পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tyసి 8 তাহীদের চক্রান্ত সীমাস্তবৰ্ত্তী স্বাধীন সার্ডিঞ্জ দেশে সংঘটিত হয় বলিয়া সংবাদ আসে। পষে ২৪শে জুলাই অষ্ট্ৰীয়া সার্ডিয়াকে যে সৰ্বপালন পত্র ( ultimatum ) লিখেন হয়। তাহার মৰ্ম্ম এই যে ঃ, সার্ভিয় বহু কালাবধি জুষ্টীয়ার অধিকৃত বসনীয়া ও হাজগভিন প্রদেশে আপন প্রভুত্ব বিস্তার করিতে যত্নবান হইয়াছেন এবং তজ্জন্ত উক্ত দুই প্রদেশে অনেকবার শান্তিভঙ্গ এমন কি নরহত্যা পর্যন্ত সংঘটিত হইয়াছে। সম্প্রতি যুবরাজ ও যুবরাজপত্নীর হত্য সার্ডিয়ারাজের কৰ্ম্মচারিগণের প্ররোচনায় ও সাহায্যে অনুষ্ঠিত হইয়াছে। এখন অষ্ট্ৰীয়া এই বিপদের নিরীকরণে কৃতসংকল্প হইয়াছেন। সার্ভিয় অষ্ট্ৰীয়ার বিরোধী অপেন প্রজাগণকে সমুচিত শাসন করিবেন, বিদ্যালয় সমূহে অষ্ট্ৰীয়ার প্রতি বিদ্বেষোদ্দীপক শিক্ষা নিবারণ করিবেন এবং স্বকীয় রাজ্যের ভিতর অষ্ট্রীয় কৰ্ম্মচারীগণের তত্ত্বাবধানত স্বীকার করিতে হইবে। এতদ্ব্যতীত স্বীয় গেজেটে সার্ডিয়া গবর্ণমেণ্টকে একটী ক্ষমাপত্র প্রকাশ করিতে হইবে। এবং ৪৮ ঘণ্টার মধ্যে এই সকল সৰ্ত্তে সন্তোষজনক উত্তর না আসিলে যুদ্ধারম্ভ হইবে । ইহার উত্তরে সার্ভিয় কতকগুলি দাবিতে সন্মত হন। কিন্তু অপর গুলিতে, বিশেষতঃ স্বরাজ্যে পররাষ্ট্রীয় কৰ্ম্মচারীগণের তত্ত্বাবধানত, আপন স্বাধীনতার বিরোধী বলিয় তাহাতে স্বীকৃত হইলেন না। তবে সার্ভিয় অপর কাহারও মধ্যস্থত স্বীকার করিতে সন্মত হইলেন। কিন্তু অষ্ট্রীয় ইহাতে সন্মত ন হই রাসা ভিয়ার সহিত যুদ্ধ আরম্ভ ভারতী মাঘ, ১৩২১ করিলেন। তাহাতে কৃষিয়া সার্ডিয়ার পক্ষ গ্রহণ করিয়া অষ্ট্ৰীয়ার বিরুদ্ধে যুদ্ধোদযোগ করিতে লাগিলেন। এবং জৰ্ম্মণি অষ্ট্ৰীয়ার স্বপক্ষে দগুtয়মান হইয়া রুষিয়া এবং তদীয় মিলিত রাজ্য ফ্রান্সকে আক্রমণ করিলেন । এ পর্য্যন্ত ইংলণ্ডের যোগ দিবার কথা উঠে নাই। কিন্তু ফ্রান্স ইংলণ্ডের safers atej ( allied state) al os foats; ( friendly state) fro: জৰ্ম্মণি ফ্রান্সকে বিধ্বস্ত করিলে ইংলণ্ডের সমূহ বিপদ। তখন ইংলণ্ডের এ যুদ্ধে যোগদান যেন অবশুম্ভাবী হইল। এদিকে ফ্রান্সকে আক্রমণ করিবার নিমিত্ত জাৰ্ম্মণি বেলজিয়াম রাজ্যের নিরপেক্ষত উপেক্ষা করিয়া তাহার সেনাবাহিনী ঐ পথে চালনা করিলেন। কিন্তু পূর্বের এক সন্ধিসর্তে ইংলগু বেলজিয়ামের রক্ষক হইতে স্বীকৃত হইয়াছিলেন। সুতরাং জৰ্ম্মণির বিরুদ্ধে অস্ত্ৰধারণ ব্যতীত ইংলণ্ডের গত্যন্তর রহিল না । এইরূপে যুদ্ধ আরম্ভ হইল । তাহার কিছুদিন পরেই একদিকে জাপান এবং সম্প্রতি অপরদিকে তুরস্ক যোগ দিয়াছেন। কতকগুলি প্রশ্ন স্থূলতঃ ঘটনাবলী এই। এখন সাময়িক ঘটনা হইতে মন অপস্থত করিয়া সেইগুলির নিগূঢ় কারণ অনুসন্ধানে আমাদিগের যত্নবান হওয়া কৰ্ত্তব্য ! চিন্তা করিলেই কতকগুলি প্রশ্ন স্বভাবতঃ মনে উদিত হয় – . ১। বসনীয় ও হাজগভিনার সহিত সার্ভিয়ার কি সম্পর্ক ?