বিষয়বস্তুতে চলুন

পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७%४ १ ँ, नवम ग११J! করে গুচি হলে তবে কিশোর প্রায়শ্চিত্ত করবে ! • নিবারণ এ কথা কানে না তুলিয়া বলিল—যদি কিশোর প্রায়শ্চিত্ত না করে তবে আপনাকে ত্যাগ করতে হবে তাকে । —আমার কাছে ত সে কোনো অপরাধ করেনি। তবে আমি তাকে ত্যাগ করব কেন ? —তবে বাঁধ্য হয়ে আমরা আপনাদের ত্যাগ করব । —ইচ্ছে হয় করতে পারেন।—বলিয়৷ ভট্টাচাৰ্য্য উঠিলেন। দ্বারের কাছে গিয়া বলিলেন—হরি, তাহলে আজকের লক্ষ্মীজনাৰ্দ্দনের আরতির জন্তে অন্ত কিছু ব্যবস্থা কোরে । হরিবিহারী বিষঃ মুখে বলিলেন— ভটচাধ্যি দা, এ কথাটা কি ভালো হল । একটু ভেবে দেখ। —কি করব ভাই । আধাআধি রফ করা ত আমাদের কুষ্ঠিতে লেখেনি। অভিরাম প্রভৃতি ছাত্ৰগণ বৃদ্ধ ভট্টাচার্য্যের কথা শুনিয়া অবাক হইয়। গিয়াছিল। তাহার। নবকিশোরের দোষের মাত্রা জোরালে প্রতিপন্ন করিবার জন্ত বগিল—অধ্যাপক মশায় নিজে জাত মানেন না, আমরা মানি বলে তিরস্কার করেন, মুখ চিন্তাশক্তিহীন বলে গালাগালি দেন। ভট্টাচাৰ্য্য ফিরিয়া দাড়াইয়া বলিলেন— যার যা বিশ্বাস সে চায় তার ছাত্রদেরও সেইরূপ বিশ্বাস হোক। তোমাদের আপত্তি থাকে ওর মত গ্রহণ কোরে না, পার ওর মত খণ্ডন কোরে, ইচ্ছে হয় টোল স্রোতের ফুল الاوف وا ছেড়ে চলে যেতেও ত পার... ...শাস্ত্র অধ্যয়ন করেও যার শাস্ত্রের প্রকৃত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না, বেদাঙ্গ তাদের কি বলেছেন জান ?—স্থাণুৰ্বয়ং ভারহারঃ কিলাভূদ্র অধীভ্য বেদং ন বিজানাতি যোহর্থম্‌—যে শাস্ত্র অধ্যয়ন করে অথচ অর্থ হৃদয়ঙ্গম করে না লে কাঠের কুঁদে বা ভারবাহী গর্দভের সমান......এত শাস্ত্র পড়েও তোমরা যে এমন মুখ আছ তা আমি खानङाम न ।“. নিবারণ পরম বিজ্ঞের মতন ঘtড় নাড়িয়া বলিল—ত যাই বলুন, আপনার কথা আমাদের মনে নিচ্ছে না। আপনার শাস্ত্র পড়েছেন, দুটো বচন আওড়ে যাতে একটা বুঝিয়ে দিলেই যে আমরা বুঝব তা আপনি মনে করবেন না । ভট্টাচাৰ্য্য মহাশয় হাসিয়া বলিলেন— ন, এতখানি বুদ্ধিমান বলে আমি আপনাদের কখনো মনে করি না । আপনি হলেন সাক্ষাৎ নিবারণ—ধ সত্য, যা মঙ্গল, তা আপনি নিবারণ করবার জন্তে প্রস্তুত হয়েই থাকেন জানি। কেবল নিজের গোবরাটির বেলায় আপনি আর নিবারণ থাকেন না, তখন হন নিপাতন— নিয়মের ব্যতিক্রম ঘটাতে তখন আর বাধে না । এই কথা শুনিয়া টোলের ছাত্রেরা আর হাসি রাথিতে পারিল না । * তাহাদিগকে হাসিতে দেখিয়া নিবারণ ক্রুদ্ধ হইয়া উচ্চস্বরে বলিয়া উঠিল—ত হলে আপনাদের একঘরে করলাম। ভট্টাচাৰ্য্য হাসিয়া বলিলেন—যারা নিজেরাই একঘরে হয়ে আছে তাদের