৰ্ম্মীল্যের কবিতাগুলি ভাবে কোথাও গম্ভীর, আবার কোথাও একান্তই কোমল। “অশীৰ্ব্বাদ,” “আকাঙ্ক্ষl,” “মিলন-মহত্ত্ব,” “স্মৃতিচিহ্ন,” “প্রাচীন কীৰ্ত্তি-দর্শন,” “নারীর অভিমান,” “অযোগ্য ও যোগ্য প্রেম,” “নিরুপায়,” “হিসাব”, দীনের বাসন” প্রভৃতি কবিতাগুলি ভাবসম্পদে অমর হইয় থাকিবে । কবিতাগুলিতে কোথাও এতটুকু অসংযম নাই—আগাগোড়াই বেশ একটি শান্ত স্বরের স্রোত বহিয়া গিয়াছে । গ্রন্থখানি পাঠ করিয়া আমরা বিশেষ তৃপ্তিলাভ করিয়াছি। কাব্য-রসগ্রহী পাঠক-পাঠিকাও যে তৃপ্ত হইবেন, সে বিষয়ে সন্দেহ নাই। গ্রন্থের বাধাই, ছাপ ও কাগজ উংকৃষ্ট হইয়ছে। শারীর স্বাস্থ্য-বিধান। ঐযুক্ত চুণীলাল বক্স এম, বি, এফ, সি, এস প্রণীত। কান্তিক প্রেসে মুদ্রিত। শ্ৰীজ্যোতিঃপ্রকাশ বহ কর্তৃক প্রকাশিত। মূল্য দেড় টাক মাত্র। এই গ্রন্থের বহু অংশই ভারতীতে পূৰ্ব্বে প্রকাশিত হইয়া গিয়াছে। স্বাস্থ্যসম্বন্ধীয় অবগুজ্ঞাতব্য তথ্যগুলি লেখক পুঞ্জামুপুঙ্গভাবে আলোচনা করিয়াছেন। তিনি বিশেষজ্ঞ,—আলোচন যে স্বনিপুণ হইয়াছে, তাহ বল। বাহুল্য। আলোচনা করিবার সময় দেশকাল-পাত্রের কথা বিশেষভাবে মনে রাখিয়াই তিনি আলোচনা করিয়াছেন। তিনি যে সকল সিদ্ধান্ত নির্ণয় করিয়াছেন, তাহ মানিয়া চলিলে বাঙ্গল গৃহের বহু অকল্যাণ ও বহু অশান্তি দূর হইবে,বাঙ্গলার গৃহে স্বাস্থ্যের হাওয়া সঞ্চারিত হইবে, বাঙ্গালী আরামে বাস করিতে পরিবে । এই গ্রন্থ প্রকাশ করিয়া গ্রন্থকার প্রকৃত দেশহিতৈষণা ও জাতি-প্রীতির কার্য্যই করিয়াছেন । বাঙ্গালী তৰ্জ্জন্ত তাহার নিকট চিরকৃতজ্ঞ রহিবে। আবালবৃদ্ধবনিতার হাতে এই গ্রন্থ বিরাজ করুত্ব-বাঙ্গালীর শ্মশান শান্তিময় গৃহে রূপান্তরিত হইবে, সংসার হইতে রোগ, শোক, অর্থনাশ ও মনস্তাপ যে অনেকাংশে অদৃশ্য হইয়া যাইবে, এ বিষয়ে আমাদিগের বিলক্ষণ আশা আছে । গ্রন্থের ছাপা কাগজ প্রভূতি চমৎকার, আকার ছোট হওয়tয় পকেটেও অনায়াসে রাখা যায় । শ্ৰীসত্যব্রত শৰ্ম্ম । BBBBBBB BBBBBB BBS BBB BBS BBBBB BB BB BBB BSBBBSBBDD DDBB শ্ৰীসতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত । 影