পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৪৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 సెly g g छांब्राउँौ করিয়া সিবাস্তিয়ন বলিল, , “ডাক্তার, ফেলিমিয়াকে তোমারই হাতে দিয়ে গেলুম। ওকে দেখে—ওর আর কেউ নেই!” ফেলিসিয়া কাঠের মত নিশ্চল ভাবে বিছানার পাশ্বে দাড়াইয়াছিল-এ কথায় এতটুকু সে বিচলিত হইল না। ডাক্তারের কানে কথাটা কঠিন বিদ্রুপের মতই তীব্র ঠেকিল ; তবু তিনি গাঢ় স্বরে কহিলেন, “দেখব। সে বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকে৷ ” ফেলিসিয়ার যেন কোন জ্ঞান ছিল না । হঃখট এত প্রচণ্ডভাবে তাহাকে আঘাত করিল,-যে, তাহার কাদিবারও শক্তিও লুপ্ত হইয়া গেল। আহার মনে হইল, মুহুর্তে যেন পৃথিবীখান মরুভূমির মতই বিশাল ও অবলম্বনহীন হইয় পড়িয়ছে। বিপদের রাৰি অজগরের মতই যেন চতুর্দিক গ্রাস করিতে আসিতেছে। এই আলোকহীন বিশাল মরুপ্রাস্তরের মধ্য দিয়া তাহাকে দীর্ঘ জীবন কাটাইয়া ধাইতে হইবে । কোথায় আশ্রয়, কোথায় অবলম্বন ! কেহ নাই, কিছু নাই ! তাহার উপর সিবাস্তিয়ন এক পয়সা সঞ্চয় করিয়া রাখিয়া যাইতে পারে নাই। ফেলিসিয়ার . স্কন্ধে সংসারট্র প্রচণ্ড ভারের মতই চাপিয়া বলিল। সিবস্তিয়নের আর্টিঃ বন্ধুর আসিয়া পূরামর্শ দিল, সব বেচিয় ফেল। বেচিয় দেন, শোধ কর! এই ঘর, এই আসবাব-পত্র পিতার স্মৃতিতে ভরপুর রহিয়াছে,—প্ৰাণ ধরিয়া সেগুলাকে বিক্রয় করা ফেলিসিয়ার শক্তিতে কুলাইল না। চোখের জল মুছিয়া সে বলিল, “পরামর্শ क्रिया না গো—তোমরা । এ দেনা-শোধের উপায়, যেমন করে হোক, আমি করবই। উদ্র, ১৩২১ কিছু বিক্রী করব না।” বন্ধুর দল ফেলিসিয়ার এক গুয়েমি দেখিয়া বিরক্ত চিত্তে প্রস্থান করিল । g 尊 রাত্রে অনেক ভাবিয়া চিণ্ডিয়া ফেলিসিয়া একটা উপায় স্থির করিল । সে তাহীর ধৰ্ম্ম-ম ক্রেনমিজকে বিপদের কথা জানাইঞ্জ এক দীর্ঘ পত্র লিখিল । ক্রেনমিজ উত্তর দিল, “ওদের কথা তুমি শুনে না, মা । তুমি কিছু বিক্ৰী করে না ! যতদিন আমি আছি, তোমার ভাবনা কি ? আমার বার্ষিক আয়, পনেরো হাজার ফ্রাঙ্ক—সে ত তোমাকেই দিয়ে ধাৰ । তুমি ছাড়া আমারও আর কেউ নেই। সে টাকা, তোমারই । আমি এখানকার সয চুকিয়ে বুদ্ধিয়ে ওখানে যাচ্ছি। দুটি মায়ে বীয়ে আমরা একসঙ্গে থাকৃব। বুড়ে বয়সে আমাকেও ভ একজনের দেখ চাই। তুমি আমায় দেখবে। তুমি তোমার কাজ নিয়ে থেকে, আমি সংসার দেখবো । সিবাস্তিয়ন গেছে,দুঃখের কথা,–কিন্তু আমি যখন এখনও রয়েছি, তখন তুমি একেবারেই নিরাশ্রয় হওনি।” চিঠিখানার ছত্ৰে ছত্রে প্রচুর স্নেহ যেন উছলিয়া পড়িতেছিল। ফেলিসিয়া চিঠি পড়িয়া সুস্থ হইল। তাহার চোখে জল আসিল । চিঠিখানাকে 'বুকে চাপিয়া উচ্ছ,সিত আগ্রহে সে কহিল, “তুমি এসে মা–তুমি এসো। এ জনহীন পৃথিবীতে আর আমি একলা থাকতে পারি না। ভয়ে আমার গা শিউরে উঠছে— চারিধারে পাপ অণর ভণ্ডামি দেখে মাথা 尊 আমি তুলতে পারছি না, মী।” • ক্রেনমিজ আসিল। আপনার গৃহ ছাড়িয়া, বাল ছাড়িয়া ক্রেনমিজ ফেলিসিয়াকে আপনার