পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৩৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిరీట్ర ১৭৩৯ খৃষ্টাব্দে পারসীকের ক্রোড় ক্রোড় টাকা লুটিয়া লইয়া যায়। পরে ১৭৪৭ হইতে ১৭৬১ খৃষ্টাব্দ-ইহার মধ্যে আফগানের সমস্ত পশ্চিম প্রদেশকে মরুভূমিতে পরিণত করে – একটি বৃক্ষ, একটি জীবজন্তু, একটি অধিবাসী मळूयाG ङ्गाषिव्र युग्न नांझे ! *** হিন্দুদিগের বিদ্রোহ – অপরিসীম শৌর্য্যবীৰ্য সত্ত্বেও রাজদূতগণ ঔরংজেদের কামান ও নিয়ন্ত্রিত সৈন্তগণ কর্তৃক আরও দুইবার পরাজিত হয় । শেষে সামন্তযুগের প্রায় অস্তিমদশ উপস্থিত হইল । অশ্বারোহী ষোল্গু-সঙ্ঘের পর, গণ-সঙ্ঘের আবির্ভাব হইল। দক্ষিণ পশ্চিমাঞ্চলে,— পরে, মধ্য-ভারতে মারাঠার প্রবল হইয়া উঠিল। তাহাদের মধ্যে অধিকাংশই কৃষক, কৃষিকাৰ্য্য শেষ করিয়াই উহার লাঙ্গল ছাড়িয়া ঘোটক-পৃষ্ঠে চড়িয়া বসিত এবং মুসলমানদিগের প্রতি লক্ষ্য করিয়া তীর ছড়িত, সেকেলে পলিতা-বন্দুক হইতে গুলি ছড়িত। শিবাজি নামক এক রাজপুত সেই সকল মারাঠার দলকে একত্র করিয়া তাহদের রাজা হইয়া বলিল। কিন্তু বিধৰ্ম্মীর বিরুদ্ধে ধৰ্ম্মযুদ্ধ খোধণ করা দূরে থাকুক, শিবাজী কখন ঔরংজেবকে কখনব দক্ষিণাত্যের মুসলমানদিগকে সাহায্য করিতে লাগিল এবং সেই সাহায্যের পুরস্কার স্বরূপ, বিস্তৃত ভূমিখণ্ড প্রাপ্ত হইল। শিবাজীর অক্ষম উত্তরাধিকারিগণ, স্বকীয় প্রভুত্ব ব্রাহ্মণ মন্ত্রিদিগের হস্তে ছাড়িয়া দিল। এই ব্রাহ্মণ মন্ত্রিগণ পেশোয়া নাম ধারণ করিয়া পুণা-নগরে এক কুলানুক্রমিক রাজবংশ স্থাপন ভারতী 姿、 " a শ্রাবণ, ১৩২১ করিল। 'রাজা, কোন এক অপ্রধান রাজধানীতে বাস করিতে লাগিলেন, পেশোয় मांज्ञार्टा ललनटक्सूस नल"डि श्ब्र मैं क्लांशेल । “এই মারাঠা-দলসঙ্ঘ সমস্ত মধ্য-ভারত জয় করিয়া সেখানে চারিট রাজবংশ প্রতিষ্ঠি ও করিল। এই রাজবংশ নীচশ্রেণীর ভাগ্যাম্বেষী জনপ্রস্থত । কেননা, এই মারাঠারা কৃষক ছিল— ইতরসাধারণ লোক ছিল, এবং তাহারা বরাবর এই ইতর সাধাৰণের ভাবেই চলিয়া আসিয়াছে। এই গণতন্ত্রী লোকদিগের গৈষ্টমণ্ডলীও গণমণ্ডলীর অনুরূপ ছিল। প্রথম আরম্ভকালে এই কৃষকের দল, যে সকল ঘোড়া তাহদের ক্ষেতের কাজে লাগিভ সেই সব ঘোড়ায় চড়িত ও বীশের বল্লম ব্যবহার করিত। কিছুকাল পরে তাহাদের রীতিমত অশ্বারোহী সৈন্ত হইল, निछ निछ म८गब्र cगां८कब्र उांशज थर्फ़ी যোগাইত। , ক্রমে তাহদের অস্ত্রশস্ত্র হইল, মাথার পাগড়ী হইল,—পাগড়ীর ছচাল ংশ পশ্চাৎ দিকে হেলানো ; খাটে। কোর্তা, অঁাটলাট পায়জামা—তাহার দ্বারা জজব। আচ্ছাদিত ; আর পাদুক ;–ইহাই তাহীদের সৈনিক পরিচ্ছদ হইল। তাঁহার দাড়ী রাখিত। প্রথমে তাহদের শুধু ঢাল তলোয়ার ছিল, পরে বন্দুক । অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে, য়ুরোপীয় শিক্ষকগণ কর্তৃক গঠিত, এই মারাঠা সৈন্ত, প্রবল তোপ কামানে মুসজ্জিত হইয়াছিল। এবং যদিও পাণিপথের প্রথম সন্মুখ-যুদ্ধে ( ১৭৬১ ) নব-গঠিত মারাঠা-পদাতিক গৈল্প, লৌহ বৰ্ম্মাবৃত দীর্ঘকাল্প” আফগানদিগের কর্তৃক