পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৫০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

շՀ«Տ ব্লুজরক বাঙ্গালটার কথায় ভোলেন। ভূত টুত কিছু নয়। সব ও বেটার বদমায়েসি। আমি আজই ভূত তাড়াচ্ছি। আপনার ছ একদিন চুপ্‌ করে থাকুন।” স্থির হইল, আমি সেইদিন অবিনাশবাবুর বাড়ীতে গিয়া রাত্রিতে থাকিব ও স্বচক্ষে ভূতের কাণ্ড দেখিব। * সন্ধ্যার পর বাবুর্চি গরম গরম থান আনিয়া দিল । খাইয়া বেশ একটু অধিক মাত্রায় ব্রাত্তি টানিলাম। তারপর স্ফৰ্বির সহিত অবিনাশ বাবুর বাড়ীতে উপস্থিত ছুইলাম। যাইবার সময় দেখিয়া গেলাম, বাঙ্গালটার, বাড়ীর দ্বাবে বাহির হইতে তালা বন্ধ। শুনিলাম উকীল শুমাচরণ রাবুর মাতার সঙ্কটাপন্ন পীড়াশাস্তির জন্ত সে শুামাচরণ বাবুর বাড়ীতে বসিয়া সমস্ত রাত্রি হোম করিবে । সরকারকে শু্যামাচরণ বাবুব বাটিতে পাঠাইয়া বলিয়া দিলাম, ‘বাঙ্গালট যদি সেখানে না থাকে ত আমায় আসিয়া খবব দিবে। আর যদি থাকে ত সেখানে বসিয়া সারারাত তাহাকে পাহার দিবে। কোথায় যায় সন্ধান করিবে ।” সরকার চলিয়া গেল । আমি • অবিনাশ বাবুর ছাদে উঠিয়া বসিলাম। আমার সঙ্গে কেহ থাকিতে স্বীকৃত হইল না । আমি একাকী একখানি চৌকির উপর বসিয়া রছিলাম। তখন বর্ষাকাল। আকাশে চন্দ্র, তারক। কিছুই দেখিবার উপায় নাই । মেঘে সারা আকাশ ঢাকা । গুড়ি গুড়ি বৃষ্টি পড়িতেছে আমি বেশ করিয়া ওয়াটার প্রফে সৰ্ব্বাঙ্গ ঢাকিয়া রহিলাম । ভারতী ফাল্গুন, ১৩২০ আমার বাড়ীগুলির ছাদ একই । কেবল মধ্যে মধ্যে এক একটি প্রাচীর তুলিয়া বাড়ী গুলিকে পৃথক্ করা হইয়াছে । আমার পিছনে এইরূপ প্রাচীর । তাহাতে ঠেস দিয়া বসিয়াছিলাম । সামনে ছাদের শেষে আবার একটা ঐ রকম প্রাচীর । ক্রমে রাত্রি দশট বাজিয়া গেল । কোনও সাড়াশব্দ নাই। কেবল টপ্ টপ্‌ করিয়া বৃষ্টির ফোট পড়িতেছিল। কিছুদূরে একটা গাছ ছিল । মাঝে মাঝে তাহার উপর ছু একটা পার্থী বোধ হয় ডান নাড়িতেছিল । তাহারই বটুপটু শব্দ শুনিতে পাইতেছিলাম । এগারটা, বারটা বাজিয়া গেল। কোথাও কিছু নাই। বসিয়া বসিয়া সৰ্ব্বাঙ্গ আড়ষ্ট হইয়া আসিতেছিল। একবার উঠিয়া বেড়াইব বলিয়া দাড়াইলাম,। ও-কি-ও ! খুব মিষ্ট গলায় কে যেন গান গাহিতেছে শুনিতে পাইলাম । অতি করুণ বিষাদময় মুর । গানের কথা বুঝিতে পারিলাম না। কোথা হইতে গান আসিতেছে । তাহাও বুঝিতে পারিলাম না । কে যেন গান গাহিতেছে ও হাততালি দিয়া তাল রাখিতেছে । আমি চারিদিকে চাহিয়া দেখিলাম, কিছুই দেখা গেল না । একবার বিদ্যুৎ চমকিল । চারিদিকে কেহ কোথাও নাই। খানিকক্ষণ পরে গান থামিয়া আবার চারিদিকৃ নিস্তব্ধ। তখন আমার গা ছম্ ছম্ করিতে লাগিল । একটু ছাদের উপর বেড়াইলাম। একবার মনে করিলাম—অবিনাশ বাবুকে ডাকি । কিন্তু পরক্ষণেই লজ্জ হইল। র্তাহারা মনে করিবেন কি ? • গেল ।