পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৩৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

p ৩৮শ বর্ষ, চতুর্থ সংথ্য নিষ্পেষিত হয়,—তথাপি এই ' बाबा? टेनछ अफ्रेिमt९ *जनित्रांटक श्रांतांन्न ठा[क्लभ१ করিয়া সমস্ত উত্তৰ-ভারতকে বশীভূত করে। তাহদের সেনাপতি সিন্ধিয়া এই* সময়কার একজন বিষম দুঃসাহসী ভাগ্যান্বেষী ব্যক্তি। একজন চাষার জারজ পুত্র এই দলপতি মারাঠা, সিন্ধিয়া নামক এক শাখা-জাতির প্রভু হইয় পড়িল । ইনিই শেষে গোয়ালিয়ারের রাজা হইলেন । ১৭৭ খ্ৰীষ্টাব্দে, ইনি নিৰ্বাসিত মোগল সম্রাটকে সিংহাসনে পুনঃস্থাপন করেন ; আবার ১৭৮৪ খৃষ্টাব্দে মোগল সম্রাট ই হারই হস্তে সমস্ত প্রভুত্ব ছাড়িয়া দেন। ১৭৯৪ খৃষ্টাব্দে সিদ্ধিয়ার মৃত্যু হয়। র্তাহার উত্তরাধিকারীগণ ১৮০৪ খ্ৰীষ্টাব্দ পর্য্যন্ত মোগল সম্রাটের প্রতিনিধিত্ব বজায় রাখিয়াছিলেন। তাহার পুর দিল্লি ইংবাজের অধিকারে আইসে । দাক্ষিণাত্যে মহারাট্টাগণ ।—পঞ্জাবে, প্রাচীন জেঠজাতির বংশধর শিখেরা, নানক ও শিখ গুরুদিগের ভক্ত হইয়া উঠিল । দশম ও শেষ-গুরু গোবিন্দ শ ( ১৭০৮ খৃষ্টাব্দে মৃত্যু হয় ) মুসলমানদিগেৰ বিরুদ্ধে ধৰ্ম্মযুদ্ধ ঘোষণা করেন এবং খালা বা ঈশ্বরের সৈন্তমণ্ডলী নামে এক সামরিক মিলন-সঙ্ঘ সংঘটন করেন। লাহোরের প্রথম রাজা রণজিৎ সিংহের অধীনে শিখদিগের বিভিন্ন শাখাজাতি, অবশেষে পঞ্জাব, কাশ্মীর ও সমস্ত উত্তরপশ্চিমাঞ্চলের প্রভু হুইয়া দাড়াইল ( ծ հ8 օ-ՏՆ օ :, ) | সেখানেও, দশ শতাব্দীব্যাপী যুদ্ধবিগ্রহের* পর, হিন্দুরাই মুসলমানদিগের উপর জয় লাভ কৱে । • মোগল সাম্রাজ্যের অধঃপতন 崇 搬 米 অষ্টাদশ শতাব্দীর ভারতের চিত্রটি সম্পূর্ণ করিতে হইলে, য়ুবোপীয়দিগের দিগ বিজয় ও ষড়যন্ত্রের কথা স্মরণ করাইয়া দেওয়া আবর্তক ; পোর্তুগী, দেনেমার, ওলন্দাজ, ইংরেজ, ফরাসী। দুপ্লে কর্তৃক • দক্ষিণাত্যে, ও ক্লাইভ কর্তৃক বঙ্গদেশে কতকগুলি রাজ্য স্থাপিত হইল । জমি আবাদ করিবার জন্ত, বাণিজ্য করিবার জন্ত, রাজাদিগকে পরামর্শ দিবার জন্ত, এবং তাছাদের সৈন্ত্যপরিচালনা করিবার জন্ত—পৃথিবীর বিভিন্ন দেশ হইতে কতকগুলি ভাগ্যান্বেষী আসিয়াছিল? তুর্কফেীজ, আফগান-ফৌজ, আরব-ফৌজ, এমন কি কফ্রি-ফৌজও ছিল । দম্যদল ছিল, ঠগের দল ছিল ;–এই ঠগের বণিক-দল বা যাত্রীদলের-সহিত মিশিয়া রাত্রিকালে উহাদিগের গলায় ফাস লাগাইয়া হত্যা করিত। হসমের বর্ণনা অনুসারে—মুসলমান-নগরগুলিতে, লোকের রীতি-নীতি সৌধীন ও মনোরম ছিল ; তাহীদের সাহিত্যচর্চা আমাদের অষ্টাদশ শতাব্দীকে স্মবণ করাইয়৷ দেয়। বারাণসীর স্তায় খাস হিন্দুনগরগুলিতে, যাত্রীর দল বিকটাকার বিগ্ৰহাদির পদতলে আসিয়া সমবেত হইতে, চিতাগ্নিতে সতীদাহ হইত। দুঃখ কষ্ট্রের পরিসীমা ছিল না ; রাজাদের মধ্যে আবিরাম যুদ্ধবিগ্রহ চলিত; অসৎ রাজকৰ্ম্মচারিদিগের অত্যাচারে প্রজার নিপীড়িত, করভারে ভারাক্রাস্ত । জলপ্লাবন, ছৰ্ভিক্ষ, মহামারী। ষে সময়ে বাবর মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেন, সে সময় অপেক্ষ ভারতের অবস্থা আরও খারাপ হইয়া উঠিয়াfছল।