পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭৭ বর্ষ, সপ্তম সংখ্য। ভাব মুদ্রিত হ’য়ে আছে, এই প্রবন্ধে আনি তারই একটু আভাস II র্যার সংবাদপত্র পাঠ কবেন তবে নিশ্চল লক্ষ্য করে থাকৃবেন যে ইংলণ্ডেব সামাজিক ও বাজনৈতিকক্ষেত্রে কুড়ি বছব পূৰ্ব্বে যে মত যে ভাব ( আইডিয়া ) কাজ করছিল আজ তাব যথেষ্ট পবিবৰ্ত্তন ঘটেছে—সেখানে সৰ্ব্ব এই যেন একটা নবজীবনেব লক্ষণ দেখা দিয়েছে। নবযুগেব অধিষ্ঠাত্রী দেবাব অভ্যর্থনাব আয়োজনে বৰ্ত্তমানযুগের যে কয়েকজন মগজু ও কৰ্ম্মবীর ব্যাপৃত রয়েছেন, পার্ণাড শ ত দেব শ্ৰেষ্ঠকৰ্ম্মী এ কথা অস্বী কবি দিতে চেষ্টা কবল মধ্যে একজন কব পার জো নেই, কেনন। তিনি পত্তমান বাৰ্ণাড শ રાજા૭ ન ૧tr> সময়ের চিস্তস্রোতকে নুতন পথে প্রবাহিত । কববাব জন্য তার সমস্ত শক্তি উংসর্গ করেছেন। শ মহাশয়েব সাহিত্য সম্বন্ধে আলোচনা কববাব পূৰ্ব্বে তাব জীবনেব একটু পৰিচয় দেওয়া অবশ্যক। অবস্থাপন্ন মধ্যবিত্ত পবিবাবে বাৰ্ণাড শ এব জন্ম ; তিনি তার সাহিত্যে বহু স্থানে নানা ছলে প্রকাশ কবেছেন সে মধ্যবিত্ত শ্রেণী থেকেই জাতীয় উন্নতি সম্ভব –এবাই পৃথিবীটাকে নতুন করে গড়চে ও গড়বে। কথাটি মিথ্যে সৰ্ব্বত্রই দেখা যায় যে কেনো জাতিব মেকদ গুট। সেই জাতিব মধ্যবিস্তু শ্রেণীর ভিতর দিয়েই যেন নিৰ্ম্মি ত । সাধাবণ তঃ ছেলেকে যেমন বিদ্যালয়ে পাঠিযে লেখা-পড়া শেখান হয়, শ-এর পিতা ছেলেব শিক্ষার জন্ত তেমন তব নয় -- কোনো চেষ্টা কবেননি । ছোটবেলা থেকে ছেলেকে তার নিজের পথে নিজেকে চলতে দিয়েছেন— কোনোথানে তাকে বাধাগ্ৰস্ত করেন নি। এ জন্তেই তাব অন্তঃকরণের সমস্ত বৃত্তি ফুটুতে পেবেছিল এবং বাল্যকাল থেকেই শ স্বাধীনচিত্ত ও নির্ভীক হ’য়ে উঠতে পেরেছিলেন। থেকেই বার্ণাড শ এব মধ্যে চিন্তর মৌলিকত্ব ও আশ্চৰ্য্য প্রতিভাব পবিচয় পাওয়া গেছে— পাঁচশ কি ছাব্বিশ বৎসর বয়সে ‘( 'ashel ছোট বেলা Profession’ নামক একখানি উপন্যাস লিখেছিলেন। ইংলণ্ডের কোনো কোনো নামজাদা সংবাদপত্র তার এই কিশোর বয়সের লেখা উপন্যাস খানিকে "Novel of Byrons’