পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮ বৰ্ষ, দ্বিতীয় সংখ্যা একটা থাম ধরিয়া দাড়াইয়া আছে ! তাহার * চোখের সন্মুখে রাস্তার আলো গুলা বুয়াশা-স্নান তারার মতই মিট মিট ,করিয়া শান্তিবাদীদিগের সহিত সাক্ষাৎকার » « ዓ জলিতেছে এবং দর্শকের কোলাহল স্বপ্ন-শ্রুত অস্পষ্ট ধ্বনির মতই. কানে আসিয়া লাগিতেছে ! 驗 শ্ৰীসৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। শান্তিবাদীদিগের সহিত সাক্ষাৎকার ( ফরাসী হইতে ) রুস জাপানীদের মধ্যে যুদ্ধ চলিতেছে,আলবানীরা উখনি কবিয়াছে, ঙ্গেরেবোবা জৰ্ম্মনগিকে হত্যা কধিতেছে, এবং তুর্ক-বুলগারীদেব মধ্যে যুদ্ধ বাধিবে বলিয়া আশঙ্কা হইতেছে ...সাগর-গর্ভচব নুতন এক জাহাজ প্রস্তুত হইয়াছে, বাষ্পজাহাজ হইতে অনবরত বাষ্পধূম উথিত इहडप्र, সৈন্তদলেব চলাফের আ বস্ত হুইয়ছে, সমর-সরঞ্জাম চালান কব হইতেছে, দুৰ্গে খাদ্য সামগ্ৰী সঞ্চিত করা হইতেছে,— ইহা ভিন্ন আজকাল আর কোন কথা শুনা যায় না...যাহারা জাগতিক শাস্তি ও বিশ্বজনীন ভ্রাতৃভাবের স্বপ্ন দেখিতেছেন এই সময় তাহদের . সহিত একবাৰ সাক্ষাৎ করা কি উত্তম-কল্প নহে ? এই সপ্তাহের প্রারম্ভে, শাস্তিবাদীদিগের অভূতপূৰ্ব্ব সাফল্য ঘোষণা করিবার জষ্ঠ প্যারিস নগরে একটা আনন্দভোজের অনুষ্ঠান হইয়াছিল, তাহাতে প্রধান প্রধান সমস্ত শাস্তিবাদীই উপস্থিত ছিলেন । সুতরাং তাহাব পরদিনই,-ৰ্তাহাদের মধ্যে র্যাহারা সমধিক • বিখ্যাত ও উৎসাহী, তাহদের সহিত আমি সহজেই সাক্ষাৎ করিতে সমর্থ হইয়াছিলাম ; —যথা, মঃ-ফ্রেডেরিক পাসি, মলেতুর্ণেল দে কস্তা, মিঃ টমাস বাক্লে? তাহারা সকলেই, সু-পরিবেষিত ভোজ-টেবিলের চারিধারে বসিয়া, পূৰ্ব্ব দিনে, যুদ্ধের বিরুদ্ধে যে যুদ্ধ কবিয়াছিলেন, তাহারই অতিমাত্র শ্রমে এখনও যেন কম্পিত-কলেবর ।

  • *** বিশ্বজনীন শান্তি স্থাপনের পূৰ্ব্বেই মঃ

ফ্রেডেরিক-পাসি • তাহাব নিজগৃহে শান্তি স্থাপনে সফল-কাম হইয়াছেন। বন-প্রান্তে, Neuilty-গ্রামে যে গ্ৰাম্য ধরণের একটি কুটীরে তিনি বাস করেন, নগরের কোলাহল সে পৰ্য্যন্ত পৌছিতে পারে না । এবং প্রাচ্যখণ্ডের কামানের আওয়াজ তাহার উন্থানের বহুদূরেই মরিয়া যায় { • তাহাব নিকুটে যাওয়া বড় সহজ নহে । দুর্গপতি সৈনিক যেরূপ জেদের সহিত স্বীয় দুর্গ রক্ষা করে, তিনি সেইরূপ ভেদের সহিত তাহার গৃহেঁর প্রবেশ দ্বার রক্ষা করিয়া থাকেন। আমি যখন তাহার কামবায় গ্লিয়া পৌছিলাম, কি-ভাবে তিনি যে আমাকে অভ্যর্থনা করিয়াছিলেন এবং এই ভ্রাতৃত্বের প্রচারক শান্তি-বীর