পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, সপ্তম সংখ্যা বাপ দলিত করিয়া স্বদেশের শিল্পকে স্বধৰ্ম্মে প্রতিষ্ঠিত করিতে অগ্রসর হইয়া তিনি নিজেব অন্তর্নিহিত ক্ষত্ৰিতেজেরই পবিচয় দিয়া গেলেন । রাজ-অনুগ্রহ, সন্মান, সন্ত্রম ইত্যাদি ব প্রবল আকর্ষণ সত্ত্বেও তিনি পাশ্চাত্য-পষ্ঠী শিল্পীকুলেব অধ্যক্ষত ছাড়িয়া যেদিন জাপানেব সবকবি শিল্পশাল হই তে স্ব ইচ্ছায় নিজেকে নিৰ্ব্বাসিত করিয়া দিয়াছিলেন সেদিন জাপানের পক্ষে শুভদিন বলিতে চলে । কেন না ইহারই ছয়মাসেব মধ্যে শ্ৰীমদওকাকুবা প্রমুখ চত্বাবিংশ শিল্প-মহাবী তাহদেব নব-প্রতিষ্ঠিত শিল্প বিদ্যালয়ে পাণপ্রতিষ্ঠা-রূপ মহাযজ্ঞে নিজেদেব সৰ্ব্বস্ব আহুতি প্রদান কবিলেন এবং তাঁচাতেই স্রোত ফিবিয়া গেল ও জাপানে মুখ্যমান শিল্প নবজীবনেব মধ্যে আব বিকশিত হইয়া উঠিবাব অবসব পাইল । আচাৰ্য্য ওকাকুবাব যখন প্রথম পৰিচয় লাভ কবি তথন আমি আমব সব জীবনের কাযটুকু সবেমাত্র তাতে অব সেই মহাপুরুষ তখন শিল্পজগতে র্তার হাতেব কাম সার্থকতার পবিসমাপ্তিব এক বা ব তুলিয়া লইয়াছি, সমাপ্তি by ఢాలి মাঝে সম্পূর্ণ কবিয়া দিয়া জীবনে দীর্ঘ অবসর লাভ করিয়াছেন এবং ভাবত মা তীব শান্তিময় ক্রেড়ে বসিয়া “ Asia is one" এই মহাসত্যেব---এই বিবাট প্রেমেব বেদধবনি জগতে প্রচাব কৰিতেছেন । ভাবত ক লালগীব উপব তাঙ্গার সেদিন যে শ্রদ্ধাভক্তি দেখিয়া আমিব মুগ্ধ ছিলাম, মৃত্যুব বৎসকে পুৰ্ব্বে অব এ কলাব তাঙ্গার পবিচয় তিনি আমাদেব দিয়৷ ॐ ठे भू: যাক্টতেই যেন শেষ ববি এখানে আসি৷ ছিলেন। ছাড়িয়া যাই পাব পূৰ্ব্বে তিনি এই ললিয়৷ নিকটে বিদায় লক্ট লেন--দশ বৎসব পুলে আসিয়া শিল্প দেবতাকে তোমাদেব মাঝে দেখি নাই, এবাব আসিয়া তাহাব আবিভালের সূচনা মাত্র দেখিয়া গেলাম, পুনরায় যখন আসিল সেন তাঙ্গাকেই দেণিতে পাই এষ্ট কামনা । প্রসাসের শেষ ঠীবে ক গা আমাদেব এলাব ভাবতে আসিয়া বালি তিনি ভাল ত মহাসাগরেব কোণার্ক মন্দিবে যাপন কবিয়া অন্ধক ধেব পাবে আলোকে ব দর্শন পাষ্টয়া সত্যই চলিয়া গেলেন বিবটি আনন্দ লাগবে ব পব পাবে আপনাব গুঙ্গে । শ্ৰীঅবনীন্দ্রনাথ ঠাকুব । সমাপ্তি ( গল্প ) পল হাফ ছাড়িয়া বঁচিল । অজি বইখান! লেখা শেষ হক্টয়াছে । যাব জন্য সে দিনে বিশ্রাম করে নাই, রাত্রে ঘুমায় নাই, সৰ্ব্বকৰ্ম্ম পরিত্যাগ কবিয়া কেবল সেই এক চিন্তাব মধ্যে ডুবিয়ছিল, সে কাজের জাজ অবসান হুইল । দীর্ঘ দারুণ পবিশ্রমের পর মুক্তিব আননা তাঙ্গকে একেবাবে অভিভূত কবিয়া দিয়াছে ।