পাতা:ভারতী ১২৮৪.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.उiङ्गाङौ एलi ४२va ) कूभाद्रश्न . জ্জৈনদিগের তীর্থ ২ প্রকার। স্থাবর ও তাহদের সেবিত স্থান সকল স্থাবর তীর্থ যথা— । • . ဒ္ဓိ...." ‘জঙ্গম স্থাবরংচৈব তীৰ্থং দ্বিবিধমুচ্যতে। জঙ্গমং মুনযঃ প্রোক্তং স্থাবরস্তন্নিযেবিতম্ ॥ শত্রুঞ্জয় রৈবত গিরি, বৈভার, अझेপাদ গিরি, সম্মেতি শিখর, ইত্যাদি স্থাবরতীর্থ। এতন্মধ্যে শত্রুঞ্জয় সব্বশ্রেষ্ঠ। শক্রপ্লয়-যাত্রায় সকল তীর্থযাত্রার ফল হয়। জিন গণধর সকল জঙ্গম তীর্থ। শত্রুঞ্জয়ের অনেক নাম যথা—— শত্রুঞ্জয়ঃ পুণ্ডরীক: সিদ্ধিক্ষেত্ৰং মহাবলং স্বরশৈলে বিমলাদ্রিঃ পুণ্যরাশিঃ * * *। পৰ্ব্বতেন্দ্র সুভদ্রণ দৃষ্টশক্তিশ্চ কৰ্ম্মকঃ । মুক্তিগেহং মহাতীৰ্থং শাশ্বতঃ সৰ্ব্বকামদঃ। পুষ্পদন্তে মহাপদ্মং পৃথ্বীপীঠং প্রভাগ্রদং - ইত্যাদি। ১৯৮নাম আছে -- শত্রুঞ্জয় পৰ্ব্বতে কুমারপাল পাশ্বর্ণ নাথের মন্দির নিৰ্ম্মাণ করিয়াছিলেন । জৈনেরা গুরুমূর্তি, গুরু-পাল্লুক, পাশ্বনাথ প্রভৃতি জিন মূৰ্ত্তির পূজা করে ও ধূপদীপ নৈবেদ্য ফুল প্রদান করে । নেমির জন্মস্থান রৈবতক পৰ্ব্বত । | এই জন্য ইহা মহাতীর্থ এবং ওখানে নেমির নিৰ্ব্বাণ হইলে ৯.৯ বৎসর পরে কাশ্মীর দেশ হইতে রম্নদেব শ্রাবণ রৈবতে আসিয়া बांड মহোৎসব করিয়াছিলেন, তদবধি যাত্রী মহোৎসব হইয়া থাকে। সেই নেমি { মূৰ্ত্তি ব্লক্ষেত্রের স্থাপিত। ..?" | छत्रभ।। ४जनं भूनिद्रा अश्रम-शैर्थ, अब র্য্যের সম্বং ১১৪কাৰ্ত্তিকী পূর্ণিমার রাত্রে জন্ম, মরণুকাল মাগত বুঝিতে পরিয়া সমস্ত | ংঘ ও রাজাকে নিকটে ডাকিয়া সমাধিযোগে শরীর ত্যাগ করেন। রাজা কুমারপাল.রোদন করিতে লাগিলেন । হেমাচা ১১৪৫ সস্বতে স্বৰ্গ লাভ হয় । তাহার শরীর চন্দনাগুরু প্রভৃতি দ্বার স্বগন্ধময় করিয়া মৃত্তিকা-প্রোথিত করা হইয়াছিল। সেই স্থান হেমষউ নামে প্রসিদ্ধ । হেমচন্দ্রের মৃত্যুর ৬ বৎসর পরে, কুমারপাল ৩০ বৎসর ৮ মাস ২৭ দিন রাজ্য করিয়া ১২৩৫ সস্বৎ অব্দে শরীর ত্যাগ করেন । র্তাহার ভ্রাতৃপুত্র অজয়পাল রাজসিংহাসন প্রাপ্ত হইয়াছিলেন । ইনি মহীপালের পুত্র। ১৪৪ অব্দে এই কুমারপালের প্রবদ্ধ সংগ্ৰহ হয় । তৎপরে তাহা সোমসুন্দর গুরুর শিষ্য জিনমণ্ডল উপাধ্যায় কর্তৃক গ্রন্থাকারে গদ্য পদ্যে রচিত হুইয়। ১৪৯৫ সস্বতে প্রচারিত হয়। যথা—স্বাস্তে সচরিতৈ বোইব্ধি মমুদ্রিঃ কৈলাস বৈহায়িকৈঃ’—ইত্যাদি । ঐসোমসুন্দর রোঃ শিরোঃ শিষ্যেৎ যথাক্রতানুসারেণ শ্ৰীজিনমণ্ডল গুণিন মন্থ | প্রচিত বৎসরে রুচির – * কুমারপাল প্রবন্ধে কুমারপাল চরিত | এইরূপ লিখিত হইয়াছে। এই প্রস্তাবটী | উক্ত গ্রন্থের সার-সঙ্কলন মাত্র। মূল গ্ৰ | স্তাবে শ্ৰীপত্তন, ধারানগরী, ধন্ধুকপুর, নাগ- | পুর, কর্ণাবতী, শখপুর,কুমার গ্রাম, প্রভৃতি | স্থান মদনবন্ধ, শ্ৰীদত্তস্থরি, গুণমেনস্থৱি | প্রছুমারি ও শৃঙ্কশেখর প্রভৃতি ব্যক্তি ৱ: | ৮৪ বৎসর বয়সে হেমচন্ত্র আপনার দেৱও সিদ্ধাস্বরঞ্জি, নেমিচরিত্র, হরিবংশ,