পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৪১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, একাদশ সংখ্যা নাই এইটুকু বুঝিতে উহাদের লাগিল সম্পূর্ণ চার দিন । এই চার দিন উহার। আর বিশ্রাম করে নাই । একজন পরিশ্রান্ত হইয়া পড়িলে নূতন একজন আসিয়া তাহার স্থান গ্রহণ করিয়াছে এবং মৃতদেহ লইয়৷ ছুটাছুটি করিয়াছে । অবশেষে একেবারে হতাশ হইয়া উহার কাচের দেয়াল ঘেষিয়া গৃহাভ্যন্তরেই একপাশে শবগুলিকে সমাধিস্থ করিতে লাগিল । কোণে কানাচে বা গর্তের মধ্যে অর্থাৎ যতদুর দৃষ্টির বাহিরে সম্ভব উহার মৃত পিপীলিক গুলিকে রাখিতেছে দেখিতে পাইলাম । বারবেটিস ও ক্রুডেলিস জাতীয় পিপীলিকাদের মধ্যেও ঠিক এইরূপ ভাব লক্ষ্য করিলাম। মৃতদেহ যতশীঘ্র সম্ভব স্থানান্তরিত করিবার ইচ্ছা এ ক্ষেত্রেও তদ্রুপই প্রবল । Crudelis জাতীয় পিপীলিকাদের সমাধিযাত্রা সম্বন্ধে আমি যাহা যাহা লক্ষ্য #f5ffĘ Mrs. Treat 2ļRG · R{RİH TER উহার খুবই ঐক্য আছে। ইনি 驗 সমাধিযtয় সম্বন্ধে আমাকে একটি বেশ কৌতুহলোদ্দীপক বিবরণ প্রদান করিয়াছেন। র্তাহার আবাদবাটীর সন্নিকটে এই দাসপ্রিয় পিপীলিকাদিগের এক উপনিবেশ গঠিত श्ब्रांछ्डि। একদিন লক্ষ্য করিলাম ঐ পিপীলিকা গৃহের প্রবেশদ্বারগুলির খুব কাছেই উহার F. Fusca জাতীয় দাস পিপীলিকাদের Formica Sanguinca(WH কতকগুলি মৃতদেহ স্ত,পীকৃত করিয়া রাখিয়াছে। দেখা গেল মৃত পিপীলিকা গুলি সমস্তই দাল জাতীয়। পরে পিপীলিকার সমাধিযাত্রা 麟 టర్మీ মিসেস ট ট আমাকে জানাইলেন যে F. নিজেদের মৃতদেহগুলি দাসদের সঙ্গে কখনও সমাধিস্থ করে না । বাসগৃহ হইতে অনেকটা দূরে স্বতন্ত্র ভাবে উহারা নিজেদের শব গোর দেয়। যেখানে সকলকেই মাটিতে মিশিয়া মাটি হইতে হইবে সেই সমাধি ক্ষেত্রেও যাহার আপনাদের জাতিধৰ্ম্ম ও পদমর্য্যাদার গৌরব বিষ্কৃত হইতে পাবেন না তাহাদের সঙ্গে ς ἀ F. Sanguineatû • f-56r সেীসাদৃগু আছে তাহ কে অস্বীকার করিবে ?" পিপীলিকার সমাধি ব্যাপার সম্বন্ধে আর একজন মহিলা কি বলিতেছেন দেখা যাউকৃ। মহিলাটির নাম Mrs. Hutton। কতকগুলি সৈনিক পিপীলিকার মৃতদেহ এক স্থানে রাখিয়া গিয়া ত্রিশমিনিট পর প্রত্যাবর্তন করতঃ তিনি যাহা দেখিতে পাইয়াছিলেন, সে সম্বন্ধে নিম্নলিখিত রূপ বর্ণনা প্রদান করেন ঃ– আসিয়া দেখিতে পাইলাম এক দল পিপীলিকা মৃতদেহগুলিকে ঘিরিয়া ভিড় করিয়া দাড়াইয়াছে। উহারা কি করে দেখিবার জন্ত , অত্যন্ত কৌতুহলাক্রান্ত হইলাম। দেখিতে পাইলাম পাচ সাতটি পিপীলিকা অনতিদূরবর্তী একটা মাটর স্তুপের মধ্যে গিয়া প্রবেশ করিল। পাচ মিনিট কাল বিলম্ব হইল, তৎপর উহার স্তুপ মধ্যবৰ্ত্ত বিবর হইতে আরও পিপীলিকা সমভিব্যাহারে লইয়া বাহির হইল। ক্রমে সমস্ত পিপীলিকাগুলি স্বন্দর রূপ শ্রেণীবদ্ধ श्हेब्र शैरङ्ग शैत्त्व अश्वगन्न श्हेप्ड गाश्रिण । Sanguinea$i